দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ লক্ষের গণ্ডি ছাড়াল
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উদ্বেগ কাটার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। গত ২৪ ঘন্টায় দেশে আগের দিনের তুলনায় প্রাণঘাতী করোনার সংক্রমণ ও মৃত্যুর ঘটনা সামান্য হ্রাস পেলেও তা খুব একটা স্বস্তি দিচ্ছে না। বরং যেভাবে দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থ হওয়া রুগীর সংখ্যা হ্রাস পাচ্ছে, তাতে সিঁদূরে মেঘ দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ধীরে-ধীরে দেশে করোনা আক্রান্তের সংখ্যা এক কোটির মাইল ফলক ছোঁয়ার মুখে এগিয়ে চলছে।
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪৩ হাজার ৮২ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট সংক্রমিতের সংখ্যা ৯৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ লক্ষ ৯ হাজার ৭৮৮ জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে আরও প্রাণ হারিয়েছেন ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ১ লক্ষ ৩৫ হাজার ৭১৫ জন।’
প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল যেমন উৎকণ্ঠা বাড়াচ্ছে, তেমনই উদ্বেগ বাড়াচ্ছে সুস্থতার হার নিম্নমুখী হওয়া। টানা দেড়মাস দেশে নতুন করে আক্রান্তের থেকে বেশি ছিল দৈনিক সুস্থতার সংখ্যা। কিন্তু শীত বাড়তেই কমছে সুস্থতার সংখ্যা। যার ফলে প্রায় নিয়মিত বাড়ছে অ্যাকটিভ কেস অর্থাৎ চিকিৎসাধীন রুগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৭৯ জন। এ নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল, ৮৭ লক্ষ ১৮ হাজার ৫১৭ জনে। সক্রিয় করোনা রুগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৫৫৫ জনে।’
শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আরও ৪৩ হাজার ৮২ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট সংক্রমিতের সংখ্যা ৯৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৩ লক্ষ ৯ হাজার ৭৮৮ জন। মারণ ভাইরাসের ছোবলে নতুন করে আরও প্রাণ হারিয়েছেন ৪৯২ জন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ১ লক্ষ ৩৫ হাজার ৭১৫ জন।’
প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর মিছিল যেমন উৎকণ্ঠা বাড়াচ্ছে, তেমনই উদ্বেগ বাড়াচ্ছে সুস্থতার হার নিম্নমুখী হওয়া। টানা দেড়মাস দেশে নতুন করে আক্রান্তের থেকে বেশি ছিল দৈনিক সুস্থতার সংখ্যা। কিন্তু শীত বাড়তেই কমছে সুস্থতার সংখ্যা। যার ফলে প্রায় নিয়মিত বাড়ছে অ্যাকটিভ কেস অর্থাৎ চিকিৎসাধীন রুগীর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৩৭৯ জন। এ নিয়ে দেশে করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল, ৮৭ লক্ষ ১৮ হাজার ৫১৭ জনে। সক্রিয় করোনা রুগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৫৫৫ জনে।’
More News:
26th January 2021
দিল্লিকাণ্ডে মমতার কাঠগড়ায় কেন্দ্র, বিশ্বাসভঙ্গে ‘নারাজ’ বিরোধীরাও
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
Leave A Comment