কৃষকদের ট্রাক্টর মিছিলেও পাক যোগ দেখছে দিল্লি পুলিশ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে আগামী ২৬ জানুয়ারি ট্রাক্টর র্যালি নিয়ে অনুমতি দিল দিল্লি পুলিশ। গতকাল সন্ধ্যেতেই আন্দোলনরত কৃষকদের অনুমতি দেয় পুলিশ, কিন্তু এদিন রুট ম্যাপ জানিয়ে আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দিয়েছে অমিত শাহের পুলিশ। যদিও এদিন নিজেদের ঘারে দায় ঝেড়ে ফেলতে বিশেষ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে পুলিশ।
প্রশাসনের তরফে এদিন সাংবাদিক সম্মেলন্ন করে জানানো হয়েছে, ২৬ তারিখ কৃষক আন্দোলনে গণ্ডগোল পাকানো নিয়ে পাকিস্তানের তরফে ৩০৮ টি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার ফলে প্রজাতন্ত্র দিবসেও অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘ দু-মাস ধরে হাড় হিম করা ঠাণ্ডায় বসে রয়েছে কৃষকেরা। তাদের প্রতি নমনীয়তা না দেখিয়ে, কেন্দ্র কখনও এজেন্সি আবার কখনও পুলিশের হুমকি দিয়ে আন্দোলনের তাল কাটার ধান্দায় রয়েছে। আর এবার দিল্লি পুলিশও কার্যত দায় এড়িয়ে যাচ্ছেন ট্রাক্টরভ র্যালি নিয়ে। কেন্দ্রের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে, এই র্যালির ব্যাপারে পুলিশের সিদ্ধান্ত চূড়ান্ত। আদালত কোনওভাবে হস্তক্ষেপ করবে না। সেইমতো এদিন সিঙ্ঘু সীমান্ত থেকে ৬৩ কিমি, টিকরি সীমান্ত থেকে ৬২ কিমি ও গাজীপুর সীমান্ত থেকে ৪৬ কিমি ট্রাক্টর র্যালির অনুমতি দিয়েছে পুলিশ।
আর এই অনুমতি দেওয়ার পর, পুলিশ আশঙ্কা করেছে, ওইদিন ট্রাক্টর মিছিলে অশান্তি হতে পারে। আর এর পিছনে হাত রয়েছে পাকিস্তানের। অর্থাৎ পুলিশ এবার পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে সমস্ত দায় এড়িয়ে যেতে চাইছে বলেই মত বিশেষজ্ঞদের।
আন্দোলনরত কৃষকেরা বারবার প্রশাসনকে জানিয়ে এসেছে, যে তাদের মিছিল শান্তিপূর্ণ হবে। কিন্তু পুলিশ হয়ত মনগড়া আশঙ্কা করে এই র্যালি ভেস্তে দিতে চাইছে। এর আগেও কৃষি বিল নিয়ে আন্দোলনকারী কৃষকদের পাক যোগ কিংবা মদতের দাবি তুলেছে কেন্দ্র। এদের অর্থনৈতিক সুবিধা দিচ্ছে খালিস্তান পন্থীরা এই কারণে কিছু কৃষক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে তলব পাঠায় এনআইএ। যার তীব্র প্রতিবাদ করে কৃষক নেতারা। ২৬ জানুয়ারির দিন মোট ১০০০ ট্রাক্টর নিয়ে কয়েক হাজারের উপর কৃষক নেতারা মিছিলে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
প্রশাসনের তরফে এদিন সাংবাদিক সম্মেলন্ন করে জানানো হয়েছে, ২৬ তারিখ কৃষক আন্দোলনে গণ্ডগোল পাকানো নিয়ে পাকিস্তানের তরফে ৩০৮ টি ভুয়ো টুইটার অ্যাকাউন্ট খোলা হয়েছে। যার ফলে প্রজাতন্ত্র দিবসেও অশান্তির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ।
কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে দীর্ঘ দু-মাস ধরে হাড় হিম করা ঠাণ্ডায় বসে রয়েছে কৃষকেরা। তাদের প্রতি নমনীয়তা না দেখিয়ে, কেন্দ্র কখনও এজেন্সি আবার কখনও পুলিশের হুমকি দিয়ে আন্দোলনের তাল কাটার ধান্দায় রয়েছে। আর এবার দিল্লি পুলিশও কার্যত দায় এড়িয়ে যাচ্ছেন ট্রাক্টরভ র্যালি নিয়ে। কেন্দ্রের করা মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে, এই র্যালির ব্যাপারে পুলিশের সিদ্ধান্ত চূড়ান্ত। আদালত কোনওভাবে হস্তক্ষেপ করবে না। সেইমতো এদিন সিঙ্ঘু সীমান্ত থেকে ৬৩ কিমি, টিকরি সীমান্ত থেকে ৬২ কিমি ও গাজীপুর সীমান্ত থেকে ৪৬ কিমি ট্রাক্টর র্যালির অনুমতি দিয়েছে পুলিশ।
আর এই অনুমতি দেওয়ার পর, পুলিশ আশঙ্কা করেছে, ওইদিন ট্রাক্টর মিছিলে অশান্তি হতে পারে। আর এর পিছনে হাত রয়েছে পাকিস্তানের। অর্থাৎ পুলিশ এবার পাকিস্তানের কাঁধে বন্দুক রেখে সমস্ত দায় এড়িয়ে যেতে চাইছে বলেই মত বিশেষজ্ঞদের।
আন্দোলনরত কৃষকেরা বারবার প্রশাসনকে জানিয়ে এসেছে, যে তাদের মিছিল শান্তিপূর্ণ হবে। কিন্তু পুলিশ হয়ত মনগড়া আশঙ্কা করে এই র্যালি ভেস্তে দিতে চাইছে। এর আগেও কৃষি বিল নিয়ে আন্দোলনকারী কৃষকদের পাক যোগ কিংবা মদতের দাবি তুলেছে কেন্দ্র। এদের অর্থনৈতিক সুবিধা দিচ্ছে খালিস্তান পন্থীরা এই কারণে কিছু কৃষক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গত সপ্তাহে তলব পাঠায় এনআইএ। যার তীব্র প্রতিবাদ করে কৃষক নেতারা। ২৬ জানুয়ারির দিন মোট ১০০০ ট্রাক্টর নিয়ে কয়েক হাজারের উপর কৃষক নেতারা মিছিলে অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment