ককপিটে স্বাতী-ভাবনারা, প্রজাতন্ত্রের আকাশ চিরে উড়ল মিগ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: প্রজাতন্ত্রের সকালে কুচকাচওয়াজের মিলিটারি বুটের আওয়াজে গমগম করছে রাজধানীর রাজপথ। তখনই ধোয়াশাচ্ছন্ন দিল্লির আকাশ চিরে বেড়িয়ে এল ফাইটার জেট রাফালে। ‘ডেল্টা চার্লি’ ফর্মেশনে যখন আকাশে দাপিয়ে বেড়াচ্ছে রাফালে তখন সেই বিমানের ককপিটে বসে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট ভাবনা কান্ত।
এদিন ভাবনা কান্ত ছাড়াও যুদ্ধ বিমানের ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর। সেই প্রতিরক্ষা ট্যাবলোতে লাইট কমব্যাট বিমান, হেলিকপ্টার ও সুখোই-৩০ ফাইটার বিমান প্রদর্শিত হয়। সেখানেই স্যালুটরত অবস্থায় দেখা যায় ভাবনাকে। অন্যদিকে ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর ছিলেন এমআই-১৭ হেলিকপ্টারে। মোট চারটি চপারকে সেই সময় দেখা যায় ফ্লাইপাস্ট প্যারেডে। তাতেই অংশ নিলেন স্বাতী। গড়লেন নয়া ইতিহাস।
রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট এক গ্রামে জন্মানো স্বাতীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। স্কুলজীবনের শেষে তিনি এসিসির বায়ুসেনার শাখায় যোগ দেন। তখনই তাঁর বাবা-মা বুঝতে পারেন, এই বিষয়ে মেয়ের আগ্রহ কতটা। এসিসিতে থাকাকালীন তিনি শুটিংয়ে সোনা জিতেছিলেন। পরে ২০১৪ সালে বায়ুসেনার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হন তিনি। নির্বাচিত হন ফ্লাইং ব্রাঞ্চে। তাঁর দাদা ভারতীয় নৌসেনায় রয়েছেন।
উল্লেখ্য এদিন লেফট্যানেন্ট ভাবনা যে বিমানটি ওড়ান সেই শ্রেনীর মিগ ২১ ফাইটার জেটটি উড়িয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারত। যার ফলে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায় দু’দেশের মধ্যে। সেই সময় আকাশ যুদ্ধ চলাকালীন পাক সেনার হাতে ধরা পড়েন অভিনন্দন। এরপর দু’দেশের কূটনৈতিক চাপানউতরে ভারতের হাতে অভিনন্দনকে প্রত্যাবর্তন করায় পাকিস্তান।
এদিন ভাবনা কান্ত ছাড়াও যুদ্ধ বিমানের ককপিটে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর। সেই প্রতিরক্ষা ট্যাবলোতে লাইট কমব্যাট বিমান, হেলিকপ্টার ও সুখোই-৩০ ফাইটার বিমান প্রদর্শিত হয়। সেখানেই স্যালুটরত অবস্থায় দেখা যায় ভাবনাকে। অন্যদিকে ফ্লাইট লেফটেন্যান্ট স্বাতী রাঠোর ছিলেন এমআই-১৭ হেলিকপ্টারে। মোট চারটি চপারকে সেই সময় দেখা যায় ফ্লাইপাস্ট প্যারেডে। তাতেই অংশ নিলেন স্বাতী। গড়লেন নয়া ইতিহাস।
রাজস্থানের নাগৌর জেলার ছোট্ট এক গ্রামে জন্মানো স্বাতীর ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আকাশে ওড়ার। স্কুলজীবনের শেষে তিনি এসিসির বায়ুসেনার শাখায় যোগ দেন। তখনই তাঁর বাবা-মা বুঝতে পারেন, এই বিষয়ে মেয়ের আগ্রহ কতটা। এসিসিতে থাকাকালীন তিনি শুটিংয়ে সোনা জিতেছিলেন। পরে ২০১৪ সালে বায়ুসেনার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হন তিনি। নির্বাচিত হন ফ্লাইং ব্রাঞ্চে। তাঁর দাদা ভারতীয় নৌসেনায় রয়েছেন।
উল্লেখ্য এদিন লেফট্যানেন্ট ভাবনা যে বিমানটি ওড়ান সেই শ্রেনীর মিগ ২১ ফাইটার জেটটি উড়িয়েছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারত। যার ফলে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা যায় দু’দেশের মধ্যে। সেই সময় আকাশ যুদ্ধ চলাকালীন পাক সেনার হাতে ধরা পড়েন অভিনন্দন। এরপর দু’দেশের কূটনৈতিক চাপানউতরে ভারতের হাতে অভিনন্দনকে প্রত্যাবর্তন করায় পাকিস্তান।
More News:
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment