গত ২৪ ঘন্টায় বাড়ল করোনা সংক্রমণ, চিন্তায় ফেলল মৃত্যুর হার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: জানুয়ারির শুরু থেকেই ভারতে করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নগামী হলেও, গত ২৪ ঘন্টায় সেই আক্রান্তের সংখ্যা এবার বাড়ল। বুধবার সকালে সেই গ্রাফ কিছুটা হলেও বাড়াতেই চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮২৩জন। চলতি সপ্তাহে এটা একটু বেশি। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ কোটি ৫ লক্ষ ৯৫ হাজার ৬৬০ জনে।
দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৯৭ হাজার ২০১ জন। গত ২৪ ঘণ্টায় কোভিড ১৯ আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬২ জন। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৫২ হাজার ৭১৮ জনে। ভারতে করোনা সংক্রমণের হাত থেকে মুক্ত হয়েছেন ১ কোটিরও বেশি দেশবাসী। গত ২৪ ঘণ্টায় মোট করোনাজয়ীর সংখ্যা ১৬ হাজার ৯৮৮ জন। গত ২৪ ঘণ্টায় মোট ৭ লক্ষেরও বেশি টেস্ট করা হয়েছে গোটা দেশজুড়ে।
নতুন বছরের শুরু থেকেই করোনার গ্রাফ কমতে শুরু করেছে। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা যোদ্ধাদের প্রতিষেধক দেওয়ার কাজ শুরু হয়েছে। আজ সেটি পঞ্চম দিনে পা দিয়েছে। চলতি বছরেই অক্সফোর্ড-আস্ট্রোজেনের বানানো পুনের সিরাম ইনস্টিটিউটের 'কোভিশিল্ড' ও ভারত বায়োটেকের 'কোভ্যাকসিন' প্রতিষেধককে জরুরি ব্যবহারের ভিত্তিতে ছাড়পত্র দিয়েছে ডিসিজিআই । আগামী কয়েকমাসের মধ্যেই মোট ৩০ কোটি প্রতিষেধক দেওয়া হবে।
More News:
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
Leave A Comment