নাবালিকাকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: হাথরাসের ছায়া এবার মধ্যপ্রদেশে। ১৩ বছরের এক দলিত নাবালিকাকে ধর্ষণ করে জ্যান্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বেলুট জেলায়। গত সোমবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
৩৫ বছরের এক যুবক, ১৩ বছরের এক দলিত নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। ওই নাবালিকাটির অবস্থা আশঙ্কাজনক, তাকে আপাতত পাশের রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
গোদাদোংরি থানার অন্তর্গত একটি গ্রামের খামারে গিয়েছিলেন ওই নাবালিকাটি জলের পাম্প বন্ধ করার জন্য যেখানে তাকে একা পেয়ে ধর্ষণ করেন ওই বছর ৩৫ যুবক, বেতুলের পুলিশ সুপার এমনটাই জানিয়েছেন।
নিজের কর্ম লুকানোর জন্য ওই ধর্ষক মেয়েটিকে নিকটবর্তী নর্দমার কাছে নিয়ে গিয়ে ঘাস চাপা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সন্ধ্যে হলেও নাবালিকাটি বাড়ি না ফেরায় তার বাড়ির লোক খুঁজতে বের হয়। তারপরেই ওই নাবালিকাটির চিৎকার শুনে নর্দমার কাছ থেকে বাড়ির লোক উদ্ধার করে নাবালিকাটিকে। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাটিকে নিকটবর্তী মহিলাটিকে নিয়ে যায় বাড়ির লোক, সেখান থেকে জেলা হাসপাতাল তারপর মহারাষ্ট্রে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
পরিবারের তরফে গতকাল পুলিশে কাছে একটি মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে পুলিশ ভারতীয় দণ্ডবিধির পসকো ও তফশিলি জাতি সংরক্ষণ আইনে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
৩৫ বছরের এক যুবক, ১৩ বছরের এক দলিত নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন। ওই নাবালিকাটির অবস্থা আশঙ্কাজনক, তাকে আপাতত পাশের রাজ্য মহারাষ্ট্রের নাগপুরে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
গোদাদোংরি থানার অন্তর্গত একটি গ্রামের খামারে গিয়েছিলেন ওই নাবালিকাটি জলের পাম্প বন্ধ করার জন্য যেখানে তাকে একা পেয়ে ধর্ষণ করেন ওই বছর ৩৫ যুবক, বেতুলের পুলিশ সুপার এমনটাই জানিয়েছেন।
নিজের কর্ম লুকানোর জন্য ওই ধর্ষক মেয়েটিকে নিকটবর্তী নর্দমার কাছে নিয়ে গিয়ে ঘাস চাপা দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। সন্ধ্যে হলেও নাবালিকাটি বাড়ি না ফেরায় তার বাড়ির লোক খুঁজতে বের হয়। তারপরেই ওই নাবালিকাটির চিৎকার শুনে নর্দমার কাছ থেকে বাড়ির লোক উদ্ধার করে নাবালিকাটিকে। আশঙ্কাজনক অবস্থায় ওই নাবালিকাটিকে নিকটবর্তী মহিলাটিকে নিয়ে যায় বাড়ির লোক, সেখান থেকে জেলা হাসপাতাল তারপর মহারাষ্ট্রে পাঠানো হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
পরিবারের তরফে গতকাল পুলিশে কাছে একটি মামলা দায়ের করা হয়। অভিযুক্তকে পুলিশ ভারতীয় দণ্ডবিধির পসকো ও তফশিলি জাতি সংরক্ষণ আইনে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।
More News:
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment