সিআরপিএফের ‘কোবরা’য় এবার নারীরাও
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নারীদের মুকুটে যুক্ত হতে চলেছে আরও একটি নতুন পালক। ভারতীয় সেনার পর এবার আধাসামরিক বাহিনীতে নারীদের যোগদান নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্র। এবার থেকে সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কোবরা ব্যাটেলিয়নের সঙ্গে যুক্ত করা হবে নারীদেরকেও । বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন কোবরা ব্যাটেলিয়নের চিফ এ.পি.মাহেশ্বরী।
এদিন তিনি বলেন, ‘’আমরা কোবরা বাহিনীতে নারীদের সংযুক্ত করার বিষয়টি ইতিবাচক ভাবেই বিবেচনা করছি”।
কোবরা ব্যাটেলিয়নের প্রধান কাজ শত্রুর বিরুদ্ধে স্পেশাল অপারেশন চালানো। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধ ভারতের উত্তরপূর্বের এবং মাওবাদী প্রভাবিত বেশ কিছু রাজ্যে এখন অপারেশন চালাচ্ছে সিআরপিএফ। ১৯৮৬ সালে প্রথম নারীদের জন্য দরজা উন্মুক্ত করে সিআরপিএফ। ছয়টি ইউনিট নিয়ে ‘মহিলা’ দের জন্য বরাদ্দ থাকলেও এতদিন তাঁদের কোনও স্পেশ্যাল অপারেশনে ব্যবহার করা হয়নি।
উল্লেখ্য,ভারতের সিআরপিএফ বিশ্বে বৃহত্তম আধাসামরিক বাহিনী। প্রায় সাড়ে তিন লক্ষ সিআরপিএফ সেনা ভারতের বিভিন্ন প্রান্তে শান্তি রক্ষায় মোতায়েন রয়েছে। এতদিন সেনায় নারীরা যুক্ত থাকলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে যাওয়া নিয়ে তাঁদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। কিন্তু গত বছরের গোড়াতেই সুপ্রিম কোর্ট সেনায় নারীদের পার্মানেন্ট কমিশন ও যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পক্ষে রায় দেয়। যারফলে সেনায় থাকা নারী আধিকারিকদের বহুদিনের দাবি অনেকটা পূরণ হয়েছে বলেই মনে করে বিশেষজ্ঞমহল।
অন্যদিকে, বিগত বছর গুলিতে শুধু সেনাবাহিনী নয় বায়ুসেনার সঙ্গে যুক্ত নারী সেনা আধিকারীকদেরও পরিবর্তন হয়েছে পূর্বের অবস্থার। যেমন ধরা যাক, ভাবনা কান্তের কথাই, এবার ভারতের প্রথম যুদ্ধবিমানের পাইলট হিসেবে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করছেন লেফটেন্যান্ট ভাবনা কান্থ। অবনী চতুর্বেদী ও মোহনা সিংয়ের সঙ্গে প্রথম যুদ্ধবিমান চালিয়েছিলেন ভাবনা। ২০১৯ সালে স্পেশাল কম্ব্যাট মিশনের জন্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন ভাবনা। লেফট্যানেন্ট কান্থের এই কৃতিত্বকে সম্মান জানাতেই কেন্দ্রের এই পরিকল্পনা।
এদিন তিনি বলেন, ‘’আমরা কোবরা বাহিনীতে নারীদের সংযুক্ত করার বিষয়টি ইতিবাচক ভাবেই বিবেচনা করছি”।
কোবরা ব্যাটেলিয়নের প্রধান কাজ শত্রুর বিরুদ্ধে স্পেশাল অপারেশন চালানো। বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধ ভারতের উত্তরপূর্বের এবং মাওবাদী প্রভাবিত বেশ কিছু রাজ্যে এখন অপারেশন চালাচ্ছে সিআরপিএফ। ১৯৮৬ সালে প্রথম নারীদের জন্য দরজা উন্মুক্ত করে সিআরপিএফ। ছয়টি ইউনিট নিয়ে ‘মহিলা’ দের জন্য বরাদ্দ থাকলেও এতদিন তাঁদের কোনও স্পেশ্যাল অপারেশনে ব্যবহার করা হয়নি।
উল্লেখ্য,ভারতের সিআরপিএফ বিশ্বে বৃহত্তম আধাসামরিক বাহিনী। প্রায় সাড়ে তিন লক্ষ সিআরপিএফ সেনা ভারতের বিভিন্ন প্রান্তে শান্তি রক্ষায় মোতায়েন রয়েছে। এতদিন সেনায় নারীরা যুক্ত থাকলেও সরাসরি যুদ্ধক্ষেত্রে যাওয়া নিয়ে তাঁদের ওপর নিষেধাজ্ঞা বলবৎ ছিল। কিন্তু গত বছরের গোড়াতেই সুপ্রিম কোর্ট সেনায় নারীদের পার্মানেন্ট কমিশন ও যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হওয়ার পক্ষে রায় দেয়। যারফলে সেনায় থাকা নারী আধিকারিকদের বহুদিনের দাবি অনেকটা পূরণ হয়েছে বলেই মনে করে বিশেষজ্ঞমহল।
অন্যদিকে, বিগত বছর গুলিতে শুধু সেনাবাহিনী নয় বায়ুসেনার সঙ্গে যুক্ত নারী সেনা আধিকারীকদেরও পরিবর্তন হয়েছে পূর্বের অবস্থার। যেমন ধরা যাক, ভাবনা কান্তের কথাই, এবার ভারতের প্রথম যুদ্ধবিমানের পাইলট হিসেবে প্রজাতন্ত্র দিবসে অংশগ্রহণ করছেন লেফটেন্যান্ট ভাবনা কান্থ। অবনী চতুর্বেদী ও মোহনা সিংয়ের সঙ্গে প্রথম যুদ্ধবিমান চালিয়েছিলেন ভাবনা। ২০১৯ সালে স্পেশাল কম্ব্যাট মিশনের জন্য নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছিলেন ভাবনা। লেফট্যানেন্ট কান্থের এই কৃতিত্বকে সম্মান জানাতেই কেন্দ্রের এই পরিকল্পনা।
More News:
19th April 2021
19th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
18th April 2021
করোনা পজিটিভ রোগী বেড়েছে ৩০ শতাংশ, মোদিকে চিঠি কেজরিওয়ালের
18th April 2021
Leave A Comment