ভূমিকম্প প্রভাবিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ফোন মোদির, বাদ পড়লেন মমতা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভূমিকম্প প্রভাবিত রাজ্যগুলি সম্পর্কে খোঁজ নিতে সংশ্লিষ্ট মুখ্যমন্ত্রীদের ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোম ভরসন্ধ্যায় কেঁপে ওঠে পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য। বিহার এবং অসমেও বেশ তীব্র কম্পন টের পাওয়া যায়। প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা হলেও মমতার সঙ্গে কথা হয়নি বলেই সূত্রের খবর।
সোমবার রাতে আচমকাই মৃদু কম্পন অনুভব করেন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরের বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দূর সিকিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। উত্তরবঙ্গের বাসিন্দারা জানাচ্ছেন ৭ থেকে ৮ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়। আচমকাই নড়ে ওঠে চেয়ার, বিছানা, হঠাৎই দুলতে শুরু করে ঘুরন্ত সিলিং ফ্যান। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনাও পরিমাণ জানা যায়নি। চার রাজ্যের মধ্যে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মোদি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়নি বলেই সূত্রের খবর।
সোমবার রাতে আচমকাই মৃদু কম্পন অনুভব করেন দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি ও দুই দিনাজপুরের বাসিন্দারা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। কম্পনের মৃদু প্রভাব পড়েছে কলকাতাতেও। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল গ্যাংটক থেকে ২৫ কিলোমিটার দূর সিকিমে, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। উত্তরবঙ্গের বাসিন্দারা জানাচ্ছেন ৭ থেকে ৮ সেকেন্ড পর্যন্ত কম্পন অনুভূত হয়। আচমকাই নড়ে ওঠে চেয়ার, বিছানা, হঠাৎই দুলতে শুরু করে ঘুরন্ত সিলিং ফ্যান। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনাও পরিমাণ জানা যায়নি। চার রাজ্যের মধ্যে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন মোদি। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে কথা বলেছেন তিনি। যদিও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়নি বলেই সূত্রের খবর।
Leave A Comment