ইদে মুখোমুখি জন আব্রাহাম ও সলমন
Share Link:

নিজস্ব প্রতিনিধি: রিয়েল লাইফের পর এবার রিল লাইফেও ঝগড়া বাঁধতে চলেছে জন ও সলমনের। আসলে চলতি বছরের ইদে জনের ছবিও মুক্তি পাবে বলে এদিন জানিয়েছেন অভিনেতা। কিছুদিন আগেই সলমন খান জানিয়েছেন তাঁর 'রাধে ইওর মোস্ট ওয়ানটেড ভাই' চলতি বছরে সিনেমাহলেই মুক্তি পাবে। দিন হিসেবে ধার্য করা হয়েছে ইদ অর্থাৎ মে মাসের ১২ তারিখ।
আর প্রজাতন্ত্রের সকালে জন আব্রাহাম জানিয়েছেন, তাঁর অভিনীত 'সত্যমেব জয়তে-২' ইদেই অর্থাৎ ১৪ মে মুক্তি পাবে। অর্থাৎ বক্স অফিসে 'ভাইজান' বনাম 'বলিউডের হাঙ্ক'-এর লড়াই বাঁধবে এটা বলাই যায়। বাস্তবে জন ও সলমনের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। নিজেদের মধ্যে মনোমালিন্যের জেরে জন ও সলমন একে ওপরকে এড়িয়ে যান। কিন্তু বক্স অফিসে পিঠাপিঠি ছবি মুক্তি দিয়ে নতুন বার্তা দিলেন জন।
এদিন প্রজাতন্ত্র দিবসের দিনে জাতীয় পতাকা উড়িয়ে পাগড়ি মাথায় নিজের ছবির মুক্তির তারিখ ঘোষণা করেছেন জন। মিলাপ জাফেরির পরিচালনায় জনের 'সত্যমেব জয়তে-২' লকডাউনে শ্যুটিং না হওয়ায় মুক্তি আটকে যায়। আনলক প্রক্রিয়া চালু হওয়ায় 'সত্যমেব জয়তে-২' শ্যুটিং শেষ হওয়ায় মুক্তির তারিখ ঘোষণা করেছেন জন। ছবিতে জনের বিপরীতে অভিনয় করবেন দিব্যা খোসলা কুমার।
অপরদিকে সলমনের 'রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুডাকে। ছবিটি পরিচালনা করছেন প্রভুদেবা।
More News:
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
Leave A Comment