করোনিলে ‘না’, রামদেবকে ‘রামধাক্কা’ উদ্ধবের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ‘বিজেপি-বান্ধব’ যোগগুরু বাবা রামদেবকে এবার ‘রামধাক্কা’ উদ্ধব সরকারের। মহারাষ্ট্রে বিক্রি করা যাবে না রামদেবের ‘করোনা প্রতিষেধক’ করোনিল। মঙ্গলবার এমনটাই জানাল রাজ্যের স্বরাস্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। গতকাল সোমবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েসশন বা আইএমএ করোনিলের করোনা প্রতিষেধক হিসেবে কাজ করার বিষয়টিকে ‘মিথ্যে’ বলে ঘোষণা করে। শুধু তাই নয়, কেন্দ্রীয়মন্ত্রী হষবর্ধনের কাছ থেকেও এইবিষয়ে ব্যাখা চেয়েছে আইএমএ। বিশ্বস্বাস্থ্য সংস্থা বা ‘হু’ও রামদেবের ওষুধটি করোনার বিরুদ্ধে লড়তে সক্ষম নয় বলেও আগে জানিয়েছিল।
এদিন এই বিষয়টিকে নিজের টুইটে ‘খুবই দূর্ভাগ্যজনক’ বলে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ। সেইসঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, ‘এটা খুবই দূর্ভাগ্যজনক যে দুই কেন্দ্রীয় মন্ত্রী এমনই একটি মাদকের প্রচার করেছেন।‘ পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই করোনিলের ক্ষমতা নিয়ে ক্লিনিকাল ট্রায়ালেই প্রশ্ন তোলা হয়েছে আইএমএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। এদিন টুইটে এমনটাই জানান অনিল দেশমুখ।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রামদেবের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল করোনার প্রতিষেধক হিসেবে করোনিলকে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। এই প্রসঙ্গে রামদেবের সংস্থা পতঞ্জলির ডিরেক্টর বালকৃষ জানিয়েছেন,’ এই ওষুধটির অনুমোদন দিয়েছে ভারত সরকারের ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই। হু এর সঙ্গে সম্পর্কিত নয় কারণ হু কোনও ধরনের ওষুধের অনুমোদন প্রদান কিংবা বাতিল ঘোষণা করেনা ।
এই প্রথম নয়, এর আগেও করোনিল নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলে যোগগুরু বাবা রামদেবের সংস্থাকে। এবার করোনিলের মহারাষ্ট্র প্রবেশে বাধা ও আইএমএ এভাবে সরব হওয়ায় কেন্দ্র চাপের মুখে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
এদিন এই বিষয়টিকে নিজের টুইটে ‘খুবই দূর্ভাগ্যজনক’ বলে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী অনিল দেশমুখ। সেইসঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত নিয়ে তিনি বলেন, ‘এটা খুবই দূর্ভাগ্যজনক যে দুই কেন্দ্রীয় মন্ত্রী এমনই একটি মাদকের প্রচার করেছেন।‘ পাশাপাশি করোনার বিরুদ্ধে লড়াইয়ে এই করোনিলের ক্ষমতা নিয়ে ক্লিনিকাল ট্রায়ালেই প্রশ্ন তোলা হয়েছে আইএমএ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। এদিন টুইটে এমনটাই জানান অনিল দেশমুখ।
The #IMA has questioned the said 'clinical trials' of #Coronil & WHO refuted the false claims made by #Patanjali Ayurveda for giving any certificate regarding its effectiveness for #Covid19 treatment. (1/2)
— ANIL DESHMUKH (@AnilDeshmukhNCP) February 23, 2021
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি রামদেবের সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল করোনার প্রতিষেধক হিসেবে করোনিলকে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক। এই প্রসঙ্গে রামদেবের সংস্থা পতঞ্জলির ডিরেক্টর বালকৃষ জানিয়েছেন,’ এই ওষুধটির অনুমোদন দিয়েছে ভারত সরকারের ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া বা ডিসিজিআই। হু এর সঙ্গে সম্পর্কিত নয় কারণ হু কোনও ধরনের ওষুধের অনুমোদন প্রদান কিংবা বাতিল ঘোষণা করেনা ।
এই প্রথম নয়, এর আগেও করোনিল নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিলে যোগগুরু বাবা রামদেবের সংস্থাকে। এবার করোনিলের মহারাষ্ট্র প্রবেশে বাধা ও আইএমএ এভাবে সরব হওয়ায় কেন্দ্র চাপের মুখে পড়ল বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল।
More News:
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment