কিছু স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন নিতে চাইছেন না, দুঃখপ্রকাশ কেন্দ্রের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কিছু স্বাস্থ্যকর্মী করোনার ভ্যাকসিন নিচ্ছেন না, এটা দুঃখজনক ঘটনা বলেই মঙ্গলবার জানাল কেন্দ্র। কারণ এই করোনা যোদ্ধাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই জরুরি ভিত্তিতে প্রতিষেধকে ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই। কিন্তু তারপরেও অনেক স্বাস্থ্যকর্মীই এই টিকা নিতে পিছিয়ে যাচ্ছেন, তাই নিয়ে অনেক বিতর্কও হয়েছে। সেই কারণেই এই প্রতিক্রিয়া দিল কেন্দ্রীয় সরকার।
করোনার সঙ্গে দিনরাত লড়াই করেছেন যে স্বাস্থ্যকর্মীরা তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল করোনার ভ্যাকসিন প্রদানে। কিন্তু বেশকিছুদিন ধরেই গোটা দেশজড়ে করোনার টিকা নেওয়া থেকে বিরত থাকছেন স্বাস্থ্যকর্মীরাই। এটা দুঃখজনক বলে আক্ষেপ কেন্দ্রের।
করোনার ভ্যাকসিন নিয়ে নীতি আয়োগের কর্তারা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন বারবার অনুরোধ করেছেন বিভ্রান্তি না ছড়ানোর জন্য। সকল দেশবাসীকেই নির্দ্বিধায় এই ভ্যাকসিনের ডোজ নিতে বলেছেন কিন্তু কিছুক্ষেত্রে এই নিতে অস্বীকার করছেন বেশকিছু করোনা যোদ্ধারা।
এদিন সেই বিষয় নিয়েই সাংবাদিক সম্মেলন করে নীতি আয়োগের তরফে সাংবাদিকদের জানানো হয়েছে, ভ্যাকসিন বানানোর জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে। কিন্তু যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে ডাক্তার ও নার্সেরা এই প্রতিষেধক না নেন তাহলে সেটা দুঃখজনক। আমরা কিন্তু কেউ জানি না কবে এই অতিমারীর আমাদের পিছু ছাড়বে। আরও কত বড় ক্ষতি আসবে নেমে, তাই দয়া করে সকলেই ভ্যাকসিন নিন। এদিন অনুরোধের সুরেই জানিয়েছেন নীতি আয়োগ কমিটির সদস্য ভিকে পাল।
বিগত তিনদিন ধরেই একাধিক জায়গায় করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিলেছে। এমনকি দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর জন্য এই ভ্যাকসিনকেই দায়ী করা হয়েছে। যদিও কেন্দ্র সেই যুক্তি মানতে নারাজ। ভিকে পাল এদিন জানিয়েছেন, করোনার টিকা নিয়ে মৃত্যু কিংবা পার্শ্বপ্রতিক্রিয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দুটি ভ্যাকসিন নিরাপদ। যদি কোনও সমস্যা হয়, তার জন্যও প্রস্তুত আমরা। কিন্তু আপনাদের এটা আগে বলি, যে পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা খুবই কম ঘটছে। এটা নিয়ে স্বাস্থ্যকর্মীদের মাথা ঘামানো উচিত নয়। আপনারা ভ্যাকসিন নিয়ে দেশের কাছে একটি বার্তা দিন। ভ্যাকসিন না নেওয়ার জেদ ছাড়ুন।
কিছুদিন আগেই দিল্লির একদল ডাক্তারেরা ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন 'কোভ্যাক্সিন' নিতে অস্বীকার করে চিঠি দিয়েছিলেন। কিন্তু সকলকে বারবার করোনার দুই প্রতিষেধক নিয়ে আশ্বস্ত করেছে। গত শনিবার ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে।
করোনার সঙ্গে দিনরাত লড়াই করেছেন যে স্বাস্থ্যকর্মীরা তাদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল করোনার ভ্যাকসিন প্রদানে। কিন্তু বেশকিছুদিন ধরেই গোটা দেশজড়ে করোনার টিকা নেওয়া থেকে বিরত থাকছেন স্বাস্থ্যকর্মীরাই। এটা দুঃখজনক বলে আক্ষেপ কেন্দ্রের।
করোনার ভ্যাকসিন নিয়ে নীতি আয়োগের কর্তারা ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. হর্ষবর্ধন বারবার অনুরোধ করেছেন বিভ্রান্তি না ছড়ানোর জন্য। সকল দেশবাসীকেই নির্দ্বিধায় এই ভ্যাকসিনের ডোজ নিতে বলেছেন কিন্তু কিছুক্ষেত্রে এই নিতে অস্বীকার করছেন বেশকিছু করোনা যোদ্ধারা।
এদিন সেই বিষয় নিয়েই সাংবাদিক সম্মেলন করে নীতি আয়োগের তরফে সাংবাদিকদের জানানো হয়েছে, ভ্যাকসিন বানানোর জন্য দিনরাত পরিশ্রম করতে হয়েছে। কিন্তু যদি আমাদের স্বাস্থ্যকর্মীরা বিশেষ করে ডাক্তার ও নার্সেরা এই প্রতিষেধক না নেন তাহলে সেটা দুঃখজনক। আমরা কিন্তু কেউ জানি না কবে এই অতিমারীর আমাদের পিছু ছাড়বে। আরও কত বড় ক্ষতি আসবে নেমে, তাই দয়া করে সকলেই ভ্যাকসিন নিন। এদিন অনুরোধের সুরেই জানিয়েছেন নীতি আয়োগ কমিটির সদস্য ভিকে পাল।
বিগত তিনদিন ধরেই একাধিক জায়গায় করোনা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়ার খবর মিলেছে। এমনকি দুই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর জন্য এই ভ্যাকসিনকেই দায়ী করা হয়েছে। যদিও কেন্দ্র সেই যুক্তি মানতে নারাজ। ভিকে পাল এদিন জানিয়েছেন, করোনার টিকা নিয়ে মৃত্যু কিংবা পার্শ্বপ্রতিক্রিয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দুটি ভ্যাকসিন নিরাপদ। যদি কোনও সমস্যা হয়, তার জন্যও প্রস্তুত আমরা। কিন্তু আপনাদের এটা আগে বলি, যে পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা খুবই কম ঘটছে। এটা নিয়ে স্বাস্থ্যকর্মীদের মাথা ঘামানো উচিত নয়। আপনারা ভ্যাকসিন নিয়ে দেশের কাছে একটি বার্তা দিন। ভ্যাকসিন না নেওয়ার জেদ ছাড়ুন।
কিছুদিন আগেই দিল্লির একদল ডাক্তারেরা ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন 'কোভ্যাক্সিন' নিতে অস্বীকার করে চিঠি দিয়েছিলেন। কিন্তু সকলকে বারবার করোনার দুই প্রতিষেধক নিয়ে আশ্বস্ত করেছে। গত শনিবার ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment