২৬-এর সকালে রাজপথের আকাশে যুদ্ধবিমানে ভাবনা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মনে আছে উইং কমান্ডার পুজা ঠাকুরকে? প্রাক্তণ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারত সফরে এসেছিলেন ২০১৫ সালে। তখন ওবামাকে গার্ড অব অনার দিয়েছিলেন ওই মহিলা বায়ুসেনা অফিসার। মার্কিন প্রেসিডেন্টের সামনে পুজাকে সামনে রেখে যেভাবে নারী ক্ষমতায়ণের দিকটি তুলে ধরেছিওল ভারত তা নিয়ে সেই সময় কম চর্চা হয়নি।
এবার ভারতের প্রথম যুদ্ধবিমানের পাইলট হিসেবে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করছেন লেফটেন্যান্ট ভাবনা কান্থ। অবনী চতুর্বেদী ও মোহনা সিংয়ের সঙ্গে প্রথম যুদ্ধবিমান চালিয়েছিলেন ভাবনা।
লেফটেন্যান্ট ভাবানার এই কৃতিত্বকে সম্মান জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। টুইট করে তিনি লিখেছেন, “মহিলাদের নেতৃত্বে নতুন ভোরের সূচনা। লেফনেন্যান্ট ভাবনা কান্থ প্রথম মহিলা লড়াকু বিমান চালক যিনি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। যা সমগ্র দেশের জন্য গর্বের মুহূর্ত।”
উল্লেখ্য ২০১৯ সালে স্পেশাল কম্ব্যাট মিশনের জন্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন ভাবনা।
অন্যদিকে, এবারের প্রজাতন্ত্র দিবসে প্রথম বারের জন্য বিশেষ কৌশল প্রদর্শন করবে অত্যাধুনিক রাফালে যুদ্ধবিমান। সোমবার এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। সেনা সূত্রে খবর, রাফালে যুদ্ধ বিমান’গুলি ভার্টিকাল চার্লি ফর্মেশনে ফ্লাইং করবে রাজধানীর আকাশে। কি এই ভার্টিকাল চার্লি? এটিতে একাধিক যুদ্ধবিমান কম উচ্চতা থেকে সটান আকাশের দিকে প্রায় ৯০ ডিগ্রি অ্যাঙ্গেলে উড়ে যায়। তারপর বেশ কয়েকবার ঘুরপাক খেয়ে ফের স্বাভাবিক উচ্চতায় চলে আসে।
এই ধরনের বিপজ্জনক কৌশল দেখাতে প্রয়োজন অসামান্য দক্ষতার। এমনটাই জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। যাইহোক রাজধানীর বুকে রাফালে উড়ানের সাক্ষী থাকার অপেক্ষায় দিন গুনছে দিল্লি।
More News:
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Leave A Comment