‘আমার সময় শেষ’, ভাষণ শেষেই মঞ্চে লুটিয়ে পড়লেন কৃষক নেতা
Share Link:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ‘বিদায়, আমার সময় শেষ হয়েছে।’ ভাষণ শেষ করার মুহুর্তে মঞ্চে দাঁড়িয়ে যখন কথাগুলি বলছিলেন কৃষক নেতা দাতার সিং, তখনও কেউ ভাবতে পারেননি, অলক্ষে অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যুদূত। ভাষণ শেষ হওয়ার পরে পোডিয়াম থেকে নেমে নিজের আসনে ফিরতে গিয়েই আচমকা মঞ্চে লুটিয়ে পড়লেন পরিচিত কৃষক নেতা। তড়িঘড়ি দাতার সিংকে নিয়ে যাওয়া হল হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। সবাইকে চির বিদায় আনিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন তিনি। আর এমন ঘটনায় কার্যত শোকে হতবিহ্বল হয়ে পড়েছেন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকরা। শোকের ছায়া গোটা এলাকাজুড়ে।
আরও পড়ুন মা-মেয়েকে নগ্ন করে মার বনগাঁ শহরে! ভাইরাল ভিডিও
মোদি সরকারের ‘সর্বনাশা’ কৃষি আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিলেন পঞ্জাবের কীর্তি কিষাণ ইউনিয়নের নেতা দাতার সিং। দিল্লির সিঙ্ঘু সীমান্তে কৃষি আইন বিরোধী লাগাতার ধর্নাতেও সহযোগীদের নিয়ে অংশ নিয়েছিলেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উজ্জ্বল সিংয়ের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ধর্না মঞ্চ থেকে তিনদিন আগেই বাড়ি ফিরেছিলেন। সোমবার অমৃতসরের বিরসা বিহারে আয়োজিত অনুষ্ঠানে যখন যোগ দিয়েছিলেন তখনও প্রাণবন্ত ছিলেন। পরিচিতদের সঙ্গে হেসেই কথা বলছিলেন।
আরও পড়ুন বিশ্ববিদ্যালয়ে 'টুম্পা সোনা' গানে নাচ, সাসপেন্ড পাঁচ টিএমসিপি সদস্য
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী উজ্জ্বল সিংয়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে গিয়ে নয়া কৃষি আইনের বিরোধিতা করে তিনি বলেন, ‘প্রাণ থাকতে আন্দোলন থেকে পিছু হঠব না। মোদি সরকার যতদিন পর্যন্ত না কৃষি আইন প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।’ ভাষণ শেষ করার সময়ে কিছুটা রসিকতার ছলেই বিশিষ্ট কৃষক নেতা বলেন, ‘বিদায়। আমার সময় শেষ।’
আরও পড়ুন হোটেলের ঘর থেকে উদ্ধার সাংসদের মৃতদেহ
তখনও কেউ ঘুণাক্ষরে ভাবতে পারেননি রসিকতার ছলে বলা কথাগুলিই কয়েক সেকেন্ড পড়ে ধ্রুব সত্যি হয়ে দাঁড়াবে। ভাষণ শেষ করে নিজের আসনে যেতে গিয়েই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। বুকে হাত দিয়ে বসে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুর দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান কৃষক নেতা।
আরও পড়ুন হাতির আর্তনাদে নিন্দার ঝড় নেটপাড়ায়
আরও পড়ুন মা-মেয়েকে নগ্ন করে মার বনগাঁ শহরে! ভাইরাল ভিডিও
মোদি সরকারের ‘সর্বনাশা’ কৃষি আইনের বিরুদ্ধে প্রথম থেকেই সরব ছিলেন পঞ্জাবের কীর্তি কিষাণ ইউনিয়নের নেতা দাতার সিং। দিল্লির সিঙ্ঘু সীমান্তে কৃষি আইন বিরোধী লাগাতার ধর্নাতেও সহযোগীদের নিয়ে অংশ নিয়েছিলেন। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উজ্জ্বল সিংয়ের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে ধর্না মঞ্চ থেকে তিনদিন আগেই বাড়ি ফিরেছিলেন। সোমবার অমৃতসরের বিরসা বিহারে আয়োজিত অনুষ্ঠানে যখন যোগ দিয়েছিলেন তখনও প্রাণবন্ত ছিলেন। পরিচিতদের সঙ্গে হেসেই কথা বলছিলেন।
আরও পড়ুন বিশ্ববিদ্যালয়ে 'টুম্পা সোনা' গানে নাচ, সাসপেন্ড পাঁচ টিএমসিপি সদস্য
প্রয়াত স্বাধীনতা সংগ্রামী উজ্জ্বল সিংয়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে গিয়ে নয়া কৃষি আইনের বিরোধিতা করে তিনি বলেন, ‘প্রাণ থাকতে আন্দোলন থেকে পিছু হঠব না। মোদি সরকার যতদিন পর্যন্ত না কৃষি আইন প্রত্যাহার করছে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।’ ভাষণ শেষ করার সময়ে কিছুটা রসিকতার ছলেই বিশিষ্ট কৃষক নেতা বলেন, ‘বিদায়। আমার সময় শেষ।’
আরও পড়ুন হোটেলের ঘর থেকে উদ্ধার সাংসদের মৃতদেহ
তখনও কেউ ঘুণাক্ষরে ভাবতে পারেননি রসিকতার ছলে বলা কথাগুলিই কয়েক সেকেন্ড পড়ে ধ্রুব সত্যি হয়ে দাঁড়াবে। ভাষণ শেষ করে নিজের আসনে যেতে গিয়েই বুকে ব্যাথা অনুভব করেন তিনি। বুকে হাত দিয়ে বসে পড়েন। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানিয়ে দেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুর দেশে পাড়ি দিয়েছেন বর্ষীয়ান কৃষক নেতা।
আরও পড়ুন হাতির আর্তনাদে নিন্দার ঝড় নেটপাড়ায়
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment