মোদি ‘পরিযায়ী পাখি’, কটাক্ষ কংগ্রেসের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: শীত কিংবা বসন্তে ভারতে যেমন দেখা মেলে দূরদূরান্তের বিদেশী পরিযায়ী পাখিদের তেমনই সারাবছর দেখা না মিললেও নির্বাচনের আগে তিনি পরিযায়ী পাখিদের মতো একবার আসবেনই রাজ্যে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরিযায়ী পাখির সঙ্গে তুলনা করে কটাক্ষ করলেন অসম কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন পরিযায়ী পাখির মতো শুধুমাত্র নির্বাচনের সময় হলেই তিনি অসমে আসেন।‘ সোমবার উত্তর অসমে নির্বাচনী র্যালীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিজেপির সেই মহমিছিলের পরেই এমন কটাক্ষ এল বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে।প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে আরও বলেন,’রাজ্যে বন্যায় মানুষের দুর্দশা চরমে ছিল কিংবা সিএএতে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছিল তখন তো প্রধানমন্ত্রী একবারও অসমে আসেন নি।‘
গতকাল প্রচারে এসেই অসমের প্রতি বিগত কেন্দ্রীয় সরকার সৎ মায়ের মতো আচরন করেছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যের পাল্টা দিয়ে এদিন বোরা বলেন, ‘২০১৭ সাল থেকে অসমে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের ৬০ শতাংশ কাটছাট করেছে কেন্দ্র। আমাদের রাজ্যের সমস্ত সরকারী ইতিমধ্যেই বেসরকারিকরণ করা হয়েছে। যারফলে আর্থিক সংকটে ধুকছে রাজ্যে।‘সম্প্রতি জাতীয় নাগরিক পঞ্জী সংশোধনী বিল বা ‘সিএএ’র বিরোধিতা করতে গিয়ে অসমে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য প্রস্তাবিত স্মৃতিসৌধে সম্মান জানাতে ৫০ লক্ষ গামছা সংগ্রহের ডাক দিয়েছে অসম কংগ্রেস।
়
গত বৃহস্পতিবার অসমের প্রাক্তণ মুখ্যমন্ত্রী তরুন গগৈয়ের পুত্র কালিয়াবরের সাংসদ গৌরব গগৈ গুয়াহাটিতে একটি জনসভায় বলেন, ‘আমরা সিএএ বিরোধী একটি স্মৃতিসৌধ নির্মাণ করার পরিকল্পনা করছি। সেখানে সমস্ত অসমবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি তাঁরা যেন সিএএ বিরোধিতার বার্তা দিয়ে ৫০ লক্ষ গামছা আমাদের কাছে পাঠায়। সেই গামছা আমরা রাখব স্মৃতিসৌধে।‘ সেই সঙ্গে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গামছা ও ওড়না সংগ্রহের নির্দেশ দিয়েছেন গৌরব গগৈ। একে সমর্থন জানিয়ে রিপুন বোরা জানান, ‘অসমের গৌরব রক্ষা করতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন,তাঁদের কখনই আমরা ভুলতে পারবো না।অসমের মাটি থেকে সিএএ’র শেকড়কে উপড়ে ফেলবই।‘
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি একজন পরিযায়ী পাখির মতো শুধুমাত্র নির্বাচনের সময় হলেই তিনি অসমে আসেন।‘ সোমবার উত্তর অসমে নির্বাচনী র্যালীতে অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী। বিজেপির সেই মহমিছিলের পরেই এমন কটাক্ষ এল বিরোধী কংগ্রেসের পক্ষ থেকে।প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্যের গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রশ্ন ছুড়ে আরও বলেন,’রাজ্যে বন্যায় মানুষের দুর্দশা চরমে ছিল কিংবা সিএএতে যখন বহু মানুষ প্রাণ হারিয়েছিল তখন তো প্রধানমন্ত্রী একবারও অসমে আসেন নি।‘
গতকাল প্রচারে এসেই অসমের প্রতি বিগত কেন্দ্রীয় সরকার সৎ মায়ের মতো আচরন করেছিল বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সেই বক্তব্যের পাল্টা দিয়ে এদিন বোরা বলেন, ‘২০১৭ সাল থেকে অসমে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের ৬০ শতাংশ কাটছাট করেছে কেন্দ্র। আমাদের রাজ্যের সমস্ত সরকারী ইতিমধ্যেই বেসরকারিকরণ করা হয়েছে। যারফলে আর্থিক সংকটে ধুকছে রাজ্যে।‘সম্প্রতি জাতীয় নাগরিক পঞ্জী সংশোধনী বিল বা ‘সিএএ’র বিরোধিতা করতে গিয়ে অসমে যারা প্রাণ হারিয়েছেন তাঁদের জন্য প্রস্তাবিত স্মৃতিসৌধে সম্মান জানাতে ৫০ লক্ষ গামছা সংগ্রহের ডাক দিয়েছে অসম কংগ্রেস।
়
গত বৃহস্পতিবার অসমের প্রাক্তণ মুখ্যমন্ত্রী তরুন গগৈয়ের পুত্র কালিয়াবরের সাংসদ গৌরব গগৈ গুয়াহাটিতে একটি জনসভায় বলেন, ‘আমরা সিএএ বিরোধী একটি স্মৃতিসৌধ নির্মাণ করার পরিকল্পনা করছি। সেখানে সমস্ত অসমবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি তাঁরা যেন সিএএ বিরোধিতার বার্তা দিয়ে ৫০ লক্ষ গামছা আমাদের কাছে পাঠায়। সেই গামছা আমরা রাখব স্মৃতিসৌধে।‘ সেই সঙ্গে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের তিনি সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গামছা ও ওড়না সংগ্রহের নির্দেশ দিয়েছেন গৌরব গগৈ। একে সমর্থন জানিয়ে রিপুন বোরা জানান, ‘অসমের গৌরব রক্ষা করতে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন,তাঁদের কখনই আমরা ভুলতে পারবো না।অসমের মাটি থেকে সিএএ’র শেকড়কে উপড়ে ফেলবই।‘
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment