করোনা পরিস্থিতি ‘ভয়াবহ’, ৪ রাজ্যের রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ‘ভয়াবহ’ হয়ে ওঠায় চার রাজ্যের রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অশোকভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত ও অসম সরকারের কাছ থেকে রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি সব রাজ্য সরকারকে মারণ ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকারও নির্দেশ দিয়েছে।
দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভুষণ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নভেম্বর মাসে বিভিন্ন রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সামনের মাসগুলিতে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে বলে আমাদের আশঙ্কা। তাই সব রাজ্য সরকারের উচিত এখন থেকেই করোনা মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া।’
সব রাজ্য সরকারকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত ও অসম রাজ্য সরকারের পক্ষ থেকেও রাজ্যের করোনা পরিস্থিতি এবং মারণ ভাইরাস মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিনেই ওই হলফনামা জমা দিতে হবে চার রাজ্য সরকারকে। হলফনামায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা, দৈনিক সংক্রমণ চিত্র, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে কী-কী পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, তার উল্লেখ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এদিন সকালেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৬ জন। আক্রান্তের সংখ্যা যেমন ক্রমাগত লাফিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর মিছিলও থামছে না। গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৫১১ জন। এ নিয়ে দেশে মারণ ভাইরাসের বলি হলেন ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮ জন।’
দেশের করোনা পরিস্থিতি নিয়ে এক স্বতঃপ্রণোদিত মামলার শুনানিতে এদিন শীর্ষ আদালতের বিচারপতি অশোক ভুষণ উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘নভেম্বর মাসে বিভিন্ন রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। সামনের মাসগুলিতে দেশে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে দাঁড়াবে বলে আমাদের আশঙ্কা। তাই সব রাজ্য সরকারের উচিত এখন থেকেই করোনা মোকাবিলার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া।’
সব রাজ্য সরকারকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি দিল্লি, মহারাষ্ট্র, গুজরাত ও অসম রাজ্য সরকারের পক্ষ থেকেও রাজ্যের করোনা পরিস্থিতি এবং মারণ ভাইরাস মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত জানিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানির দিনেই ওই হলফনামা জমা দিতে হবে চার রাজ্য সরকারকে। হলফনামায় রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা, দৈনিক সংক্রমণ চিত্র, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালগুলিতে কী-কী পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, তার উল্লেখ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, এদিন সকালেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯১ লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৯ জন। এখনও পর্যন্ত মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৬ জন। আক্রান্তের সংখ্যা যেমন ক্রমাগত লাফিয়ে বাড়ছে, তেমনই মৃত্যুর মিছিলও থামছে না। গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আরও ৫১১ জন। এ নিয়ে দেশে মারণ ভাইরাসের বলি হলেন ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮ জন।’
More News:
26th January 2021
দিল্লিকাণ্ডে মমতার কাঠগড়ায় কেন্দ্র, বিশ্বাসভঙ্গে ‘নারাজ’ বিরোধীরাও
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
Leave A Comment