বুধবার কেন্দ্র-কৃষক দশম বৈঠক, জল্পনা বাড়ছে ট্রাক্টর মিছিল ইস্যুতে
Share Link:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্র দিবসে আন্দোলনকারী কৃষকেরা ট্রাক্টর নিয়ে রাজধানীর বুকে মিছিল করবে কিনা সেই বিষয়ে দরকষাকষির মধ্যে মঙ্গলবার পিছিয়ে গেল কেন্দ্র-কৃষকে সংগঠন গুলির মধ্যে দশম দফার বৈঠক। রফাসূত্র খুজতে বৈঠকটি হতে চলেছে আগামী কাল ২০ জানুয়ারি। এদিন এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের পক্ষ থেকে।
প্রায় দুমাস ধরে নয়া কৃষি আইন প্রত্যাখ্যানের দাবিতে পথে নেমে আন্দোলন করে চলেছেন দেশের কৃষক সংগঠনগুলি। যদিও কৃষকের আর্থিক উন্নতির স্বার্থে এই আইন বলেই দাবি করে আসছে কেন্দ্র।
এর আগে নয় দফা বৈঠকে সমস্যার সমাধান মেলেনি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় কৃষি রাজ্যে মন্ত্রী রুপালা পি.রুপালা বলেন, এই সমস্যা অনেক আগেই সমাধান হয়ে যেত যদি সরকারের সঙ্গে সরাসরি কৃষকেরা কথা বলতেন। কিন্তু এই আন্দোলনে কৃষক নেতারা যুক্ত হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।
অন্যদিকে প্রজাতন্ত্র দি’বসে ট্রাক্টর মিছিল নিয়েও ক্রমশই বাড়’ছে জটিলতা। ২৬ জানুয়ারি রাজধানীতে ট্রাক্টর মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে, এই যুক্তি দেখিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। এদিন সেই মামলার শুনানিতেই সর্বোচ্চ আদালত জানায় , এই বিষয়টি সম্পূর্ণই আইন –শৃঙ্খলার বিষয়। আর আইন-শৃঙ্খলা বজায় রাখার অধিকার রয়েছে দিল্লি পুলিশের।
সুপ্রিম কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে রফাসূত্র খুজতে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন কৃষক নেতারা। কৃষক নেতা দর্শনপাল সিংয়ের কথায় পুলিশের সঙ্গে এদিনের বৈঠক ট্রাক্টর মিছিল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে আউটার রিং রোড ব্যবহার কথা বলা হলেও ট্র্যাক্টর মিছিল করার জন্য তা উপযুক্ত নয় বলে জানিয়েছেন ওই কৃষক নেতা। যদিও বৈঠকের পরও মিছিল নিয়ে পুলিশের পক্ষ থেকে কোনওরকম অনুমতি মেলেনি বলে জানা গিয়েছে।
More News:
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Leave A Comment