মহারাষ্ট্রের পর এবার মধ্যপ্রদেশেও নাইট কার্ফু জারি!
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের পর এবার মধ্যপ্রদেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রামিতের সংখ্যা। করোনার নয়া ভারতীয় স্ট্রেন নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন চিকিত্সক বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, এবার ভয়ংকর রূপ নিয়ে ভারতে আছড়ে পড়তে পারে নভেল করোনভাইরাস। এবার সেই আশঙ্কাই বাস্তবে সত্যি বলে প্রমাণিত হতে চলল। দিনে দিনে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায় মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় মঙ্গলবার রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত নাইট কার্ফু জারি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত সপ্তাহের ট্রেন্ড বুঝে ও আগামী দিনে করোনার গ্রাফ দেখে পঞ্জাব ও মহারাষ্ট্রে ফের লকডাউন জারি করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন উভয় রাজ্যের মুখ্যমন্ত্রী।
অমরাবতী ও পুনের পাশাপাশি বিদর্ভতেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নয়া স্ট্রেনের কেন্দ্রস্থল হিসেবে উঠে আসছে মুম্বই, অমরাবতী ও বিদর্ভের নাম। হঠাত করে সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত দুই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রক। এ বিষয়ে পঞ্জাব ও মহারাষ্ট্রের মধ্যে বৈঠক হয়েছে। করোনার নয়া নিয়মবিধি মান্য না করলে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে ঠাকরে সরকার। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ট্যুইটারে ঘোষণা করেছিলেন, 'রাজ্যে ফের লকডাউন যাঁরা চান তাঁরা মাস্ক পরবেন না, আর যদি না চান তাহলে অবশ্যই মাস্ক পরবেন।' অতিমারী পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে মানুষের মধ্যে লাগামছাড়া মনোভাব দেখা যায়। ফলে ফের মারণ ভাইরাসের দাপটে আতঙ্কিত গোটা ভারত।
Leave A Comment