অসমে গিয়েই 'ঝুমুর' নাচে পা মেলালেন প্রিয়াঙ্কা গান্ধী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অসম পাখির চোখ কংগ্রেসের। তাই বারবার রাহুল কিংবা প্রিয়াঙ্কা গান্ধি, যাচ্ছেন নির্বাচনী প্রচারে। মূলত সিএএ নিয়ে অসমবাসীর মনে রয়েছে তীব্র ক্ষোভ, যার এফেক্ট পড়বে সরাসরি ভোটবাক্সে। আর সেই ইস্যুকে কাজে লাগিয়েই অসমবাসীর মন জয়ে বদ্ধপরিকর কংগ্রেস। আগামী দু'দিনের জন্য অসম সফরে গিয়েছেন প্রিয়াঙ্কা। এদিন অসমে লক্ষীপুরে গিয়েই চমইক দিয়েছেন কংগ্রেস নেত্রী। অসমের ঐতিহ্যবাহী 'ঝুমুর' গানে তালে তাল মিলিয়ে নাচলেন প্রিয়াঙ্কা।
ক্ষুদে বাসিন্দা ও চা-বাগানের আদিবাসীদের সঙ্গে তাল মিলিয়ে 'ঝুমুর' গানে নাচলেন প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের তরফে টুইটারে শেয়ার করা হয়েছে প্রিয়াঙ্কার 'ঝুমুর' গানের নাচের ভিডিও। গলায় গামছা ও গোলাপি শাড়িতে গানের তালে নাচতে থাকেন প্রিয়াঙ্কা গান্ধি। আগামী ২৭ মার্চ থেকে অসমে তিন দফায় নির্বাচন। যার জোরদার প্রচারে আগেভাগেই নেমেছে কংগ্রেস।
এদিন অসমে পৌঁছেই গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তারপর ৩৭০ কিলোমিটার দূরে লক্ষীপুরে গ্রামীণ অনুষ্ঠানে হাজির হন, আর সেখানেই 'ঝুমুর'-এর তালে নাচেন প্রিয়াঙ্কা। অসমে পৌঁছানোর মুহূর্তে প্রিয়াঙ্কাকে 'বিহু' গানে নেচে স্বাগত জানানো হয়। এদিন প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে বেকারত্বের বিষয়ে একটি প্রচার যাত্রার সূচনা করেছেন। এদিন প্রচারের শুরুতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী একাধিক জায়গায় প্রচার করেছেন।
সূত্রের খবর, অসমে জাতিতে ভেদাভেদ, দুর্নীতি, বেকারত্ব ও সিএএ নিয়ে বিজেপির প্রতি বিরক্ত সাধারন মানুষ। এরই সঙ্গে বিজেপির শাসনে রাজ্যে কোনও উন্নয়ন হয়নি বলে বারবার দাবি করেন বিরোধীরা। কিছুদিন আগেই অসমে বিজেপির মূল জোটসঙ্গী হাত ছাড়েন। বরোল্যান্ড পিপলস ফ্রন্ট নামের ওই দলের সঙ্গে জোট বেঁধেই ২০১৬-তে ক্ষমতায় আসে বিজেপি। এবার তারাই বিজেপির হাত ছেড়ে আলাদাভাবে নির্বাচনে লড়াই করার পথ বেছেছেন বলাই জানা গিয়েছে। সূত্রের খবর, গত শনিবার অসমে বরোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোটের কথাবার্তাও চালিয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। অর্থাৎ অসমের নির্বাচনেও বিজেপির চাপ রয়েছে বলাই যায়।
ক্ষুদে বাসিন্দা ও চা-বাগানের আদিবাসীদের সঙ্গে তাল মিলিয়ে 'ঝুমুর' গানে নাচলেন প্রিয়াঙ্কা গান্ধি। আর সেই ভিডিও আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কংগ্রেসের তরফে টুইটারে শেয়ার করা হয়েছে প্রিয়াঙ্কার 'ঝুমুর' গানের নাচের ভিডিও। গলায় গামছা ও গোলাপি শাড়িতে গানের তালে নাচতে থাকেন প্রিয়াঙ্কা গান্ধি। আগামী ২৭ মার্চ থেকে অসমে তিন দফায় নির্বাচন। যার জোরদার প্রচারে আগেভাগেই নেমেছে কংগ্রেস।
এদিন অসমে পৌঁছেই গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে পুজো দেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তারপর ৩৭০ কিলোমিটার দূরে লক্ষীপুরে গ্রামীণ অনুষ্ঠানে হাজির হন, আর সেখানেই 'ঝুমুর'-এর তালে নাচেন প্রিয়াঙ্কা। অসমে পৌঁছানোর মুহূর্তে প্রিয়াঙ্কাকে 'বিহু' গানে নেচে স্বাগত জানানো হয়। এদিন প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে বেকারত্বের বিষয়ে একটি প্রচার যাত্রার সূচনা করেছেন। এদিন প্রচারের শুরুতেই কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী একাধিক জায়গায় প্রচার করেছেন।
সূত্রের খবর, অসমে জাতিতে ভেদাভেদ, দুর্নীতি, বেকারত্ব ও সিএএ নিয়ে বিজেপির প্রতি বিরক্ত সাধারন মানুষ। এরই সঙ্গে বিজেপির শাসনে রাজ্যে কোনও উন্নয়ন হয়নি বলে বারবার দাবি করেন বিরোধীরা। কিছুদিন আগেই অসমে বিজেপির মূল জোটসঙ্গী হাত ছাড়েন। বরোল্যান্ড পিপলস ফ্রন্ট নামের ওই দলের সঙ্গে জোট বেঁধেই ২০১৬-তে ক্ষমতায় আসে বিজেপি। এবার তারাই বিজেপির হাত ছেড়ে আলাদাভাবে নির্বাচনে লড়াই করার পথ বেছেছেন বলাই জানা গিয়েছে। সূত্রের খবর, গত শনিবার অসমে বরোল্যান্ড পিপলস ফ্রন্টের সঙ্গে জোটের কথাবার্তাও চালিয়েছেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। অর্থাৎ অসমের নির্বাচনেও বিজেপির চাপ রয়েছে বলাই যায়।
कामाख्ये वरदे देवि नीलपर्वतवासिनि।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) March 1, 2021
त्वं देवि जगतां मातर्योनिमुद्रे नमोऽस्तु तेII
অসম আৰু অসমীয়াৰ কুশল কামনা কৰি মা কামাখ্যাৰ শ্রীচৰণত সেৱা আগবঢ়ালো
आज मां कामाख्या के दर्शन का सौभाग्य मिला। मां कामाख्या से समस्त देशवासियों के कल्याण के लिए प्रार्थना की। pic.twitter.com/jkWgu7JpLs
Smt. @priyankagandhi participates in 'Jhumur' dance alongside sisters & brothers of the tea tribes in Lakhimpur, Assam.#PriyankaGandhiWithAssam pic.twitter.com/5xMycbiIYz
— Congress (@INCIndia) March 1, 2021
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment