জামিন পেলেন ভীমা-কোরেগাঁও মামলায় অভিযুক্ত ভারাভারা রাও
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জামিন পেলেন ভীমা-কোরেগাঁ মামলায় অভিযুক্ত তেলেগু কবি ও সমাজকর্মী ভারাভারা রাও। টানা ২ বছর জেলবন্দি থাকার পর আগামী ৬ মাসের জন্য ৮২ বছরের ভারাভারা রাও-কে জামিনে মুক্তির নির্দেশ দিল বম্বে হাইকোর্ট।
এদিন কবির শারীরিক অবস্থার দিকে তাকিয়ে হাইকোর্ট জামিনের নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি মুম্বইয়ের নানাবতী হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন তিনি। এদিন জামিন দেওয়ার পাশাপাশি আদালত জানিয়ছে, তিনি মুম্বই ছেডে় অন্য কোথাও যেতে পারবেন না। তদন্তের স্বার্থে প্রয়োজন পড়লে তাঁকে হাজিরা দিতে হবে। এছাড়া এলআইএ কোর্টে পাসপোর্টও জমা রাখার কথা বলা হয়েছে তাঁকে। মামলায় যুক্ত অন্যান্য অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ রাখায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন ৫০ হাজার টাকা ব্যক্তিগত বন্ড ও একই পরিমাণ দুটি অন্য জামানতে টাকা জমা রাখার নির্দেশ দিয়েছে আদালত। অসুস্থ ভারাভারা রাওকে নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও নির্দেশ দিয়েছে বিচারপতি এসএস শিন্ডে ও বিচারপতি মনীশ পিতালের ডিভিশন বেঞ্চ।
২০১৮ সালে ভীমা- কোরেগাঁও মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। তাঁর বিরুদ্ধে কঠোরতম সন্ত্রাস-দমন আইন প্রয়োগ করে এনআইএ। তারপর থেকে তিনি জেলেই বন্দি ছিলেন। জেলের মধ্যেই করোনা আক্রান্ত হন তেলেগু কবি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এ প্রসঙ্গে কবির মেয়ে পাবণী জানিয়েছেন, কিছুটা হলেও আমরা এখন স্বস্তিতে। আমাদের জন্য এই নির্দেশ বড় সান্ত্বনার। কারণ শেষ আড়াই বছর আমরা কেউই এই মামলার কারণে স্থির হয়ে বসতে পারিনি। ভীমা-কোরেগাঁও মামলায় এটাই সবচেয়ে বড় পাওনা। আমরা সত্যিই খুব খুশি তবে শর্ত অনুযায়ী আমাদের মুম্বইতে থাকতে হবে। এ ব্যাপারে আমাদের পরিকল্পনা করতে হবে। এ নিয়ে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলব।
Leave A Comment