করোনা রুখতে রাজ্যের সব শহরে শুক্রবার সন্ধে ৬টা থেকে লকডাউন
Share Link:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: একেই বলে বিলম্বিত বোধোদয়। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পড়শি রাজ্য ছত্তিশগড়ের দেখানো পথে হেঁটে রাজ্যের শহরাঞ্চলে ৩০ ঘন্টার লকডাউন জারি করল মধ্যপ্রদেশের বিজেপি সরকার। আগামিকাল শুক্রবার সন্ধে ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত রাজ্যের সব শহরে লকডাউন চলবে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো ত্রস্ত গোটা মধ্যপ্রদেশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন চার হাজার ৪৩ জন। এ নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ১৮ হাজার ১৪ জনে। পাশাপাশি করোনার ছোবলে আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যুমিছিলের সারিতে সামিল হয়েছেন চার হাজার ৮৬ জন।
সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই বৈঠকেই ঠিক হয়, ভোপাল ইন্দোর সহ রাজ্যের সব শহরে নৈশ কার্ফু জারি করা হবে। কিন্তু গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস আরও ভয়াবহ হয়ে ওঠায় এদিন সকালেই রাজ্যের শহরাঞ্চলে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘করোনা পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সন্ধে ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত শহরাঞ্চলে লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বড় শহরগুলিতে যেখানে সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠছে সেখানে কনটেনমেন্ট জোন চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মারণ ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমতো ত্রস্ত গোটা মধ্যপ্রদেশ। গত ২৪ ঘন্টায় রাজ্যে একদিনেই নতুন করে সংক্রমিত হয়েছেন চার হাজার ৪৩ জন। এ নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লক্ষ ১৮ হাজার ১৪ জনে। পাশাপাশি করোনার ছোবলে আরও ১৩ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যুমিছিলের সারিতে সামিল হয়েছেন চার হাজার ৮৬ জন।
সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় বুধবারই উচ্চ পর্যায়ের বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ওই বৈঠকেই ঠিক হয়, ভোপাল ইন্দোর সহ রাজ্যের সব শহরে নৈশ কার্ফু জারি করা হবে। কিন্তু গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস আরও ভয়াবহ হয়ে ওঠায় এদিন সকালেই রাজ্যের শহরাঞ্চলে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।
সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘করোনা পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সন্ধে ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত শহরাঞ্চলে লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি বড় শহরগুলিতে যেখানে সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠছে সেখানে কনটেনমেন্ট জোন চালু করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
More News:
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
বহুতলে দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫ বছরের কম বয়সী বহু শিশু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment