সেরাম থেকে ১৩ শহরে পাঠানো হল করোনা ভ্যাকসিন
Share Link:

নিজস্ব প্রতিনিধি, পুণে: কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লিখিত বরাত পাওয়ার পরেই মঙ্গলবার ভোরে ৯টি বিশেষ বিমানে দেশের ১৩ শহরের উদ্দেশে করোনার ভ্যাকসিন ‘কোভিশিল্ড’ পাঠাল সেরাম ইনস্টিটিউট। প্রথম দফায় ৫৬ লক্ষ ৫০ হাজার ডোজ ভ্যাকসিন পাঠানো হয়েছে। যে ১৩ শহরের উদ্দেশে ভ্যাকসিন পাঠানো হয়েছে সেগুলি হলো, দিল্লি, চণ্ডিগড়, লখনউ, কলকাতা, গুয়াহাটি, হায়দরাবাদ, ভুবনেশ্বর, বেঙ্গালুরু, পটনা, আমদাবাদ, শিলং, চেন্নাই ও বিজয়ওয়াড়া। এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো এয়ারলাইন্সের বিশেষ বিমান ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে পুণে থেকে উড়ে গিয়েছে।
এদিন ভোর থেকেই পুণের সেরাম ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে করোনার ভ্যাকসিন বিভিন্ন শহরে পাঠানো নিয়ে যুদ্ধকালীন তৎপরতা চোখে পড়েছে। যাতে পরিবহণের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ প্যাকেজিংয়ের বন্দোবস্থ করা হয়েছে। বহণে সুবিধার জন্য প্রতিটি ভ্যাকসিন বক্সের ওজন ৩২ কিলোগ্রামের মধ্যে রাখা হয়েছে। পুণে বিমানবন্দরের উদ্দেশে ভ্যাকসিনবাহী গাড়ি রওনা হওয়ার আগে ভোর পাঁচটা নাগাদ বিশেষ পুজোরও ব্যবস্থা করা হয়েছিল। দেশবাসীকে করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিষেধক উৎপাদন করতে পারায় সেরাম ইনস্টিটিউটের কর্মী থেকে আধিকারিক, গবেষকদের মুখে ছিল যুদ্ধজয়ের হাসি।
প্রথম দফায় করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট। গুয়াহাটি, কলকাতা, ভুবনেশ্বের, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পটনা ও বিজয়ওয়াড়ায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছে বিমান সংস্থাটি। এক প্রেস বিবৃতিতে স্পাইস জেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন শহরে পৌঁছনোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে সংস্থা গর্বিত। শুধু দেশের অভ্যন্তরেই নয়, এমনকী বিদেশেও ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনে প্রস্তুত।’
এদিন ভোর থেকেই পুণের সেরাম ইনস্টিটিউটের প্রধান কার্যালয়ে করোনার ভ্যাকসিন বিভিন্ন শহরে পাঠানো নিয়ে যুদ্ধকালীন তৎপরতা চোখে পড়েছে। যাতে পরিবহণের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, তার জন্য বিশেষ প্যাকেজিংয়ের বন্দোবস্থ করা হয়েছে। বহণে সুবিধার জন্য প্রতিটি ভ্যাকসিন বক্সের ওজন ৩২ কিলোগ্রামের মধ্যে রাখা হয়েছে। পুণে বিমানবন্দরের উদ্দেশে ভ্যাকসিনবাহী গাড়ি রওনা হওয়ার আগে ভোর পাঁচটা নাগাদ বিশেষ পুজোরও ব্যবস্থা করা হয়েছিল। দেশবাসীকে করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য প্রতিষেধক উৎপাদন করতে পারায় সেরাম ইনস্টিটিউটের কর্মী থেকে আধিকারিক, গবেষকদের মুখে ছিল যুদ্ধজয়ের হাসি।
প্রথম দফায় করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন শহরে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে বেসরকারি বিমান সংস্থা স্পাইস জেট। গুয়াহাটি, কলকাতা, ভুবনেশ্বের, হায়দরাবাদ, বেঙ্গালুরু, পটনা ও বিজয়ওয়াড়ায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছে বিমান সংস্থাটি। এক প্রেস বিবৃতিতে স্পাইস জেটের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন শহরে পৌঁছনোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে সংস্থা গর্বিত। শুধু দেশের অভ্যন্তরেই নয়, এমনকী বিদেশেও ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দায়িত্ব পালনে প্রস্তুত।’
More News:
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
Leave A Comment