১২ মার্চ বাংলায় বিজেপি বিরোধী সমাবেশ কৃষক সংগঠনের
Share Link:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আসন্ন পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের মুখে বিজেপি শীর্ষ নেতৃত্বের রক্তচাপ বাড়াল কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। মঙ্গলবার রাতে সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাডু সহ যে পাঁচ রাজ্যে বিধানসভার ভোট হচ্ছে, সেই পাঁচ রাজ্যে বিজেপি বিরোধী সমাবেশ করা হবে। পশ্চিমবঙ্গে আগামী ১২ মার্চ শুক্রবার কৃষক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। ওই সমাবেশে বাংলা সহ বিভিন্ন রাজ্যের কৃষকরাও হাজির থাকবেন। মোদি সরকারের ‘সর্বনাশা’ কৃষক আইন কীভাবে কৃষকদের পথে বসাচ্ছে, তা তুলে ধরা হবে।’ পাশাপাশি ৬ মার্চ কুণ্ডলি-মানেসর-পালভেল এক্সপ্রেসওয়ে অবরোধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সংযুক্ত কিষাণ মোর্চা যেভাবে ভোটের মুখে পাঁচ রাজ্যে বিজেপি বিরোধী সমাবেশের ডাক দিয়েছে, তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়বেন অমিত শাহ-জেপি নাড্ডারা। মোদি সরকারকে কৃষক দরদী হিসেবে তুলে ধরে যে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতা-মন্ত্রীরা, তা প্রশ্নের মুখে পড়বে। এমনকী বিজেপি নেতাদের ভোট অঙ্কের হিসেব-নিকেশেও গরমিল হয়ে যেতে পারে।
কৃষক আন্দোলনের জেরে সম্প্রতি পঞ্জাবে পুরভোটে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। আরও বেশ কয়েকটি রাজ্যে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নেমেছে। ‘শিল্পপতি বান্ধব’ কৃষি আইন নিয়ে মোদি সরকার যে অনমনীয় অবস্থান নিয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ আন্দোলনকারী কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। তাই বিজেপির বাড়া ভাতে ছাই দিতে ও ‘সবক’ শেখাতে ভোটমুখী পাঁচ রাজ্যে কৃষক সমাবেশের ডাক দিয়েছে।
সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ‘মোদি সরকার কীভাবে কৃষি আইনের নামে দেশের অন্নদাতাদের পেটে লাথি মারছে, কীভাবে কৃষকদের জমি কেড়ে নিয়ে বড়-বড় শিল্পগোষ্ঠী ও পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে, তা বাংলা, তামিলনাডু, কেরল ও অসমের গরিব ও প্রান্তিক চাষিদের কাছে তুলে ধরা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হবে, যাতে কৃষক বিরোধী-গরিব বিরোধী বিজেপিকে তাঁরা ভোট না দেন।’
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, সংযুক্ত কিষাণ মোর্চা যেভাবে ভোটের মুখে পাঁচ রাজ্যে বিজেপি বিরোধী সমাবেশের ডাক দিয়েছে, তাতে যথেষ্টই অস্বস্তিতে পড়বেন অমিত শাহ-জেপি নাড্ডারা। মোদি সরকারকে কৃষক দরদী হিসেবে তুলে ধরে যে প্রচার চালাচ্ছেন বিজেপি নেতা-মন্ত্রীরা, তা প্রশ্নের মুখে পড়বে। এমনকী বিজেপি নেতাদের ভোট অঙ্কের হিসেব-নিকেশেও গরমিল হয়ে যেতে পারে।
কৃষক আন্দোলনের জেরে সম্প্রতি পঞ্জাবে পুরভোটে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে বিজেপি। আরও বেশ কয়েকটি রাজ্যে বিজেপির ভোটব্যাঙ্কে ধস নেমেছে। ‘শিল্পপতি বান্ধব’ কৃষি আইন নিয়ে মোদি সরকার যে অনমনীয় অবস্থান নিয়েছে, তাতে বেজায় ক্ষুব্ধ আন্দোলনকারী কৃষকদের যৌথ সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা। তাই বিজেপির বাড়া ভাতে ছাই দিতে ও ‘সবক’ শেখাতে ভোটমুখী পাঁচ রাজ্যে কৃষক সমাবেশের ডাক দিয়েছে।
সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষে যোগেন্দ্র যাদব জানিয়েছেন, ‘মোদি সরকার কীভাবে কৃষি আইনের নামে দেশের অন্নদাতাদের পেটে লাথি মারছে, কীভাবে কৃষকদের জমি কেড়ে নিয়ে বড়-বড় শিল্পগোষ্ঠী ও পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে, তা বাংলা, তামিলনাডু, কেরল ও অসমের গরিব ও প্রান্তিক চাষিদের কাছে তুলে ধরা হবে। সেই সঙ্গে সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হবে, যাতে কৃষক বিরোধী-গরিব বিরোধী বিজেপিকে তাঁরা ভোট না দেন।’
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment