মধ্যপ্রদেশে বিষমদ কাণ্ডে প্রাণ গেল ১৯ জনের
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশের মোরেনায় বিষমদ কাণ্ডে মৃত্যুমিছিলের সারি ক্রমশই দীর্ঘ হচ্ছে। বিষমদ পানে আরও ৭ জন মৃত্যুর কোলে লুটিয়ে পড়ায় এখনও পর্যন্ত ১৯ জনের প্রাণহানি ঘটেছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় বুধবার সকালেই মন্ত্রিসভার সিনিয়র সদস্য ও শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বিষমদ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই জেলার আবগারি আধিকারিক, পুলিশ আধিকারিক সহ চারজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষমদ কাণ্ডে জড়িতদের বরদাস্ত করা হবে না বলে হুঙ্কার ছেড়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মোরেনা জেলার মানপুর ও পাওয়ালি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা দেশি মদ পান করার পরেই অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় গ্বালিয়রে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার গ্বালিয়রের হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকিদের শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আরও ৭ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মঙ্গলবারই বিষমদ কাণ্ডে ১২ জনের মৃত্যুর ঘটনাকে ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই মোরেনা জেলার আবগারি আধিকারিককে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গ্বালিয়রের ডিআইজি।
গত তিন মাসে এই নিয়ে রাজ্যে দুটি বিষমদ কাণ্ড ঘটল। গত অক্টোবরেই উজ্জয়নে বিষমদ পানে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটল। রাজ্যে একের এর এক বিষমদ কাণ্ড ঘটে চলায় শিবরাজ সিং চৌহানের সরকারকে বিঁধেছে কংগ্রেস।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার মোরেনা জেলার মানপুর ও পাওয়ালি গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা দেশি মদ পান করার পরেই অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটায় গ্বালিয়রে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার গ্বালিয়রের হাসপাতালে ১২ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন বাকিদের শারীরিক অবস্থা খুব একটা ভাল নয় বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত আরও ৭ জন মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মঙ্গলবারই বিষমদ কাণ্ডে ১২ জনের মৃত্যুর ঘটনাকে ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। আর মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই মোরেনা জেলার আবগারি আধিকারিককে কর্তব্যে গাফিলতির দায়ে সাসপেন্ড করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ উগরে দিয়েছিলেন। বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন গ্বালিয়রের ডিআইজি।
গত তিন মাসে এই নিয়ে রাজ্যে দুটি বিষমদ কাণ্ড ঘটল। গত অক্টোবরেই উজ্জয়নে বিষমদ পানে ১৪ জনের মৃত্যুর ঘটনা ঘটল। রাজ্যে একের এর এক বিষমদ কাণ্ড ঘটে চলায় শিবরাজ সিং চৌহানের সরকারকে বিঁধেছে কংগ্রেস।
More News:
26th January 2021
দিল্লিকাণ্ডে মমতার কাঠগড়ায় কেন্দ্র, বিশ্বাসভঙ্গে ‘নারাজ’ বিরোধীরাও
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
26th January 2021
Leave A Comment