আমায় গুলি করতে পারেন কিন্তু ছুঁতে পারবেন না, হুঙ্কার রাহুলের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আমায় গুলি করতে পারেন, কিন্তু ছুঁতে পারবেন না, এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানালেন রাহুল গান্ধী। এদিন সকালেই বিজেপির একাধিক নেতা চীন ইস্যু ও নতুন কৃষি বিল নিয়ে রাহুল গান্ধী ও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যার জবাবে রাহুল কড়া সমালোচনা করেছেন বিজেপির। গেরুয়া শিবিরের তরফে এদিন জানানো হয়েছিল, কৃষকদের ভুল বোঝাচ্ছে কংগ্রেস। নতুন বিলের বিরোধিতা করতে গিয়ে মিথ্যা কথা বলছেন রাহুল গান্ধী।
যার জবাবে সাংসদ রাহুল জানিয়েছেন, নতুন কৃষি আইন কৃষকদের জীবন শেষ করার জন্য যথেষ্ট। আমি কৃষকদের আন্দোলনকে একশো শতাংশ সমর্থন করি। দেশের প্রত্যেকটা নাগরিক যারা এই আন্দোলনকে সমর্থন করবে, তারা আমাদের সঙ্গে আসুন। এদিন কংগ্রেসের তরফে কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নতুন কৃষি বিলের সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে বলে দাবি কংগ্রেস সাংসদের।
এরই সঙ্গে এদিন জেপি নাড্ডাকে পাল্টা আক্রমণ শানাতেও ছাড়েননি রাহুল। অরুণাচলে চীনের তৈরি গ্রাম নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল। তিনি আরও জানিয়েছেন, কৃষকেরা সত্যিটা জানেন। প্রত্যেক কৃষকেরা জানেন রাহুল গান্ধী কি করছেন, নাড্ডাজিও সত্যিটা জানেন। আমি মোদি কিংবা কাউকেই আর ভয় পাইনা, ওরা আমায় গুলি করতে পারে কিন্তু ছুঁতে পারবে না। আমি একজন দেশপ্রেমী, আর দেশরক্ষাই আমার কাজ।
আজ কেন্দ্রের সঙ্গে কৃষি বিলে নিয়ে দশম আলোচনায় বসেছেন আন্দোলকারী কৃষকেরা। গতকাল বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে বিতর্ক শুরু হয়। সূত্র মারফত জানা যায়, বালাকোটে এয়ারস্ট্রাইকের সমস্ত তথ্য সাংবাদিক অর্ণব গোস্বামীর হোয়্যাটসঅ্যাপ চ্যাটে আগেই চলে আসে। এদিন সেই বিষয়েই কেন্দ্র সরকারের দিকে আঙ্গুল তুলে রাহুল তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি এদিন বলেছেন, আপনারা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে কোনও তদন্ত করবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য প্রকাশ করেছেন। বালাকোটের মতোন এমন স্পর্শকাতর বিষয় কীভাবে একজন সাংবাদিকের কাছে পৌঁছে দেওয়া হল? এই ঘটনা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব, বায়ুসেনার প্রধান এবং সেনা প্রধানের কাছে থাকার কথা। তাহলে কীভাবে একজন সাংবাদিকের কাছে এই তথ্য ঘটনা ঘটার আগেই চলে গিয়েছিল? নিরাপত্তা আইনের লঙ্ঘন। এরা নিজেদের দেশপ্রেমী বলে কিন্তু কাজ করে দেশদ্রোহীর মত।
যার জবাবে সাংসদ রাহুল জানিয়েছেন, নতুন কৃষি আইন কৃষকদের জীবন শেষ করার জন্য যথেষ্ট। আমি কৃষকদের আন্দোলনকে একশো শতাংশ সমর্থন করি। দেশের প্রত্যেকটা নাগরিক যারা এই আন্দোলনকে সমর্থন করবে, তারা আমাদের সঙ্গে আসুন। এদিন কংগ্রেসের তরফে কৃষকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। যেখানে নতুন কৃষি বিলের সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে বলে দাবি কংগ্রেস সাংসদের।
এরই সঙ্গে এদিন জেপি নাড্ডাকে পাল্টা আক্রমণ শানাতেও ছাড়েননি রাহুল। অরুণাচলে চীনের তৈরি গ্রাম নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতির দিকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাহুল। তিনি আরও জানিয়েছেন, কৃষকেরা সত্যিটা জানেন। প্রত্যেক কৃষকেরা জানেন রাহুল গান্ধী কি করছেন, নাড্ডাজিও সত্যিটা জানেন। আমি মোদি কিংবা কাউকেই আর ভয় পাইনা, ওরা আমায় গুলি করতে পারে কিন্তু ছুঁতে পারবে না। আমি একজন দেশপ্রেমী, আর দেশরক্ষাই আমার কাজ।
আজ কেন্দ্রের সঙ্গে কৃষি বিলে নিয়ে দশম আলোচনায় বসেছেন আন্দোলকারী কৃষকেরা। গতকাল বালাকোট এয়ারস্ট্রাইক নিয়ে বিতর্ক শুরু হয়। সূত্র মারফত জানা যায়, বালাকোটে এয়ারস্ট্রাইকের সমস্ত তথ্য সাংবাদিক অর্ণব গোস্বামীর হোয়্যাটসঅ্যাপ চ্যাটে আগেই চলে আসে। এদিন সেই বিষয়েই কেন্দ্র সরকারের দিকে আঙ্গুল তুলে রাহুল তদন্তের দাবি জানিয়েছেন।
তিনি এদিন বলেছেন, আপনারা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে কোনও তদন্ত করবে না। কারণ প্রধানমন্ত্রী নিজেই এই তথ্য প্রকাশ করেছেন। বালাকোটের মতোন এমন স্পর্শকাতর বিষয় কীভাবে একজন সাংবাদিকের কাছে পৌঁছে দেওয়া হল? এই ঘটনা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব, বায়ুসেনার প্রধান এবং সেনা প্রধানের কাছে থাকার কথা। তাহলে কীভাবে একজন সাংবাদিকের কাছে এই তথ্য ঘটনা ঘটার আগেই চলে গিয়েছিল? নিরাপত্তা আইনের লঙ্ঘন। এরা নিজেদের দেশপ্রেমী বলে কিন্তু কাজ করে দেশদ্রোহীর মত।
More News:
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment