স্ত্রীর নগ্ন ছবি বিক্রি করে পাকড়াও গুণধর স্বামী
Share Link:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছিলেন। শেষ পর্যন্ত অর্থ উপার্জনে নিজের ধর্মপত্নীকেই হাতিয়ার করেছিলেন। স্ত্রীর নগ্ন ছবি ইউটিউব ও বন্ধুবান্ধবদের কাছে বিক্রি করে বেশ ভালই রোজগার হচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে ‘গুণধর’ স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায়। অভিযুক্ত স্বামীর নাম বন্টা ভামসিকান্ত রেড্ডি।
পুলিশ জানিয়েছে, ধৃত ভামসিকান্ত রেড্ডি অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার গিড্ডালুরু এলাকার বাসিন্দা। এক সময়ে হায়দরাবাদের এক বিমান সংস্থার কার্গো বিভাগে কাজ করত ৩২ বছরের ভামসিকান্ত। তার পর আচমকাই সেই কাজ ছেড়ে দিয়ে স্ত্রীকে নিয়ে গিড্ডালুরুতে ফিরে আসে। প্রথমে কুরিয়ারের ব্যবসা শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। তার পরেই কুপথে হাঁটে। রোজগারের জন্য নিজের স্ত্রীর নগ্ন ছবি দেখিয়ে ৩০০ টাকা করে নিত ধৃত। এমনকী নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুদের যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাবও দিয়েছিল। শুধু তাই নয়, ওই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেলও করতে থাকে। বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য লাগাতার চাপ দিয়েও যাচ্ছিল। শুধু স্বামী ভামসিকান্ত-ই নয়, তার বাবা-মাও বৌমাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য অত্যাচার চালাত।
স্বামী ও শ্বশুর-শাশুড়ির এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ভামসিকান্তের স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই গুণধর স্বামীর নানা কুকীর্তির কথা জানতে পারে পুলিশ। তার পরেই গ্রেফতার করা হয় ভামসিকান্তকে। কাকে-কাকে সে স্ত্রীর নগ্ন ছবি বিক্রি করছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত ভামসিকান্তের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের পাশাপাশি তার বাবা-মায়ের বিরুদ্ধেও ঘরোয়া হিংসার দায়ে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃত ভামসিকান্ত রেড্ডি অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলার গিড্ডালুরু এলাকার বাসিন্দা। এক সময়ে হায়দরাবাদের এক বিমান সংস্থার কার্গো বিভাগে কাজ করত ৩২ বছরের ভামসিকান্ত। তার পর আচমকাই সেই কাজ ছেড়ে দিয়ে স্ত্রীকে নিয়ে গিড্ডালুরুতে ফিরে আসে। প্রথমে কুরিয়ারের ব্যবসা শুরু করে। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। তার পরেই কুপথে হাঁটে। রোজগারের জন্য নিজের স্ত্রীর নগ্ন ছবি দেখিয়ে ৩০০ টাকা করে নিত ধৃত। এমনকী নিজের স্ত্রীর সঙ্গে বন্ধুদের যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাবও দিয়েছিল। শুধু তাই নয়, ওই নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্ত্রীকে ব্ল্যাকমেলও করতে থাকে। বাপের বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা এনে দেওয়ার জন্য লাগাতার চাপ দিয়েও যাচ্ছিল। শুধু স্বামী ভামসিকান্ত-ই নয়, তার বাবা-মাও বৌমাকে বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য অত্যাচার চালাত।
স্বামী ও শ্বশুর-শাশুড়ির এমন অত্যাচারে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন ভামসিকান্তের স্ত্রী। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেই গুণধর স্বামীর নানা কুকীর্তির কথা জানতে পারে পুলিশ। তার পরেই গ্রেফতার করা হয় ভামসিকান্তকে। কাকে-কাকে সে স্ত্রীর নগ্ন ছবি বিক্রি করছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃত ভামসিকান্তের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়েরের পাশাপাশি তার বাবা-মায়ের বিরুদ্ধেও ঘরোয়া হিংসার দায়ে মামলা রুজু করা হয়েছে।
More News:
18th January 2021
18th January 2021
17th January 2021
17th January 2021
বেশিরভাগ কৃষকেরা এই বিলের সমর্থনে, চাঞ্চল্যকর দাবি কৃষিমন্ত্রীর
17th January 2021
17th January 2021
17th January 2021
16th January 2021
লক্ষ্যমাত্রা ৩ লক্ষ থাকলেও সারাদেশে ভ্যাকসিন নিলেন মাত্র ১.৯১ লক্ষ মানুষ
16th January 2021
Leave A Comment