নজিরবিহীনভাবে রাজ্যে ৮ দফায় নির্বাচন, দেখুন LIVE UPDATE
Share Link:

নিজস্ব প্রতিনিধি : নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক সম্মেলনে হাজির দেশের নির্বাচন কমিশনার সুনীল অরোরা। সঙ্গে রয়েছেন কমিশনের অন্য উচ্চপদস্থ আধিকারিকেরা। শুক্রবারের এই সাংবাদিক সম্মেলন থেকেই পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু-সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করছে নির্বাচন কমিশন। তাই সারা দেশের নজর এখন এদিকেই।
রাজ্যে কবে নির্বাচন, ক'দফায় হবে এই নির্বাচন, এই সবই রইল এখানে বিস্তারিত ভাবে। তাই সবার আগে নির্বাচনের খবর পেতে চোখ রাখুন আমাদের এই লাইভ আপডেটে--
রাজ্যে কবে নির্বাচন, ক'দফায় হবে এই নির্বাচন, এই সবই রইল এখানে বিস্তারিত ভাবে। তাই সবার আগে নির্বাচনের খবর পেতে চোখ রাখুন আমাদের এই লাইভ আপডেটে--
- পশ্চিমবঙ্গ- ৮ দফায় রাজ্যে নির্বাচন হবে। প্রথম দফায় ৩০ আসনে নির্বাচন, ২৭ মার্চ নির্বাচন হবে । দ্বিতীয় দফায় ৩০ আসনে নির্বাচন, নির্বাচন হবে ১ এপ্রিল, তৃতীয় দফায় নির্বাচন হবে ৩১ আসনে, নির্বাচন হবে ৬ এপ্রিল, চতুর্থ দফায় নির্বাচন হবে ৪৪ আসনে, নির্বাচন হবে ১০ এপ্রিল। পঞ্চম দফায় নির্বাচন হবে ৪৫ আসনে, নির্বাচন হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় নির্বাচন হবে ৪৩ আসনে, এই দফায় নির্বাচন হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় রাজ্যের ৩৬ আসনে বিধানসভা নির্বাচন হবে, এই নির্বাচন হবে ২৬ এপ্রিল। অষ্টম দফায় নির্বাচন হবে ৩৫ আসনে এবং তা হবে ২৯ এপ্রিল। সারা রাজ্যের নির্বাচনের ফলাফল প্রকাশ হবে ২ মে।
- পুডুচেরি- ৩০ আসনে একদফায় নির্বাচন, এই রাজ্যেও নির্বাচন হবে ৬ এপ্রিল, তবে ভোট গণনা হবে ২ মে।
- তামিলনাড়ু- ২৩৪ আসনে এক দফায় নির্বাচন হবে, নির্বাচন হবে ৬ এপ্রিল, ভোট গণনা ২ মে।
- কেরল- ১৪০ আসনে এক দফায় নির্বাচন, নির্বাচন হবে ৬ এপ্রিল। ভোট গণনা ২ মে।
- অসম- ৩ দফায় নির্বাচন হবে। প্রথম দফায় ৪৭ আসনে নির্বাচন, নির্বাচন হবে ২৭ মার্চ, ভোট গণনা ২ মে। দ্বিতীয় দফায় নির্বাচন ৩৯ আসনে, নির্বাচন হবে ১ এপ্রিল, তৃতীয় দফায় নির্বাচন ৪০ আসনে হবে, নির্বাচনের দিন ৬ এপ্রিল। গণনা হবে ২ মে।
- নির্বাচনী আচরণবিধি আজ থেকেই চালু হয়ে এই পাঁচ রাজ্যে।
- ভোটদানের সময় বাড়ছে ১ ঘণ্টা, অর্থাৎ ১১ ঘণ্টা দেওয়া যাবে এবারের ভোট।
- এবার অফলাইনের পাশাপাশি, অনলাইনেও মনোনয়ন জমা ও টাকা জমা দেওয়া যাবে।
- বি মুরলীকুমার, পশ্চিমবঙ্গের এক্সপেনডিচার অবজার্ভার হচ্ছেন।
- বিবেক দুবে এবং এম কে দাস, পশ্চিমবঙ্গের জন্য ২ বিশেষ পুলিশ পর্যবেক্ষক থাকছেন, একমাত্র বাংলাতেই দু'জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন, জানালেন সুনীল অরোরা।
- অজয় নায়েক, পশ্চিমবঙ্গের বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পাচ্ছেন, তিনি বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন।
- পশ্চিমবঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে, অন্য রাজ্যেও পাঠানো হবে পর্যায়ক্রমে।
- সব রাজ্যেই যথেষ্ট পরিমাণে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী থাকছে। এই নিয়ে কোনও প্রশ্নই থাকছে না।
- তবে করোনার কারণে সবকিছুতেই ভিড় নিয়ন্ত্রিত করা হচ্ছে।
- ৮০ বছরের বেশি বয়সীদের জন্য পোস্টাল ব্যালটের সুবিধা থাকছে।
- রাজ্যে এবার মোট ভোট কেন্দ্র হচ্ছে ১ লক্ষ ১ হাজার ৯১৬ টি , গতবারের চেয়ে যা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।
- প্রতি নির্বাচনী বুথ হচ্ছে একতলায় এবং প্রতি বুথে এক হাজার ভোটার থঅকবেন।
- মোট ৮২৪ আসনে প্রায় সাড়ে ১৮ কোটি ভোটার এই পাঁচ রাজ্যে তাঁদের মতদান দেবেন।
- অসমে ১২৬ আসন, তামিলনাড়ুতে ২৩৪ আসন, পশ্চিমবঙ্গে মোট ২৯৪ আসন রয়েছে, কেরলে ১৪০ বিধানসভা আসন এবং পুডুচেরিতে আসনের সংখ্যা ৩০টি।
- নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ এই পাঁচ রা্জ্যেই ইতিমধ্যেই গিয়েছে, সেখানে গিয়ে সব পক্ষের সঙ্গেই কথা বলা হয়েছে।
- উমেশ সিনহা, সুদীপ জৈন-সহ সব ডেপুটি নির্বাচন কমিশনাররা এই পাঁচ রাজ্যের নির্বাচন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে।
- বিহার নির্বাচনে করোনার চ্যালেঞ্জ ভালভাবেই পাশ করেছে নির্বাচন কমিশন।
- করোনার কারণে আমাদের অতিরিক্ত সতর্কতা নিতে হয়েছে। করোনা বিধি মেনেই এই পাঁচ রাজ্যে নির্বাচন সংগঠিত হবে।
- সাড়ে চারটেয় শুরু হল কমিশনের সাংবাদিক সম্মেলন , ঘোষণা হবে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট।
- বিজ্ঞান ভবনে এলেন সুনীল অরোরা, সুশীল চন্দ্র, রাজীব কুমার-সহ কমিশনের সব উচ্চপদস্থ কর্তারা।
More News:
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
বহুতলে দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫ বছরের কম বয়সী বহু শিশু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment