'তাণ্ডব' নিয়ে তদন্ত করতে মুম্বই পৌঁছাল যোগীর পুলিশ, শুরু জিজ্ঞাসাবাদ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: 'তাণ্ডব' নিয়ে এবার তদন্তের জন্য মুম্বই পৌছাল উত্তরপ্রদেশ পুলিশ। হিন্দু দেব-দেবীদের অপমান করায় ও ধর্মীয় ভাবাবেগে আঘাত আনায় যোগী রাজ্যে হাথরথগঞ্জে একটি মামলা করা হয় ছবির নির্মাতা, তারকা ও অ্যামাজন প্রাইম ভিডিও-এর আধিকারিকদের বিরুদ্ধে।
এই মামলার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রে তদন্তের জন্য পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরই সঙ্গে মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক রাম কদমের মামলা নিয়েই 'তাণ্ডব'-এর বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেছেন, 'তাণ্ডব' ওয়েন সিরিজ নিয়ে একটি মামলা আমাদের হাতে এসেছে। আইনমাফিক পদক্ষেপ নেওয়া হবে, ওটিটি নিয়ে কেন্দ্রের বিশেষ আইন লাগু করা উচিত।
এদিন মুম্বই পৌঁছেই 'তাণ্ডব'-এর বিরুদ্ধে করা মামলায় তদন্ত শুরু করেছে যোগীর পুলিশ। লখনৌ-এর পুলিশ আধিকারিক অনিল সিং এর নেতৃত্বে থাকা দলটি যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্যও ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশের কাছে থাকা বিজেপি বিধায়ক রাম কদমের এফআইআর-এর কপি সংগ্রহ করেছেন উত্তরপ্রদেশের তদন্তকারী পুলিশ অফিসারেরা।
এদিন সকালেই এই ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর জানিয়ে দিয়েছেন 'তাণ্ডব' ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশটি বাদ দেওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলি।
সইফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবি নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। গত রবিবার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদমের মামলার ভিত্তিতে, গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আলোচনা শুরু করে 'তাণ্ডব' নিয়ে। আলি আব্বাস জাফর পরিচালিত 'তাণ্ডব' নিয়ে ইতিমধ্যেই অ্যামাজন প্রাইম ভিডিও-এর কাছে জবাব তলব করেছে কেন্দ্র।
গত সোমবার 'তাণ্ডব'-এর বিরুদ্ধে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে দায়ের হয় মামলা। তবে কোনও নেতা নয় একজন পুলিশ অফিসার ওই মামলা দায়ের করেছে বলে জানা যায়। যার যেরে বিপাকে পড়েছে টিম 'তাণ্ডব'।
গত সপ্তাহেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত 'তাণ্ডব'। সইফ আলি খান অভিনীত এই ওয়েব সিরিজটি নিয়ে বিতর্ক এখন খবরের শিরোনামে। এই ওয়েব সিরিজে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে আর সেখানেই বিতর্কের সূত্রপাত। সইফ, ডিম্পল কাপাডিয়া অভিনীত 'তাণ্ডব'-এ দেবদেবীদের অপমান করায় হিন্দু ভাবাবেগে আঘাত আনা হয়েছে বলে গত কিছুদিন ধরেই অভিযোগ করেন একাধিক বিজেপি নেতা।
গত মঙ্গলবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার জন্য সরকারের তরফ থেকে মামলা করা হবে। এই ওয়েব সিরিজ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারোর নেই। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সিনেমা কিংবা ওয়েব সিরিজে শুধুমাত্র হিন্দু দেব-দেবীদের আক্রমণ কেন করা হয়। আর আমরা বিদ্রোহ করলে অন্য দলগুলি কেন প্রতিবাদ করে আমাদের।
এই মামলার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্রে তদন্তের জন্য পৌঁছেছে উত্তরপ্রদেশ পুলিশ। এরই সঙ্গে মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক রাম কদমের মামলা নিয়েই 'তাণ্ডব'-এর বিরুদ্ধে তদন্ত শুরু হবে বলে এদিন সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেছেন, 'তাণ্ডব' ওয়েন সিরিজ নিয়ে একটি মামলা আমাদের হাতে এসেছে। আইনমাফিক পদক্ষেপ নেওয়া হবে, ওটিটি নিয়ে কেন্দ্রের বিশেষ আইন লাগু করা উচিত।
এদিন মুম্বই পৌঁছেই 'তাণ্ডব'-এর বিরুদ্ধে করা মামলায় তদন্ত শুরু করেছে যোগীর পুলিশ। লখনৌ-এর পুলিশ আধিকারিক অনিল সিং এর নেতৃত্বে থাকা দলটি যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্যও ডেকে পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে। মুম্বই পুলিশের কাছে থাকা বিজেপি বিধায়ক রাম কদমের এফআইআর-এর কপি সংগ্রহ করেছেন উত্তরপ্রদেশের তদন্তকারী পুলিশ অফিসারেরা।
এদিন সকালেই এই ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর জানিয়ে দিয়েছেন 'তাণ্ডব' ওয়েব সিরিজ থেকে বিতর্কিত অংশটি বাদ দেওয়া হয়েছে। গতকাল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সঙ্গে দীর্ঘ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আলি।
সইফ আলি খান ও ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবি নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। গত রবিবার মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদমের মামলার ভিত্তিতে, গত সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক আলোচনা শুরু করে 'তাণ্ডব' নিয়ে। আলি আব্বাস জাফর পরিচালিত 'তাণ্ডব' নিয়ে ইতিমধ্যেই অ্যামাজন প্রাইম ভিডিও-এর কাছে জবাব তলব করেছে কেন্দ্র।
গত সোমবার 'তাণ্ডব'-এর বিরুদ্ধে যোগীর রাজ্য উত্তরপ্রদেশে দায়ের হয় মামলা। তবে কোনও নেতা নয় একজন পুলিশ অফিসার ওই মামলা দায়ের করেছে বলে জানা যায়। যার যেরে বিপাকে পড়েছে টিম 'তাণ্ডব'।
গত সপ্তাহেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত 'তাণ্ডব'। সইফ আলি খান অভিনীত এই ওয়েব সিরিজটি নিয়ে বিতর্ক এখন খবরের শিরোনামে। এই ওয়েব সিরিজে হিন্দু দেবদেবীদের অপমান করা হয়েছে আর সেখানেই বিতর্কের সূত্রপাত। সইফ, ডিম্পল কাপাডিয়া অভিনীত 'তাণ্ডব'-এ দেবদেবীদের অপমান করায় হিন্দু ভাবাবেগে আঘাত আনা হয়েছে বলে গত কিছুদিন ধরেই অভিযোগ করেন একাধিক বিজেপি নেতা।
গত মঙ্গলবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার জন্য সরকারের তরফ থেকে মামলা করা হবে। এই ওয়েব সিরিজ নিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ধর্মীয় ভাবাবেগ নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারোর নেই। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সিনেমা কিংবা ওয়েব সিরিজে শুধুমাত্র হিন্দু দেব-দেবীদের আক্রমণ কেন করা হয়। আর আমরা বিদ্রোহ করলে অন্য দলগুলি কেন প্রতিবাদ করে আমাদের।
More News:
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment