'মহাবীর চক্রে' সন্তুষ্ট নয় শহিদ কর্ণেল সন্তোষ বাবুর পরিবার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মহাবীর চক্র দেওয়ায় সন্তুষ্ট নয় শহিদ কর্ণেল সন্তোষ বাবুর পরিবার। গত ২০২০, ১৫ জুন লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনের লালফৌজের অতর্কিত আক্রমণের ফলে সংঘর্ষ বাঁধে ভারতীয় সেনাদের মধ্যে। যার জন্য ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়। কর্ণেল সন্তোষ বাবুর নেতৃত্বেই ওই জওয়ানেরা চিনের ফৌজের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন। যাতে শহিদ হতে হয় কর্ণেল সন্তোষ বাবু সহ আরও ২০ জওয়ানকে।
গালওয়ানে চিনের সেনাদের সঙ্গে বীরের মতো লড়াই করা কর্ণেল সন্তোষ বাবুর জন্য আরও বড় সম্মান আশা করছিলেন, পরিবারের সদস্যরা। এই বিষয়ে কর্ণেল সন্তোষ বাবুর বাবা জানিয়েছেন, আমি খুবই খুশি কিন্তু ১০০ শতাংশ সন্তুষ্ট নই। এটাই সুযোগ ছিল আমার ছেলের লড়াইয়ের প্রতি সম্মান প্রদর্শন করা। কর্ণেল সন্তোষ বাবুকে ভারতীয় সেনার সর্বোচ্চ সম্মান পরমবীর চক্র দেওয়া উচিত ছিল। তাঁর কর্ত্যেবের কথা মাথায় রেখে এই সম্মানটা আশা করেছিলাম।
বিহার রেজিমেন্টের ১৬ তম শাখার কমান্ডিং অফিসার ছিলেন। চিনের লালফৌজের সঙ্গে যুদ্ধে গত জুন মাসে কর্ণেল সন্তোষ বাবুর নেতৃত্বে লাদাখের গালওয়ানে খণ্ডযুদ্ধে করে ভারতীয় সেনারা। ওই সংঘর্ষে ভারতীয় সেনার ২০ জন শহিদ হয়, সূত্র মারফত জানা যায় চিনেরও একাধিক জওয়ানের মৃত্যু হয়েছে।
কর্ণেল সন্তোষ বাবুর বাবা আরও জানিয়েছেন, আমার ছেলে ও তাঁর সহযোগীরা বীরের মত লড়েছে। খালি হাতে লড়াই করে ওরা প্রমাণ করে দিয়েছে চিনের থেকে ভারতের সেনারা কত শক্তিশালী। কর্ণেল সন্তোষ বাবুর বীরত্বের জন্য তেলেঙ্গনা সরকার ৫ কোটি টাকা আর্থিক সাহায্যে ও ওনার
Leave A Comment