যৌন হেনস্থার মামলা করায় বাবাকে গুলি করে খুন অভিযুক্তের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের হাথরস আবারও খবরের শিরোনামে। মেয়ের যৌন হেনস্থার প্রতিবাদ করে এফআইআর দায়ের করতে যাওয়ায় বাবাকে গুলি করে হত্যা করা হল। এই মর্মান্তিক ঘটনার খবর সামনে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য। মেয়েটিকে যারা যৌন হেনস্থা করেছেন তাঁরাই গুলি করে তাঁর বাবাকে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনাটি ২০১৮ সালের, গৌরব শর্মা নামে এক যুবক, এক তরুণীকে যৌন হেনস্থা করে। তখনই তাঁর বাবা ওই যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে। মামলার ভিত্তিতে গৌরব শর্মা নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। তবে সেই ঘটনার মাস খানেকের মধ্যে ছাড়া পান গৌরব। তবে ২০১৮-এর পর দুই পরিবারের মধ্যে অশান্তি ছিলই। গত সোমবার স্থানীয় এক মন্দিরে পুজো দিতে যান ওই মেয়েটি, যেখানে গৌরবের স্ত্রী ও মা ছিল। আর সেখানেই মন্দিরের মধ্যে অশান্তি শুরু হয়। যার ফলে গত সোমবার সন্ধ্যেবেলায় ছয়জন সঙ্গীকে নিয়ে হেনস্থা হওয়া মেয়েটির বাবাকে গুলি করে।
গতকাল এই ঘটনার বিবৃতিতে হাথরস পুলিশের কর্তা বিনীত জয়সওয়াল জানিয়েছেন, 'যিনি গিয়েছেন ২০১৮ সালের জুলাই মাসে ওই ব্যক্তি গৌরব শর্মার বিরুদ্ধে একটি যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এক মাসের জন্য জেলেও থাকতে হয় গৌরবকে। এরপর থেকে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য ছিলই। গত সোমবার গৌরবের মা ও স্ত্রী গ্রামেরই একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেই ছিলেন ওই তরুণী ও তাঁর বাবা। আর তাদের দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে মহিলা। তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। যার মাঝে ঢুকে পড়েন গৌরব শর্মা।'
এই ঘটনায় অভিযুক্ত গৌরব শর্মার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
ঘটনাটি ২০১৮ সালের, গৌরব শর্মা নামে এক যুবক, এক তরুণীকে যৌন হেনস্থা করে। তখনই তাঁর বাবা ওই যুবকের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করে। মামলার ভিত্তিতে গৌরব শর্মা নামে যুবককে গ্রেফতার করে পুলিশ। তবে সেই ঘটনার মাস খানেকের মধ্যে ছাড়া পান গৌরব। তবে ২০১৮-এর পর দুই পরিবারের মধ্যে অশান্তি ছিলই। গত সোমবার স্থানীয় এক মন্দিরে পুজো দিতে যান ওই মেয়েটি, যেখানে গৌরবের স্ত্রী ও মা ছিল। আর সেখানেই মন্দিরের মধ্যে অশান্তি শুরু হয়। যার ফলে গত সোমবার সন্ধ্যেবেলায় ছয়জন সঙ্গীকে নিয়ে হেনস্থা হওয়া মেয়েটির বাবাকে গুলি করে।
গতকাল এই ঘটনার বিবৃতিতে হাথরস পুলিশের কর্তা বিনীত জয়সওয়াল জানিয়েছেন, 'যিনি গিয়েছেন ২০১৮ সালের জুলাই মাসে ওই ব্যক্তি গৌরব শর্মার বিরুদ্ধে একটি যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এক মাসের জন্য জেলেও থাকতে হয় গৌরবকে। এরপর থেকে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য ছিলই। গত সোমবার গৌরবের মা ও স্ত্রী গ্রামেরই একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেই ছিলেন ওই তরুণী ও তাঁর বাবা। আর তাদের দেখেই তেলে বেগুনে জ্বলে ওঠে মহিলা। তাঁদের মধ্যে তর্ক শুরু হয়। যার মাঝে ঢুকে পড়েন গৌরব শর্মা।'
এই ঘটনায় অভিযুক্ত গৌরব শর্মার বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment