রেকর্ড হারে বাড়ছে সংক্রমণ, ৭ রাজ্যে কড়া নজর কেন্দ্রের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কমার কোনও লক্ষণ নেই। ফের ভারতে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সারা দেশজুড়ে টিকাকরণে প্রক্রিয়া চালু থাকলেও করোনা সংক্রমণের রাশ টানা যাচ্ছে না। মহারাষ্ট্র-সহ পাঁচ রাজ্যে সতর্কতা জারি করা হয়েছিল আগেই। এবার সাত রাজ্যে সতর্কতা জারি করল কেন্দ্র। গত সপ্তাহের করোনার গ্রাফের ভিত্তিতে সাত রাজ্যের উপর কড়া নজর রাখা হচ্ছে বলে মন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
হিসেব বলছে, বর্তমান পরিস্থিতিতে গত সপ্তাহের তুলনায় মহারাষ্ট্রে সংক্রামিতের সংখ্যা বেড়েছে ৮১ শতাংশের উপর। অন্যদিকে মধ্যপ্রদেশে ৪৩ শতাংশ, পঞ্জাবে ৩১ শতাংশ, জম্মু ও কাশ্মীরের ২২ শতাংশ, ছত্তিশগড়ে ১৩ শতাংশ ও হরিয়ানাতে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাঁচ রাজ্যের কারণে টানা পাঁচদিন সংক্রমণের এমন ভয়াবহ আকার নিতে দেখা গেল দেশে।
অন্যদিকে কর্ণাটক, কেরল ও গুজরাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ১৫ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে কর্ণাটকে নতুন করে করোনায় আক্রান্তে হয়েছেন ২,৮৭৯জন। সর্বোচ্চ আক্রান্তের নিরিখে মহারাষ্ট্র, কেরল ও তামিলনাড়ুর পর দেশের মধ্যে চতুর্থ স্থান দখল করে রয়েছে কর্ণাটক। গত এক সপ্তাহে গুজরাতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮৬০জন মানুষ।
করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হচ্ছে রাজধানীতেও। রিপোর্ট বলছে, অন্যান্য রাজ্যের তুলনায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা কম হলেও সংক্রামিতের সংখ্যা নেহাত কম নয়। দিল্লিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৫৪জন।
প্রসঙ্গত মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে পড়েছে অমরাবতী, আকোলা, আঁচলপুর, বুধধানা, ওয়াসিম, পুনের মতো জায়গাগুলিতে। করোনার এমন অগ্রগতিতে পুনে, অমরাবতীতে ফের কড়া লকডাউন জারির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
Leave A Comment