চিন নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুলের, শীর্ষ নেতৃত্বের পাশেই আজাদ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: নিজের ঘরের দ্বন্দ্বই সামলানো যাচ্ছে না যখন, তখন ফের কেন্দ্রকে ডোকালাম নিয়ে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। তিনি সোমবার বলেন, ‘ডোকালাম বা লাদাখে চিনকে নিয়ে যে সমস্যা তা পিআর স্ট্র্যাটেজি করে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাধান করা যাবে না। এটাই যে বা যাঁরা সরকার চালাচ্ছে, তাঁদের মাথায় ঢুকছে না।’
যদিও চিন ও ডোকালাম নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেই যাচ্ছেন রাহুল গান্ধি। চিন নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে, তা মোটেই অভিপ্রেত নয় বলেই দাবি তাঁর। যদিও বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধির এই সমালোচনাকে পাত্তা দেওয়া হচ্ছে না। কারণ, তাঁদের দাবি, যে নেতার নিজে দলের উপর নিয়ন্ত্রণ নেই, সে সরকারের কী সমালোচনা করবে। তাই এই বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখতে নারাজ বিজেপি।
অন্যদিকে, দলের শীর্ষ নেতাদের বিরোধীদের মধ্যে গুলাম নবি আজাদ এদিন কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমাদের নেতারা প্রথমে টিকিটের জন্য ঘুরে বেড়ান। টিকিট পাওয়ার পর তাঁরা পাঁচতারা হোটেল, এসি গাড়ি ব্যবহার করেন। কিন্তু তারা জানেন না পাঁচতারা হোটেল থেকে ভোটে লড়া যায় না। তাঁরা ভোটের প্রচারে কোনও গ্রামে যেমন যান না, তেমনি মানুষের মধ্যে কতটা যান, সেটাও প্রশ্নের।’
আজাদ এই বিতর্কে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির পাশে দাঁড়িয়ে বলেছেন, সকলেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধিকে দোষ দিচ্ছেন। কিন্তু তাঁরা নিজেরা ময়দানে নেমে কী করেছেন সেটা দেখা দরকার। আমাদের নেতারা নিজেরা কাজ না করে কেবল শীর্ষ নেতৃত্বের দোষ দিয়েই ক্ষান্ত হয়ে যাচ্ছেন।
গুলাম নবি আক্ষেপের সুরে এদিন বলেন, ‘আমাদের দলের কাঠামো ভেঙে গিয়েছে। আমাদের দলের পরিকাঠামো পুনর্গঠন করা দরকার এবং তারপরে নেতা নির্বাচিত করতে হবে। তাহলেই ফের দল ঘুরে দাঁড়াবে।’ তিনি জানান, স্থানীয় নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। ব্লক নেতারা বা জেলার নেতারা যে মুহুর্তে কোনও পদ পাচ্ছেন, তারা ভেবে নিচ্ছেন দলের সব দায়িত্বই তাঁকে দেওয়া হচ্ছে। লোক দেখানো কাজ শুরু করে দিচ্ছেন।
দলের শীর্ষ নেতৃত্ব ভুল করছে না এমন ইঙ্গিত করে তিনি বলেন, দল সোনিয়া গান্ধির অধীনে পাঁচটি রাজ্য জিতেছিল। তার মধ্যে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়ের মত রাজ্য। এর থেকেই স্পষ্ট দলের শীর্ষ নেতৃত্ব সঠিক পথেই এগোচ্ছেন। যা দায় তা দলের কর্মীদেরই।
যদিও চিন ও ডোকালাম নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেই যাচ্ছেন রাহুল গান্ধি। চিন নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে, তা মোটেই অভিপ্রেত নয় বলেই দাবি তাঁর। যদিও বিজেপির পক্ষ থেকে রাহুল গান্ধির এই সমালোচনাকে পাত্তা দেওয়া হচ্ছে না। কারণ, তাঁদের দাবি, যে নেতার নিজে দলের উপর নিয়ন্ত্রণ নেই, সে সরকারের কী সমালোচনা করবে। তাই এই বিষয়টিকে গুরুত্ব নিয়ে দেখতে নারাজ বিজেপি।
অন্যদিকে, দলের শীর্ষ নেতাদের বিরোধীদের মধ্যে গুলাম নবি আজাদ এদিন কেন্দ্রীয় নেতৃত্বের পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, ‘আমাদের নেতারা প্রথমে টিকিটের জন্য ঘুরে বেড়ান। টিকিট পাওয়ার পর তাঁরা পাঁচতারা হোটেল, এসি গাড়ি ব্যবহার করেন। কিন্তু তারা জানেন না পাঁচতারা হোটেল থেকে ভোটে লড়া যায় না। তাঁরা ভোটের প্রচারে কোনও গ্রামে যেমন যান না, তেমনি মানুষের মধ্যে কতটা যান, সেটাও প্রশ্নের।’
আজাদ এই বিতর্কে সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধির পাশে দাঁড়িয়ে বলেছেন, সকলেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধিকে দোষ দিচ্ছেন। কিন্তু তাঁরা নিজেরা ময়দানে নেমে কী করেছেন সেটা দেখা দরকার। আমাদের নেতারা নিজেরা কাজ না করে কেবল শীর্ষ নেতৃত্বের দোষ দিয়েই ক্ষান্ত হয়ে যাচ্ছেন।
গুলাম নবি আক্ষেপের সুরে এদিন বলেন, ‘আমাদের দলের কাঠামো ভেঙে গিয়েছে। আমাদের দলের পরিকাঠামো পুনর্গঠন করা দরকার এবং তারপরে নেতা নির্বাচিত করতে হবে। তাহলেই ফের দল ঘুরে দাঁড়াবে।’ তিনি জানান, স্থানীয় নেতারা মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। ব্লক নেতারা বা জেলার নেতারা যে মুহুর্তে কোনও পদ পাচ্ছেন, তারা ভেবে নিচ্ছেন দলের সব দায়িত্বই তাঁকে দেওয়া হচ্ছে। লোক দেখানো কাজ শুরু করে দিচ্ছেন।
দলের শীর্ষ নেতৃত্ব ভুল করছে না এমন ইঙ্গিত করে তিনি বলেন, দল সোনিয়া গান্ধির অধীনে পাঁচটি রাজ্য জিতেছিল। তার মধ্যে রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, কর্ণাটক, ছত্তিশগড়ের মত রাজ্য। এর থেকেই স্পষ্ট দলের শীর্ষ নেতৃত্ব সঠিক পথেই এগোচ্ছেন। যা দায় তা দলের কর্মীদেরই।
More News:
18th January 2021
কোভিডের প্রতিষেধক নেওয়ার পরই মৃত্যু? ভ্যাকসিন বিতর্ক উত্তরপ্রদেশে
18th January 2021
18th January 2021
17th January 2021
17th January 2021
বেশিরভাগ কৃষকেরা এই বিলের সমর্থনে, চাঞ্চল্যকর দাবি কৃষিমন্ত্রীর
17th January 2021
17th January 2021
17th January 2021
16th January 2021
লক্ষ্যমাত্রা ৩ লক্ষ থাকলেও সারাদেশে ভ্যাকসিন নিলেন মাত্র ১.৯১ লক্ষ মানুষ
Leave A Comment