তামিলনাডুতে AIADMK-র সঙ্গে জোট, মাত্র ২০ আসনে লড়বে BJP
Share Link:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাডু বিধানসভা ভোটে রাজ্যের শাসকদল অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-এর সঙ্গেই জোট বেঁধে লড়বে বিজেপি। শুধু তাই নয়, কার্যত জোট গড়তে গিয়ে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার দলের কাছে হাঁটু গেড়ে আত্মসমর্পণ করলেন অমিত শাহ-জেপি নাড্ডারা। ২৩৪ বিধানসভা আসনের মধ্যে পদ্ম শিবিরের ভাগে জুটেছে মাত্র ২০ আসন। আর সান্ত্বনা পুরস্কার হিসেবে মিলেছে কন্যাকুমারী লোকসভা আসন। শুক্রবার রাত গভীর রাতে জোট নিয়ে লিখিত চুক্তি স্বাক্ষর করেছেন এআইএডিএমকে ও বিজেপির শীর্ষ নেতারা।
গত কয়েক মাস ধরেই দ্রাবিড়ভূমে বিধানসভা ভোটে জোট গড়া নিয়ে এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের টানাপোড়েন চলছিল। এমনকী দাবি মানা না হলে একলা চলারও হুমকি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি এল মুরুগান। এআইএডিএমকে নেতৃত্বও পাল্টা জানিয়ে দিয়েছিল, ‘দাদাগিরি বন্ধ না করলে বিজেপির সঙ্গে কোনও জোট গড়া হবে না।’ টানা বেশ কয়েকদিন দর কষাকষির পরে শুক্রবার চূরান্ত আসন সমঝোতার জন্য বৈঠকে বসেন দুই দলের শীর্ষ নেতারা।
বৈঠকে এআইএডিএমকে’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভাম আর বিজেপির পক্ষ থেকে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তামিলনাডুর ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সি টি রবি ও রাজ্য সভাপতি এল মুরুগান। বৈঠকে ঠিক হয়, রাজ্যের ২৩৪ বিধানসভা আসনের মধ্যে শাসকদল এআইএডিএমকে লড়বে ১৭০ আসনে। বিজেপি পাবে মাত্র ২০ আসন। জোটের আর এক শরিক দল পিএমকে’কে দেওয়া হবে ২৩ আসন। কার্যত হাঁটুগেড়েই এআইএডিএমকের দেওয়া আসনে লড়তে রাজি হন বিজেপি নেতারা। পাছে পরে পদ্ম শিবিরের নেতারা যাতে কথার খেলাপ করেন, তার জন্য আসন সমঝোতার বিষয়টি নিয়ে লিখিত চুক্তিপত্র তৈরি করে তাতে বিজেপি নেতাদের স্বাক্ষর করিয়ে নেন এআইএডিএমকে’র নেতারা। সংবাদমাধ্যমের কাছে ওই চুক্তিপত্রের কপিও বিলি করা হয়।
দর কষাকষি করে মাত্র ২০ আসনে লড়ার সিদ্ধান্তে কেন রাজি হলেন, তা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি রাজ্য বিজেপি সভাপতি এল মুরুগান।
গত কয়েক মাস ধরেই দ্রাবিড়ভূমে বিধানসভা ভোটে জোট গড়া নিয়ে এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গে বিজেপি রাজ্য নেতৃত্বের টানাপোড়েন চলছিল। এমনকী দাবি মানা না হলে একলা চলারও হুমকি দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি এল মুরুগান। এআইএডিএমকে নেতৃত্বও পাল্টা জানিয়ে দিয়েছিল, ‘দাদাগিরি বন্ধ না করলে বিজেপির সঙ্গে কোনও জোট গড়া হবে না।’ টানা বেশ কয়েকদিন দর কষাকষির পরে শুক্রবার চূরান্ত আসন সমঝোতার জন্য বৈঠকে বসেন দুই দলের শীর্ষ নেতারা।
বৈঠকে এআইএডিএমকে’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী, উপমুখ্যমন্ত্রী ও পনিরসেলভাম আর বিজেপির পক্ষ থেকে হাজির ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তামিলনাডুর ভারপ্রাপ্ত পর্যবেক্ষক সি টি রবি ও রাজ্য সভাপতি এল মুরুগান। বৈঠকে ঠিক হয়, রাজ্যের ২৩৪ বিধানসভা আসনের মধ্যে শাসকদল এআইএডিএমকে লড়বে ১৭০ আসনে। বিজেপি পাবে মাত্র ২০ আসন। জোটের আর এক শরিক দল পিএমকে’কে দেওয়া হবে ২৩ আসন। কার্যত হাঁটুগেড়েই এআইএডিএমকের দেওয়া আসনে লড়তে রাজি হন বিজেপি নেতারা। পাছে পরে পদ্ম শিবিরের নেতারা যাতে কথার খেলাপ করেন, তার জন্য আসন সমঝোতার বিষয়টি নিয়ে লিখিত চুক্তিপত্র তৈরি করে তাতে বিজেপি নেতাদের স্বাক্ষর করিয়ে নেন এআইএডিএমকে’র নেতারা। সংবাদমাধ্যমের কাছে ওই চুক্তিপত্রের কপিও বিলি করা হয়।
দর কষাকষি করে মাত্র ২০ আসনে লড়ার সিদ্ধান্তে কেন রাজি হলেন, তা নিয়ে অবশ্য সংবাদমাধ্যমের কাছে কোনও প্রতিক্রিয়া জানাতে রাজি হননি রাজ্য বিজেপি সভাপতি এল মুরুগান।
More News:
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
Leave A Comment