করোনার টিকাকরণ নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মোদি
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৩ জানুয়ারি দেশজুড়ে শুরু হতে চলেছে করোনার টিকাকরণ কর্মসূচি। আর ওই রাজসূয় যজ্ঞ শুরুর আগেই নিজের জ্ঞান উজাড় করে দিতে আগামী সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাকরণ কর্মসূচির সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীদের আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি সাধারণ মানুষের ভীতি কাটাতে যাতে রাজ্য সরকারগুলো আরও বেশি সক্রিয় হয়, সেই অনুরোধ জানাবেন।
শুক্রবারই হরিয়ানা, হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশ বাদে দেশের ৩৩ রাজ্যের ৭৩৬ জেলায় একইসঙ্গে করোনার পরীক্ষামূলক কর্মসূচি (ড্রাই রান) চালানো হয়। এ নিয়ে দেশে দ্বিতীয়বার ড্রাই রান চালানো হলো। বিভিন্ন রাজ্য থেকে স্বাস্থ্য মন্ত্রকে যে রিপোর্ট এসে পৌঁছেছে তা যথেষ্টই আশাব্যঞ্জক। মূলত করোনার টিকাদানের মতো রাজসূয় যজ্ঞ চালানোর ক্ষেত্রে যাতে পরিকাঠামোগত কোনও ত্রুটি না থাকে তা নিশ্চিত করতেই দ্বিতীয়বার ড্রাই রান চালানো হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন।
ড্রাই রান সফল হওয়ার ফলে করোনার টিকাকরণ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শুরু থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যে সমন্বয় যাতে বজায় থাকে, সে বিষয়ে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন পর্বে একাধিকবার তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্য সরকারগুলোকে কী-কী সমস্যার সন্মুখীন হতে হচ্ছে, তা জানার চেষ্টা করেছিলেন।
দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারগুলো যেভাবে সাহায্য করেছে, টিকাকরণ কর্মসূচিতেও যাতে তা বজায় থাকে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সেই অনুরোধ জানাবেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ করে ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাকে গুরুত্ব না দেওয়ারও আর্জি জানাবেন।
শুক্রবারই হরিয়ানা, হিমাচল প্রদেশ ও অরুণাচল প্রদেশ বাদে দেশের ৩৩ রাজ্যের ৭৩৬ জেলায় একইসঙ্গে করোনার পরীক্ষামূলক কর্মসূচি (ড্রাই রান) চালানো হয়। এ নিয়ে দেশে দ্বিতীয়বার ড্রাই রান চালানো হলো। বিভিন্ন রাজ্য থেকে স্বাস্থ্য মন্ত্রকে যে রিপোর্ট এসে পৌঁছেছে তা যথেষ্টই আশাব্যঞ্জক। মূলত করোনার টিকাদানের মতো রাজসূয় যজ্ঞ চালানোর ক্ষেত্রে যাতে পরিকাঠামোগত কোনও ত্রুটি না থাকে তা নিশ্চিত করতেই দ্বিতীয়বার ড্রাই রান চালানো হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ জানিয়েছেন।
ড্রাই রান সফল হওয়ার ফলে করোনার টিকাকরণ কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়ে অনেকটাই আত্মবিশ্বাসী স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শুরু থেকেই কেন্দ্র ও রাজ্য সরকারগুলোর মধ্যে সমন্বয় যাতে বজায় থাকে, সে বিষয়ে উদ্যোগী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লকডাউন পর্বে একাধিকবার তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে রাজ্য সরকারগুলোকে কী-কী সমস্যার সন্মুখীন হতে হচ্ছে, তা জানার চেষ্টা করেছিলেন।
দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে রাজ্য সরকারগুলো যেভাবে সাহায্য করেছে, টিকাকরণ কর্মসূচিতেও যাতে তা বজায় থাকে, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সেই অনুরোধ জানাবেন বলে সূত্রের খবর। সেই সঙ্গে করোনা ভ্যাকসিন নিয়ে বিশেষ করে ভারত বায়োটেকের ‘কোভ্যাক্সিন’ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তাকে গুরুত্ব না দেওয়ারও আর্জি জানাবেন।
More News:
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
20th January 2021
ট্রাক্টর মিছিল রুখতে মামলা প্রত্যাহার করুক কেন্দ্র, সুপ্রিম আহ্বান
20th January 2021
20th January 2021
20th January 2021
'তাণ্ডব' নিয়ে তদন্ত করতে মুম্বই পৌঁছাল যোগীর পুলিশ, শুরু জিজ্ঞাসাবাদ
20th January 2021
20th January 2021
ট্রাক্টর র্যালি নিয়ে পুলিশের কর্তাদের সঙ্গে আলোচনায় বসছেন কৃষকেরা
Leave A Comment