সুবিধা না বুঝে কৃষি আইন প্রত্যাহারের দাবি করছেন কৃষকেরা, ক্ষোভ তোমারের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কৃষক নেতারা শুধুমাত্র কৃষি আইন প্রত্যাহারের দাবিই করছেন, নিজেদের সুবিধাটা দেখছেন না, ক্ষোভপ্রকাশ কৃষিমন্ত্রীর। এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় নরেন্দ্র সিং তোমার এই কথাই বলেছন।
আইন সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, কৃষক নেতারা শুধু প্রত্যাহারের দাবি করছেন। তারা এই আইনের গুরুত্ব বুঝতে চাইছেন না। এই কারণেই আমাদের এত আলোচনার পর কোনও ফল বের হয়নি।
তিনি জানিয়েছেন, আমরা কৃষকদের আবেগকে বুঝি। তাদের সমস্যা, বুঝেই সব পরিস্কার করে দেওয়া হয়েছে বারবার, তাদের কেন্দ্রের প্রস্তাব ফেরানো উচিত নয়। আমাদের প্রস্তাব মেনে নেওয়া উচিত ওনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই আইন পাস হয়েছে। সরকার একাধিক বদল এনেছে এই আইনে শুধুমাত্র কৃষকদের স্বার্থেই। আমরা কৃষকদের বিষয়ে খুবই সাবধানী পদক্ষেপ নিই। কৃষকদের স্বার্থেই নতুন আইন আনা হয়েছে, বেশকিছু বদল করা হচ্ছে ওনাদের স্বার্থেই।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, যখন আমি শুক্রবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসলাম তখনই বললাম আমরা আপনাদের একাধিক প্রস্তাব দিয়েছে কোনটাতে রাজি। সেইভাবেই এগোবে কেন্দ্র, কিন্তু তারা কিছুতেই কোনও প্রস্তাবে রাজি হচ্ছেন না। তাদের একটাই দাবি, বিল প্রত্যাহার করা হোক।
দশবার বৈঠকের পরেও কেন্দ্র ও কৃষক নেতাদের মধ্যে কোনও রফা বের হয়নি।
আইন সম্পর্কে বলতে গিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, কৃষক নেতারা শুধু প্রত্যাহারের দাবি করছেন। তারা এই আইনের গুরুত্ব বুঝতে চাইছেন না। এই কারণেই আমাদের এত আলোচনার পর কোনও ফল বের হয়নি।
তিনি জানিয়েছেন, আমরা কৃষকদের আবেগকে বুঝি। তাদের সমস্যা, বুঝেই সব পরিস্কার করে দেওয়া হয়েছে বারবার, তাদের কেন্দ্রের প্রস্তাব ফেরানো উচিত নয়। আমাদের প্রস্তাব মেনে নেওয়া উচিত ওনাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই আইন পাস হয়েছে। সরকার একাধিক বদল এনেছে এই আইনে শুধুমাত্র কৃষকদের স্বার্থেই। আমরা কৃষকদের বিষয়ে খুবই সাবধানী পদক্ষেপ নিই। কৃষকদের স্বার্থেই নতুন আইন আনা হয়েছে, বেশকিছু বদল করা হচ্ছে ওনাদের স্বার্থেই।
কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার জানিয়েছেন, যখন আমি শুক্রবার কৃষকদের সঙ্গে আলোচনায় বসলাম তখনই বললাম আমরা আপনাদের একাধিক প্রস্তাব দিয়েছে কোনটাতে রাজি। সেইভাবেই এগোবে কেন্দ্র, কিন্তু তারা কিছুতেই কোনও প্রস্তাবে রাজি হচ্ছেন না। তাদের একটাই দাবি, বিল প্রত্যাহার করা হোক।
দশবার বৈঠকের পরেও কেন্দ্র ও কৃষক নেতাদের মধ্যে কোনও রফা বের হয়নি।
More News:
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment