করোনার দৈনিক সংক্রমণ নেমে দাঁড়াল ১৬ হাজারে
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সপ্তাহের শুরুর দিনেই সুখবর। দেশে করোনার দৈনিক সংক্রমণ নেমে এলো ১৬ হাজারে। পাশাপাশি দৈনিক মৃত্যুও ২০০-র গণ্ডির নিচে নেমে এসেছে। ২২৭ দিন দিন বাদে মারণ ভাইরাসে দৈনিক মৃত্যু দুশোর নিচে নামল। যার ফলে করোনা মুক্তির পথে আরও একধাপ এগোল দেশ।
আগামী শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। প্রথমে ৩ কোটির মতো স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাকে টিকা দেওয়া হবে। তার পরে টিকা পাবেন কো-মর্বিডেটিতে আক্রান্ত ৫০ বছরের ঊর্ধ্বে ২৭ কোটি মানুষ। কীভাবে সেই টিকাকরণ হবে, তা নিয়ে আজই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভ্যাকসিন নিয়ে যে সমস্ত নেতিবাচক প্রচার চলছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করার জন্য রাজ্য প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাবেন তিনি।
এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬ লক্ষ ৫৯ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ১৭ লক্ষ ৫৫ হাজার ৮৩১ জনের নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ১৬ হাজার ৩১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৫ জনে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হলেন এক লক্ষ ৫১ হাজার ১৬০ জন।’
দেশজুড়ে করোনার রেখচিত্র যেমন নিম্নমুখী, তেমনই স্বস্তি দিচ্ছে করোনা জয়ীর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৯,২৯৯ জন। এদিন সকাল আটটা পর্যন্ত মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন এক কোটি ৯২ হাজার ৯০৯ জন। সক্রিয় করোনা রুগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ২২ হাজার ৫২৬ জনে।’
আগামী শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ। প্রথমে ৩ কোটির মতো স্বাস্থ্যকর্মী ও কোভিড যোদ্ধাকে টিকা দেওয়া হবে। তার পরে টিকা পাবেন কো-মর্বিডেটিতে আক্রান্ত ৫০ বছরের ঊর্ধ্বে ২৭ কোটি মানুষ। কীভাবে সেই টিকাকরণ হবে, তা নিয়ে আজই বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ভ্যাকসিন নিয়ে যে সমস্ত নেতিবাচক প্রচার চলছে, তার বিরুদ্ধে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন করার জন্য রাজ্য প্রশাসনকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাবেন তিনি।
এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় দেশে আরও ৬ লক্ষ ৫৯ হাজার ২০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখনও পর্যন্ত ১৮ কোটি ১৭ লক্ষ ৫৫ হাজার ৮৩১ জনের নমুনা পরীক্ষা করা হলো। নয়া নমুনা পরীক্ষায় আরও ১৬ হাজার ৩১১ জনের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪ লক্ষ ৬৬ হাজার ৫৯৫ জনে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১৬১ জন। এ নিয়ে এখনও পর্যন্ত মারণ ভাইরাসের বলি হলেন এক লক্ষ ৫১ হাজার ১৬০ জন।’
দেশজুড়ে করোনার রেখচিত্র যেমন নিম্নমুখী, তেমনই স্বস্তি দিচ্ছে করোনা জয়ীর সংখ্যাও। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১৯,২৯৯ জন। এদিন সকাল আটটা পর্যন্ত মারণ ভাইরাসকে জয় করে সুস্থ হয়েছেন এক কোটি ৯২ হাজার ৯০৯ জন। সক্রিয় করোনা রুগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২ লক্ষ ২২ হাজার ৫২৬ জনে।’
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
ট্রাক্টর মিছিল রুখতে মামলা প্রত্যাহার করুক কেন্দ্র, সুপ্রিম আহ্বান
20th January 2021
20th January 2021
20th January 2021
'তাণ্ডব' নিয়ে তদন্ত করতে মুম্বই পৌঁছাল যোগীর পুলিশ, শুরু জিজ্ঞাসাবাদ
20th January 2021
20th January 2021
ট্রাক্টর র্যালি নিয়ে পুলিশের কর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন কৃষকেরা
Leave A Comment