নিঃশব্দে রেলের ভাড়া বাড়ালো মোদি সরকার
Share Link:

নিজস্ব প্রতিনিধি: পেট্রোল-ডিজেল দামী, বাড়ছে রান্নার গ্যাসের দাম। এবার আমজনতার পকেট কাটতে ৩ শতাংশ ভাড়া বাড়ানো হচ্ছে রেলের। জানা গিয়েছে, 'স্বল্পদূরত্বের' যাত্রীবাহি ট্রেনের ক্ষেত্রেই এই ভাড়া বাড়ানো হবে। এই বিষয়ে রেল সাফাই দিয়েছে যেহেতু দেশে বাড়ছে করোনা সংক্রমণ, তাই পরিষেবাকে চালু রেখে ট্রেনে যাত্রীর সংখ্যা যাতে কমানো যায় তাই এই অতিরিক্ত ভাড়া বাড়ানো হচ্ছে।
লকডাউন শিথিল হওয়ার পর, দেশে বিশেষ দূরপাল্লার ট্রেন চালু করে ভারতীয় রেল। তাঁর ভাড়াও অতিরিক্ত নেওয়ার অভিযোগ ওঠে। এবার সেই পথে হেঁটেই লোকাল ট্রেনের ক্ষেত্রেও বাড়ানো হচ্ছে ভাড়া। অর্থাৎ আয়ের বেশিরভাগ অংশই এবার পণ্য কিনতে ও যাতায়াতের মধ্যেই শেষ করে দেবার পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। বিশেষজ্ঞদের মত, করোনাকে হাতিয়ার করে রেল তাঁদের ঘাটতি মেটাতেই এই বিশেষ পরিকল্পনা করেছেন।
গতকালই জানা যায় পশ্চিম রেল গত একবছরে ৫,০০০ কোটি টাকা লোকসান করেছে। সূত্রের খবর, করোনা অতিমারীর অজুহাত দেখালেও এই ভাড়া আর কমানো নাও হতে পারে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, 'এই সামান্য ভাড়া বৃদ্ধির একটাই কারণ রেল পরিষেবার উপর মানুষের নির্ভরশীলতা কমাতে হবে। যাতে করে করোনার নতুন স্ট্রেনের চেইনকে সহজেই ভাঙ্গা চায়।' যদিও বিশেষজ্ঞদের মতে, ভারতে যেখানে প্রায় সমস্ত পরিষেবা চালু হয়ে গিয়েছে। মানুষ অনলাইনের রাস্তা ছেড়ে অফিসে বসে কাজ করা শুরু করে দিয়েছে। আর এখনই এইভাবে ট্রেনের ভাড়া বাড়িয়ে আদও কী সমস্যার সমাধান করা যাবে?
রেলের তরফে আরও জানানো হয়েছে, ' করোনা এখনও রয়েছে চারিপাশে। বেশকিছু রাজ্যে যার অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে যাত্রীরা আসছে, তাঁদের টেস্ট করা হচ্ছে। এই যাতায়াত কমাতে হবে। তাই কিছুটা ভাড়া বাড়ানোর জন্য যাত্রীদের ভিড় কম হবে ট্রেনে, করোনা সংক্রমণের আশঙ্কা কমবে।'
২০২০ মার্চ মাসের ২২ তারিখ থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। করোনার চেইনকে ভাঙ্গতেই ট্রেনের চাকায় পড়ানো হয় বেরী। তারপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতেই শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু করে রেল। আনলক প্রক্রিয়া চালু হতে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল রেল। কিন্তু ফের করোনার কাঁটায় ঘুরপথে বিলম্ব হবে রেলের যাত্রা।
লকডাউন শিথিল হওয়ার পর, দেশে বিশেষ দূরপাল্লার ট্রেন চালু করে ভারতীয় রেল। তাঁর ভাড়াও অতিরিক্ত নেওয়ার অভিযোগ ওঠে। এবার সেই পথে হেঁটেই লোকাল ট্রেনের ক্ষেত্রেও বাড়ানো হচ্ছে ভাড়া। অর্থাৎ আয়ের বেশিরভাগ অংশই এবার পণ্য কিনতে ও যাতায়াতের মধ্যেই শেষ করে দেবার পরিকল্পনা নিয়েছে মোদি সরকার। বিশেষজ্ঞদের মত, করোনাকে হাতিয়ার করে রেল তাঁদের ঘাটতি মেটাতেই এই বিশেষ পরিকল্পনা করেছেন।
গতকালই জানা যায় পশ্চিম রেল গত একবছরে ৫,০০০ কোটি টাকা লোকসান করেছে। সূত্রের খবর, করোনা অতিমারীর অজুহাত দেখালেও এই ভাড়া আর কমানো নাও হতে পারে বলে জানা গিয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, 'এই সামান্য ভাড়া বৃদ্ধির একটাই কারণ রেল পরিষেবার উপর মানুষের নির্ভরশীলতা কমাতে হবে। যাতে করে করোনার নতুন স্ট্রেনের চেইনকে সহজেই ভাঙ্গা চায়।' যদিও বিশেষজ্ঞদের মতে, ভারতে যেখানে প্রায় সমস্ত পরিষেবা চালু হয়ে গিয়েছে। মানুষ অনলাইনের রাস্তা ছেড়ে অফিসে বসে কাজ করা শুরু করে দিয়েছে। আর এখনই এইভাবে ট্রেনের ভাড়া বাড়িয়ে আদও কী সমস্যার সমাধান করা যাবে?
রেলের তরফে আরও জানানো হয়েছে, ' করোনা এখনও রয়েছে চারিপাশে। বেশকিছু রাজ্যে যার অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে। বিভিন্ন রাজ্য থেকে যাত্রীরা আসছে, তাঁদের টেস্ট করা হচ্ছে। এই যাতায়াত কমাতে হবে। তাই কিছুটা ভাড়া বাড়ানোর জন্য যাত্রীদের ভিড় কম হবে ট্রেনে, করোনা সংক্রমণের আশঙ্কা কমবে।'
২০২০ মার্চ মাসের ২২ তারিখ থেকে দেশজুড়ে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। করোনার চেইনকে ভাঙ্গতেই ট্রেনের চাকায় পড়ানো হয় বেরী। তারপর পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতেই শ্রমিক স্পেশ্যাল ট্রেন চালু করে রেল। আনলক প্রক্রিয়া চালু হতে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে এগোচ্ছিল রেল। কিন্তু ফের করোনার কাঁটায় ঘুরপথে বিলম্ব হবে রেলের যাত্রা।
More News:
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
বহুতলে দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫ বছরের কম বয়সী বহু শিশু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment