মমতা, উদ্ধব, যোগীর সঙ্গে করোনা নিয়ে কাল বৈঠকে মোদি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: দেশে করোনা পরিস্থিতি বেশ কয়েকটি রাজ্যে অত্যন্ত জটিল। পশ্চিমবঙ্গ, গুজরাত, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ-সহ ৮টি রাজ্যের পরিস্থিতি অত্যন্ত খারাপ। সেই পরিস্থিতি খতিয়ে দেখতে কাল, মঙ্গলবার সকাল ১১টায় এই আট রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মূলত, কেন এই রাজ্যগুলিতে করোনার প্রভাব কমছে না, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীদের পাশাপাশি, যোগী আদিত্যনাথ, বিজয় রূপানি, শিবরাজ সিং চৌহানের মতো বিজেপির মুখ্যমন্ত্রীরাও থাকবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই এই ৮ রাজ্যের বেশিরভাগ রাজ্যেই কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যেই রাজ্যগুলিতে পরিদর্শনে গিয়েছেন। শীঘ্রই তাঁরা কেন্দ্রকে রিপোর্ট জমা দেবেন।
প্রসঙ্গত, করোনা আবহে গত ৮ মাস ধরে প্রায় এক ডজন বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেও দেশের ৮ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই রাজ্যগুলিতে উৎসবের মরশুমের পরই এই করোনা আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী। তা কেন, সেই বিষয়টি খতিয়ে দেখতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নিজে।
ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী হয়তো আগামিকাল এই রাজ্যগুলির কাছ থেকে তাদের সমস্যার কথা শুনবেন। করোনা প্রতিরোধ করতে কী সমস্যা হচ্ছে, তা জানবেন। পাশাপাশি, কেন্দ্রের তরফ থেকে সহায়তার আশ্বাসও হয়তো দেবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য নৈশ কার্ফু জারি করে দিয়েছে। একাধিক রাজ্যে লকডাউনের আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। সেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সব কালই হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে বাঁকুড়া থেকেই এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি প্রশাসনিক বৈঠক করবেন। এছাড়াও রয়েছে তাঁর রাজনীতির বেশ কিছু অনুষ্ঠানও। কিন্তু সবকিছুকে ছাপিয়ে মোদি-মমতা বৈঠকের দিকেই সকলের নজর থাকবে। কারণ, বহুদিন বাদে যুদ্ধ ছেড়ে আলোচনার টেবিলে বসবেন এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব।
মূলত, কেন এই রাজ্যগুলিতে করোনার প্রভাব কমছে না, তা নিয়েই এই বৈঠকে আলোচনা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, উদ্ধব ঠাকরে, অরবিন্দ কেজরিওয়ালের মতো মুখ্যমন্ত্রীদের পাশাপাশি, যোগী আদিত্যনাথ, বিজয় রূপানি, শিবরাজ সিং চৌহানের মতো বিজেপির মুখ্যমন্ত্রীরাও থাকবেন। উল্লেখ্য, ইতিমধ্যেই এই ৮ রাজ্যের বেশিরভাগ রাজ্যেই কেন্দ্রীয় দল পাঠানো হয়েছে। তারা ইতিমধ্যেই রাজ্যগুলিতে পরিদর্শনে গিয়েছেন। শীঘ্রই তাঁরা কেন্দ্রকে রিপোর্ট জমা দেবেন।
প্রসঙ্গত, করোনা আবহে গত ৮ মাস ধরে প্রায় এক ডজন বার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। কিন্তু তারপরেও দেশের ৮ রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। এই রাজ্যগুলিতে উৎসবের মরশুমের পরই এই করোনা আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী। তা কেন, সেই বিষয়টি খতিয়ে দেখতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নিজে।
ওয়াকিবহাল মহলের মতে, প্রধানমন্ত্রী হয়তো আগামিকাল এই রাজ্যগুলির কাছ থেকে তাদের সমস্যার কথা শুনবেন। করোনা প্রতিরোধ করতে কী সমস্যা হচ্ছে, তা জানবেন। পাশাপাশি, কেন্দ্রের তরফ থেকে সহায়তার আশ্বাসও হয়তো দেবেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য নৈশ কার্ফু জারি করে দিয়েছে। একাধিক রাজ্যে লকডাউনের আশঙ্কার কথাও শোনা যাচ্ছে। সেই সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সব কালই হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর সঙ্গে বাঁকুড়া থেকেই এই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী। তারপর তিনি প্রশাসনিক বৈঠক করবেন। এছাড়াও রয়েছে তাঁর রাজনীতির বেশ কিছু অনুষ্ঠানও। কিন্তু সবকিছুকে ছাপিয়ে মোদি-মমতা বৈঠকের দিকেই সকলের নজর থাকবে। কারণ, বহুদিন বাদে যুদ্ধ ছেড়ে আলোচনার টেবিলে বসবেন এই দুই রাজনৈতিক ব্যক্তিত্ব।
More News:
18th January 2021
ট্র্যাক্টর র্যালি নিয়ে দিল্লি পুলিশের কোর্টে বল ঠেলল শীর্ষ আদালত
18th January 2021
18th January 2021
18th January 2021
17th January 2021
17th January 2021
বেশিরভাগ কৃষকেরা এই বিলের সমর্থনে, চাঞ্চল্যকর দাবি কৃষিমন্ত্রীর
17th January 2021
17th January 2021
17th January 2021
16th January 2021
লক্ষ্যমাত্রা ৩ লক্ষ থাকলেও সারাদেশে ভ্যাকসিন নিলেন মাত্র ১.৯১ লক্ষ মানুষ
Leave A Comment