করোনার টিকা নিলেন ষাটোর্ধ্ব নেতারা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: করোনা যোদ্ধাদের পর, ষাটোর্ধ্ব ও ৪৫-এর উপর কোমর্বিডিটি থাকা নাগরিকদের করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে আজ থেকেই। যার প্রথম ডোজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর দেশের বিভিন্ন দলের বর্ষীয়ান নেতারা টিকা নেওয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন টিকাকরণের দ্বিতীয় ভাগে দেশের সমস্ত মুখ্যমন্ত্রী, সাংসদ, বিধাকেরা যাদের বয়স ষাটের উপরে তাঁরা টিকা নেবেন।
সেই কথা মাথায় রেখেই এদিন টিকা নিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। চেন্নাইয়ের এক মেডিক্যাল কলেজে করোনার প্রতিষেধক নিয়ে দেশবাসীকে টিকা নেওয়ার জন্য উতসাহীত করেছেন নাইডু। তালিকায় রয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনিও আজ টিকা নিয়েছেন, মুম্বইয়ের জে জে অগরওয়াল হাসপাতালে টিকা নিতে পৌঁছেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। করোনার টিকা নিতে দেখা গিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে।
যদিও দেশের কিছু নেতারা আবার করোনার প্রতিষেধক নেওয়াতে অনীহা দেখিয়েছেন। যেমন হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল বিজ, জানিয়েছেন তিনি করোনার টিকা লাগাবেন না। তাঁর শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৩০০। আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অনিল বিজ। তাই আপাতত করোনার টিকা নেবেন না তিনি। টিকা নিতে অনীহা দেখিয়েছেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা ও বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, তাঁর বয়স ৭০ বছর তাই আগে দেশের যুবকদের টিকা দেওয়া হোক।
সেই কথা মাথায় রেখেই এদিন টিকা নিয়েছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। চেন্নাইয়ের এক মেডিক্যাল কলেজে করোনার প্রতিষেধক নিয়ে দেশবাসীকে টিকা নেওয়ার জন্য উতসাহীত করেছেন নাইডু। তালিকায় রয়েছেন, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনিও আজ টিকা নিয়েছেন, মুম্বইয়ের জে জে অগরওয়াল হাসপাতালে টিকা নিতে পৌঁছেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। করোনার টিকা নিতে দেখা গিয়েছে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েককে।
যদিও দেশের কিছু নেতারা আবার করোনার প্রতিষেধক নেওয়াতে অনীহা দেখিয়েছেন। যেমন হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল বিজ, জানিয়েছেন তিনি করোনার টিকা লাগাবেন না। তাঁর শরীরে অ্যান্টিবডির পরিমাণ ৩০০। আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অনিল বিজ। তাই আপাতত করোনার টিকা নেবেন না তিনি। টিকা নিতে অনীহা দেখিয়েছেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা ও বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি জানিয়েছেন, তাঁর বয়স ৭০ বছর তাই আগে দেশের যুবকদের টিকা দেওয়া হোক।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment