ট্রাক্টর র্যালি করে লালকেল্লা দখল কৃষকদের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: লালকেল্লা দখল বিক্ষোভরত কৃষকেরা। এদিন সকালেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে কয়েক হাজারের উপর কৃষকেরা লালকেল্লায় গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।
কৃষক নেতাদের দেওয়া কথার উল্টো ছবি দেখল দেশ। এদিন সময়ের আগেই দিল্লির সীমান্তে ব্যারিকেড ভেঙে রাজধানীতে প্রবেশ করেন কৃষকেরা। তারপরেই আনন্দ বিহার, আইটিও, পাণ্ডবনগর ইত্যাদি জায়গায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ ও ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের সেল ফাটায়।
আর সেই ট্রাক্টর মিছিল করে লালকেল্লায় হাজারের উপর কৃষকেরা হাজির হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন কেন্দ্রের নতুন কৃষি আইনের বিরুদ্ধে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় প্রায় ৬০০০ পুলিশ, যদিও লালকেল্লায় বিক্ষোভ দেখানো কৃষকদের সামনে অসহায় হয়ে পড়ে পুলিশ।
এদিন সকাল ৮-তেই তিকরি সীমান্তে ব্যারিকেড ভাঙার ঘটনে ঘটে। গাজিপুর সীমান্ততেও রণক্ষেত্রের আকার নেয়। চাষিরা পুলিশ ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢোকার চেষ্টা করলে টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। দাগা হয় জলকামানও। কিন্তু অদম্ম কৃষকদের মিছিলের সামনে অসহায় দিল্লি পুলিশ।
আন্দোলরত কৃষকেরা লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলনের জায়গায় নিজেদের সংগঠনের পতাকা লাগিয়ে দেয়। পুলিসি বাধা অগ্রাহ্য করে দিল্লির ভিতর ঢুকে পড়ে প্রতিবাদী কৃষকরা। রাজধানীর মুবারকা চৌকে কৃষকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে পুলিসকে আক্রমণ করার। এমনকি, পুলিসের টিয়ার গ্যাসের সেলও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ।
কেন্দ্রের কৃষক বিলের বিরুদ্ধে প্রজাতন্ত্র দিবসের দিন মিছিলের অনুমতি দিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে প্রশাসন। কেন্দ্রের আশঙ্কা ছিল এই মিছিলকে কেন্দ্র করে অশান্তি হতে পারে। আর এই পুলিশের অনুমানও সত্যি হয়েছে। আপাতত গোটা পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।
Leave A Comment