ভারতীয় সংস্থায় হানা চিনা হ্যাকারদের, কিন্তু কেন?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারত-চিন বিবাদ শুধুমাত্র লাদাখেই সীমাবদ্ধ থাকেনি। ঢুকে পড়েছে দেশের অন্দরমহলেও। চিনের হ্যাকাররা অনবরত চেষ্টা করে গিয়েছে ভারতে রাষ্টায়ত্ত সংস্থাগুলির পরিষেবার বিঘ্ন ঘটানোর। এমনটাই জানা গেল, একটি মার্কিন সংস্থার রিপোর্ট থেকে। শুধুমাত্র সেনাবাহিনী বা অস্ত্র দিয়েই নয়, হ্যাকিংয়ের মাধ্যমেও ভারতের ক্ষতি করতে চেয়েছিল বেজিং। রিপোর্ট অনুযায়ী গত বছর মে মাসে পূর্ব লাদাখ সীমান্তে সেনা মজুত করার আগেই চিনা হ্যাকারদের কম্পিউটার নেটওয়ার্কে ভারত সরকারের বিভিন্ন সংস্থার ক্ষতি করার চেষ্টা শুরু করে দিয়েছিল। বৈদ্যুতিক ক্ষেত্রের একটা বড় অংশকে টার্গেট করার জন্য বেজিংয়ের হ্যাকাররা একটি নির্দিষ্ট সফটওয়্যার ব্যবহার করছিল।
জানা গিয়েছে, বেজিংয়ের এই হ্যাকিং গোষ্ঠীর সঙ্গে ভালো মতোই যোগসূত্র রয়েছে চিনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সঙ্গে। ভারতের প্রতিরক্ষা দপ্তরের নেটওয়ার্কেও হানা দেওয়ার চেষ্টা করেছিল এই হ্যাকাররা।
তবে কোনও কারণে মরিয়া চেষ্টা চালিয়ে ঠিক সুবিধা করে উঠতে পারেনি চিনেন হ্যাকাররা। রিপোর্ট অনুযায়ী ভারতের কোনও সংস্থারই তথ্য হ্যাক করতে পারেনি বেজিং। তবে কী বিষয়ে তারা আটকে গিয়েছে সেটা পরিস্কার করে জানা যায়নি। তাই সাবধান থাকতে বলা হয়েছে ভারতে রাষ্টায়ত্ত সংস্থাগুলিকে। এবার দেখার বিষয় হল পরবর্তী কালে কী হয়।
জানা গিয়েছে, বেজিংয়ের এই হ্যাকিং গোষ্ঠীর সঙ্গে ভালো মতোই যোগসূত্র রয়েছে চিনের প্রধান গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনীর সঙ্গে। ভারতের প্রতিরক্ষা দপ্তরের নেটওয়ার্কেও হানা দেওয়ার চেষ্টা করেছিল এই হ্যাকাররা।
তবে কোনও কারণে মরিয়া চেষ্টা চালিয়ে ঠিক সুবিধা করে উঠতে পারেনি চিনেন হ্যাকাররা। রিপোর্ট অনুযায়ী ভারতের কোনও সংস্থারই তথ্য হ্যাক করতে পারেনি বেজিং। তবে কী বিষয়ে তারা আটকে গিয়েছে সেটা পরিস্কার করে জানা যায়নি। তাই সাবধান থাকতে বলা হয়েছে ভারতে রাষ্টায়ত্ত সংস্থাগুলিকে। এবার দেখার বিষয় হল পরবর্তী কালে কী হয়।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment