হাতির আর্তনাদে নিন্দার ঝড় নেটপাড়ায়
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মন্দির চত্বরে গাছে লোহার শিকল দিয়ে বেঁধে একটি হাতিকে লাঠি দিয়ে বেধরক মারধর করছেন দুই 'বর্বর' মাহুত। লাঠির ঘায়ে যন্ত্রণায় তীব্র আর্তনাদ করছে জখম হাতিটি। কিন্তু তাতেও থেমে থাকেননি তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মর্মান্তিক ভিডিয়োটি দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা। আরও একবার মানুষ প্রমাণ করল তাঁরা অবলা প্রাণির উপর কতটা অকথ্য অত্যাচার চালাতে পারে। বহুবার হাতির উপর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। তাতেও মানসিকতার কোনও পরিবর্তন লক্ষ করা যায়নি। মনুষ্যত্ব ভুলে প্রাণিদের উপর নির্মম অত্যাচারের ঘটনা ঘটে যাচ্ছে ভারতের নানা প্রান্তে।
মর্মান্তিক ভিডিয়োয় দেখা গিয়েছে, কোয়েম্বাটোরের থেক্কামপত্তিতে এক পুনরুদ্ধার শিবিরে এক হাতির পায়ে লাঠি দিয়ে বেধরক মারধর করে চলেছে দুই মাহুত। তাঁদের মারধরের জেরে যন্ত্রণায় আর্তনাদ করে কাঁদছে ১৭ বছরের মেয়ে হাতিটি। তার একমাত্র দোষ ছিল দুই মাহুতের নির্দেশ মতো কাজ করেনি সে। হাতিকে উচিত শাস্তি দিতেই মাহুতের 'বর্বর' রূপটি পড়ে যায় ক্যামেরায়।
राक्षस हैं ये लोग.???????? pic.twitter.com/5NbKETQdH9
— Awanish Sharan (@AwanishSharan) February 21, 2021
জানা গিয়েছে, শ্রীভিল্লিপুথুরের আনদাল মন্দিরের জয়ামাল্যাথা নামে ওই মেয়ে হাতিটিকে পুনরুদ্ধার শিবিরে নিয়ে যাওয়া হয়। ভিনিল কুমার ও তাঁর সহযোগী শিবাপ্রসাদের কথা না শোনায় উচিত শাস্তি দিতে হাতিটিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তারপর ২০ সেকেন্ড ধরে লাগাতার সামনের ও পিছনের পায়ে লাঠি দিয়ে আঘাতের পর আঘাত দিতে থাকে 'পিষাচ' দুই মাহুত।
প্রতিবছর মন্দিরের হাতিদেরকে ৪৮ দিনের জন্য কোয়েম্বাটুরের একটি শিবিরে আনা হয়। এবছর মোট ২৮টি হাতিকে শিবিরে আনা হয়েছে। ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়ো দেখে নিন্দায় মুখর হয়েছেন নেটিজেন থেকে পশুপ্রেমীরা।
ভিডিয়োটি ভাইরাল হতেই অভিযুক্ত ২ মাহুতকে সাসপেন্ড করা হয়েছে। বন্যপ্রাণী আইনের ধারা অনুযায়ী তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই শিবিরের কর্তৃপক্ষ জানিয়েছে, হাতিটিকে গাছের সঙ্গে লোহার চেনের সঙ্গে বাঁধা হয়। মাহুতের কথা না মানার জন্য হাতিটির উপর অকথ্য অত্যাচার চালায় তাঁরা।
গত মাসে, ৪০ বছর বয়সি হাতির উপর জ্বলন্ত টায়ার ফেলে দেয় কয়েকজন অবিবেচক লোকজন। তার জেরে গুরুতর জখম হয় হাতিটি। মুধুমালাই ফরেস্ট রেঞ্জে চিকিত্সাধীন থাকলেও শেষরক্ষা করা যায়নি। ওই ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলা গিয়েছে।
Leave A Comment