বিয়েবাড়ির আবর্জনা পরিষ্কারের খরচ ৫৪ হাজার !!!!
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিয়েতে খরচ হয়েছিল ২০০ কোটি। আর তাতে যা আবর্জনা ছড়িয়েছিল, তা পরিষ্কারের জন্য এখনও পর্যন্ত দিতে হয়েছে ৫৪ হাজার টাকা। চোখ কপালে ওঠার জোগাড় হলেও এমনটাই ঘটেছে উত্তরাখণ্ডের আউলিতে। ৫৪ হাজার টাকা ইউজার চার্জ দিতে হয়েছে প্রবাসী ভারতীয় গুপ্তা পরিবারকে।
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য উত্তরাখণ্ডের আউলিকে বেছে নিয়েছিলেন দক্ষিণ-আফ্রিকা নিবাসী গুপ্তা পরিবার। অজয় গুপ্তার ছেলে সূর্যকান্তর বিয়ের অনুষ্ঠান ছিল ১৮ থেকে ২০ জুন এবং অতুল গুপ্তার ছেলে শশাঙ্কের বিয়ের অনুষ্ঠান ছিল ২০ থেকে ২২ জুন। আউলিতে মহা ধুমধামে সম্পন্ন হয় ২০০ কোটি টাকা বাজেটের এই মহাবিবাহ পর্ব। কিন্তু গোল বাধে বিয়ে শেষের পর। কারণ, এই মহাবিবাহ পর্ব চলাকালীন গুপ্তা পরিবার আউলিকে এতটাই নোংরা করেন যে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। আর তাতেই শেষ পর্যন্ত আবর্জনা পরিষ্কারের পুরো খরচ দিতে হয়েছে পরিবারকে। জানা গিয়েছে, নোংরা পরিস্কারের জন্য ৫৪ হাজার টাকা দিতে রাজি হয়েছেন ওই পরিবার।
আউলি পুরসভার সভাপতি শৈলেন্দ্র পানওয়ার জানিয়েছেন, “ইতিমধ্যেই গুপ্তা পরিবার ৫৪ হাজার টাকা জমা দিয়েছেন। এখনও পর্যন্ত ১৫০ কুইন্ট্যাল আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়েছে। পুরো আবর্জনা পরিষ্কার করার পর মোট হিসাব গুপ্তা পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে।” পুরসভার পতরফে আরও জানানো হয়েছে, ২০ সদস্যের একটি দলকে বিয়ে বাড়ির আবর্জনা পরিষ্কারের কাজে লাগানো হয়েছে।
এদিকে, উত্তরাখণ্ডের হাইকোর্ট নির্দেশ দিয়েছে ৭ জুলাইয়ের মধ্যে বিয়েবাড়ি থেকে ছড়ানো দূষণের পরিমাপক একটি রিপোর্ট জমা দিতে হবে। আউলির প্রশাসন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আদালত নির্দেশ দিয়েছে এই আবর্জনা জমার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে একটি রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী শুনানি হবে ৮ জুলাই।
আরও পড়ুন:
ডেস্টিনেশন ওয়েডিংয়ের জন্য উত্তরাখণ্ডের আউলিকে বেছে নিয়েছিলেন দক্ষিণ-আফ্রিকা নিবাসী গুপ্তা পরিবার। অজয় গুপ্তার ছেলে সূর্যকান্তর বিয়ের অনুষ্ঠান ছিল ১৮ থেকে ২০ জুন এবং অতুল গুপ্তার ছেলে শশাঙ্কের বিয়ের অনুষ্ঠান ছিল ২০ থেকে ২২ জুন। আউলিতে মহা ধুমধামে সম্পন্ন হয় ২০০ কোটি টাকা বাজেটের এই মহাবিবাহ পর্ব। কিন্তু গোল বাধে বিয়ে শেষের পর। কারণ, এই মহাবিবাহ পর্ব চলাকালীন গুপ্তা পরিবার আউলিকে এতটাই নোংরা করেন যে সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে হইচই পড়ে যায়। আর তাতেই শেষ পর্যন্ত আবর্জনা পরিষ্কারের পুরো খরচ দিতে হয়েছে পরিবারকে। জানা গিয়েছে, নোংরা পরিস্কারের জন্য ৫৪ হাজার টাকা দিতে রাজি হয়েছেন ওই পরিবার।
আউলি পুরসভার সভাপতি শৈলেন্দ্র পানওয়ার জানিয়েছেন, “ইতিমধ্যেই গুপ্তা পরিবার ৫৪ হাজার টাকা জমা দিয়েছেন। এখনও পর্যন্ত ১৫০ কুইন্ট্যাল আবর্জনা পরিষ্কার করা সম্ভব হয়েছে। পুরো আবর্জনা পরিষ্কার করার পর মোট হিসাব গুপ্তা পরিবারকে পাঠিয়ে দেওয়া হবে।” পুরসভার পতরফে আরও জানানো হয়েছে, ২০ সদস্যের একটি দলকে বিয়ে বাড়ির আবর্জনা পরিষ্কারের কাজে লাগানো হয়েছে।
এদিকে, উত্তরাখণ্ডের হাইকোর্ট নির্দেশ দিয়েছে ৭ জুলাইয়ের মধ্যে বিয়েবাড়ি থেকে ছড়ানো দূষণের পরিমাপক একটি রিপোর্ট জমা দিতে হবে। আউলির প্রশাসন এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আদালত নির্দেশ দিয়েছে এই আবর্জনা জমার ফলে কী কী ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে একটি রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী শুনানি হবে ৮ জুলাই।
আরও পড়ুন:
More News:
16th December 2019
নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে তীব্র বিক্ষোভ আলিগড় মুসলিম বিশ্ববিদালয়ে
16th December 2019
15th December 2019
CAA কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত অগপ-র
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
15th December 2019
Leave A Comment