করোনার ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু স্বাস্থ্যকর্মীর
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভ্যাকসিন নেওয়ার পর মৃত্যু! তেলেঙ্গনার এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলছে নানা মহলে। এদিন সকালেই বুকের যন্ত্রণা নিয়ে হাসপাতালে যান বছর ৪২ এর এক স্বাস্থ্যকর্মী। তারপরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে ওই ব্যক্তির মৃত্যু অন্য কারণে হয়েছে, এর সঙ্গে করোনার প্রতিষেধক নেওয়ার কোনও সম্পর্ক নেই।
গত মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ ওই স্বাস্থ্যকর্মীটি করোনার প্রতিষেধক নেন। তারপরেই আজ দুপুর ২.৩০ নাগাদ থেকে তার বুকের যন্ত্রণা শুরু হয়। বিকেল ৫.৩০ নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর বিষয়ে জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কোনও অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এর সঙ্গে করোনার প্রতিষেধকের কোনও সম্পর্ক নেই।
নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির দেহ ময়নাতদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই বিস্তারিত জানানো হবে সংবাদমাধ্যমকে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রকেও বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এই নিয়ে মোট তিনজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যারা কিছুদিন আগেই করোনার প্রতিষেধক নিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি ভারতে এখনও পর্যন্ত কোনও ব্যক্তি করোনার টিকা নেওয়ার পর মারা যাচ্ছেন না। সমস্ত ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ভারতে দেশীয় পদ্ধতিতে তৈরি এই করোনা ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়েছে বিভ্রান্তি। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের একটি বিরাট অংশ এই ভ্যাকসিন নিতে চাইছে না। ভারত সরকার করোনা যোদ্ধাদের কথা মাথায় রেখেই এই ভ্যাকসিন ব্যবহারে বেশি উদ্যোগী কিন্তু তাদের মুখ ফিরিয়ে নেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। যেভাবে স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিন নিতে চাইছেন না তা দুঃখজনক বলেও আখ্যা দিয়েছেন ভিকে পাল।
গত মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ ওই স্বাস্থ্যকর্মীটি করোনার প্রতিষেধক নেন। তারপরেই আজ দুপুর ২.৩০ নাগাদ থেকে তার বুকের যন্ত্রণা শুরু হয়। বিকেল ৫.৩০ নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়। ওই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর বিষয়ে জেলার স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, কোনও অজ্ঞাত কারণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। এর সঙ্গে করোনার প্রতিষেধকের কোনও সম্পর্ক নেই।
নিয়ম অনুযায়ী ওই ব্যক্তির দেহ ময়নাতদন্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই বিস্তারিত জানানো হবে সংবাদমাধ্যমকে। দিল্লির স্বাস্থ্যমন্ত্রকেও বিস্তারিত রিপোর্ট পাঠানো হবে বলে জানা গিয়েছে।
এই নিয়ে মোট তিনজন ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যারা কিছুদিন আগেই করোনার প্রতিষেধক নিয়েছিলেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দাবি ভারতে এখনও পর্যন্ত কোনও ব্যক্তি করোনার টিকা নেওয়ার পর মারা যাচ্ছেন না। সমস্ত ভুল তথ্য ছড়ানো হচ্ছে।
১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে জরুরি ভিত্তিতে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। ভারতে দেশীয় পদ্ধতিতে তৈরি এই করোনা ভ্যাকসিন নিয়ে ইতিমধ্যেই গোটা দেশে শুরু হয়েছে বিভ্রান্তি। বিশেষ করে স্বাস্থ্যকর্মীদের একটি বিরাট অংশ এই ভ্যাকসিন নিতে চাইছে না। ভারত সরকার করোনা যোদ্ধাদের কথা মাথায় রেখেই এই ভ্যাকসিন ব্যবহারে বেশি উদ্যোগী কিন্তু তাদের মুখ ফিরিয়ে নেওয়ায় দুঃখপ্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য ভিকে পাল। যেভাবে স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিন নিতে চাইছেন না তা দুঃখজনক বলেও আখ্যা দিয়েছেন ভিকে পাল।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
25th February 2021
রাহুলের 'মত্স্য মন্ত্রক' নিয়ে কংগ্রেসকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
26th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment