সিবিআই তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মহারাষ্ট্র সরকার
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে সিবিআই তদন্ত বন্ধের জন্য মহারাষ্ট্র সরকারের আর্জি খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। বৃ্হস্পতিবার বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি হেমন্ত গুপ্তার ডিভিশন বেঞ্চ বোম্বে হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ দিতে অস্বীকার করে বলেছে, ‘যেহেতু রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মতো মারাত্মক অভিযোগ উঠেছে, ফলে তার তদন্ত সিবিআই করবে। আবেদনকারীরা তদন্ত শুরুর আগেই তাড়াহুড়ো করছে।’
উল্লেখ্য, মুম্বইয়ের অপসারিত পুলিশ কমিশনার তথা ‘বিজেপি বান্ধব’ পরমবীর সিং পদ খোয়ানোর পরেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ এনে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জিতে সাড়া দিয়ে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ তোলাবাজির অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। ওই নির্দেশের পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ইস্তফা দেন অনিল দেশমুখ।
বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার এবং পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এদিন মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চ কার্যত পদ মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেছেন।
বিচারপতিরা বলেন, ‘গুরুতর অভিযোগ ওঠার পরেও নিজের পদ থেকে ইস্তফা দেননি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। বোম্বে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে ইস্তফা দিয়েছেন। এতেই পরিস্কার, নিজের পদ আঁকড়ে রাখতে চেয়েছিলেন দেশমুখ। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যথেষ্টই গুরুতর। যেখানে একজন পুলিশ কমিশনার খোদ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ এনেছেন, সেখানে ওই বিষয়ে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতেই যাওয়া উচিত।’
উল্লেখ্য, মুম্বইয়ের অপসারিত পুলিশ কমিশনার তথা ‘বিজেপি বান্ধব’ পরমবীর সিং পদ খোয়ানোর পরেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে মাসে ১০০ কোটি টাকা তোলাবাজির অভিযোগ এনে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁর আর্জিতে সাড়া দিয়ে বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চ তোলাবাজির অভিযোগের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। ওই নির্দেশের পরেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদে ইস্তফা দেন অনিল দেশমুখ।
বোম্বে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার এবং পদত্যাগী স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। এদিন মামলার শুনানিতে শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষেণ কাউল ও বিচারপতি হেমন্ত গুপ্তের ডিভিশন বেঞ্চ কার্যত পদ মহারাষ্ট্রের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেছেন।
বিচারপতিরা বলেন, ‘গুরুতর অভিযোগ ওঠার পরেও নিজের পদ থেকে ইস্তফা দেননি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। বোম্বে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে ইস্তফা দিয়েছেন। এতেই পরিস্কার, নিজের পদ আঁকড়ে রাখতে চেয়েছিলেন দেশমুখ। একজন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা যথেষ্টই গুরুতর। যেখানে একজন পুলিশ কমিশনার খোদ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোলাবাজির মতো গুরুতর অভিযোগ এনেছেন, সেখানে ওই বিষয়ে তদন্তের দায়িত্ব সিবিআইয়ের হাতেই যাওয়া উচিত।’
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
বহুতলে দ্রুত ছড়াচ্ছে করোনা, আক্রান্ত ৫ বছরের কম বয়সী বহু শিশু
20th April 2021
20th April 2021
20th April 2021
Leave A Comment