শিশুদের পোশাক না খুললে যৌন নির্যাতন নয়, জানাল বোম্বে হাইকোর্ট
Share Link:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: শিশুদের যৌন নির্যাতন নিয়ে নয়া ব্যাখ্যা দিলেন বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা। সম্প্রতি শিশু যৌন নির্যাতন নিয়ে দায়ের হওয়া এক মামলার রায় দিতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘শিশুদের ক্ষেত্রে জামাকাপড় খুলিয়ে বা জামাকাপড়ের ভিতরে হাত গলিয়ে তাদের বুক বা গোপনাঙ্গ স্পর্শ না করা হলে সেটা যৌন নির্যাতন নয়। এমন ঘটনা কোনও ভাবেই পকসো আইনের আওতায় পড়বে না।’ বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের বিচারপতির এমন রায় নিয়ে অবশ্য বিতর্ক দানা বেঁধেছে।
১২ বছরের এক নাবালিকার বুকে চাপ দেওয়া ও তার জামাকাপড় খোলানোর চেষ্টার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল নাগপুর পুলিশ। পকসো আইনের ৮ নম্বর ধারা মোতাবেক ওই অভিযুক্তের তিন বছর জেল হওয়ার কথা ছিল। কিন্তু নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। মামলার রায় দিতে গিয়ে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪২ নম্বর ধারা মোতাবেক ওই ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার রায় দিতে গিয়ে বিচারপতি যেমন বলেছেন, পোশাক খুলিয়ে গোপনাঙ্গ স্পর্শ না করলে তা যেমন যৌন নির্যাতনের আওতায় পড়বে না, তেমনই একইসঙ্গে এও জানিয়েছেন, ‘অঙ্গপ্রবেশ না ঘটিয়ে যদি কোনও শিশুকে যৌন ইচ্ছায় স্পর্শ করা হয়, সেটা যৌন নির্যাতন বলেই বিবেচিত হবে।’
১২ বছরের এক নাবালিকার বুকে চাপ দেওয়া ও তার জামাকাপড় খোলানোর চেষ্টার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছিল নাগপুর পুলিশ। পকসো আইনের ৮ নম্বর ধারা মোতাবেক ওই অভিযুক্তের তিন বছর জেল হওয়ার কথা ছিল। কিন্তু নিজের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাকে চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত। মামলার রায় দিতে গিয়ে আইনের নতুন ব্যাখ্যা দিয়ে বিচারপতি পুষ্পা গানেদিওয়ালা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৪২ নম্বর ধারা মোতাবেক ওই ব্যক্তিকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার রায় দিতে গিয়ে বিচারপতি যেমন বলেছেন, পোশাক খুলিয়ে গোপনাঙ্গ স্পর্শ না করলে তা যেমন যৌন নির্যাতনের আওতায় পড়বে না, তেমনই একইসঙ্গে এও জানিয়েছেন, ‘অঙ্গপ্রবেশ না ঘটিয়ে যদি কোনও শিশুকে যৌন ইচ্ছায় স্পর্শ করা হয়, সেটা যৌন নির্যাতন বলেই বিবেচিত হবে।’
More News:
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
6th March 2021
5th March 2021
5th March 2021
5th March 2021
5th March 2021
Leave A Comment