মোদির পর কারা নিলেন করোনা ভ্যাকসিন?
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অনেকদিন ধরেই শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। প্রথম পর্যায়ে টিকা নিয়েছেন ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ, পুলিশ কর্মীরা। এবার ভ্যাকসিন দেওয়ার দ্বিতীয় পর্যায়ে রয়েছে ৬০ থেকে ৪৫ বছরের ওপরে কোমর্বিডিটিতে থাকা মানুষরা। সোমবার থেকে শুরু হয়ে গিয়েছে করোনা ভ্যাকসিনের দ্বিতীয়ধাপ। আর সেদিনই ভ্যাকসিন নেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর পাশাপাশি টিন নেন দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। জানা গিয়েছে ৬০ থেকে ৪৫ বছরের ওপরে কোমর্বিডিটিতে সবাই পর্যায়ক্রমে ভ্যাকসিন নেবেন। তবে এখনও পর্যন্ত দেশের অনেক বড় ব্যক্তিত্বই ভ্যাকসিন নিয়ে নিয়েছেন। তাঁরা হলেন-
১. কমল হাসান (অভিনেতা)
২.মুখতার আব্বাস (সংখ্যা লঘু সম্প্রদায় মন্ত্রী)
৩. ফারুখ আব্দুল্লা (জাতীয় কনফারেন্সের সাংসদ)
৪. হর্ষ বর্ধন (কেন্দ্রীয় স্বাথ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী)
৫. রবি শাস্ত্রী (ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ)
৬. কে কেশভা রাও (তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ)
৭. নীতিশ কুমার (বিহারের মুখ্যমন্ত্রী)
অন্যদিকে, দেশের অনেক নেতারাই করোনা ভ্যাকসিন নিতে নারাজ। তার মধ্যে প্রথমে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল ব্রিজ। তিনি জানিয়েছেন তাঁর শরীরে নাকি অ্যান্টিবডির পরিমান ৩০০। তাই তাঁর টিকা লাগবে না। বেঁকে বসেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও। আগে যুবসমাজকে ভ্যাকসিন দেওয়ার দাবি করেছেন তিনি।
১. কমল হাসান (অভিনেতা)
২.মুখতার আব্বাস (সংখ্যা লঘু সম্প্রদায় মন্ত্রী)
৩. ফারুখ আব্দুল্লা (জাতীয় কনফারেন্সের সাংসদ)
৪. হর্ষ বর্ধন (কেন্দ্রীয় স্বাথ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রী)
৫. রবি শাস্ত্রী (ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের কোচ)
৬. কে কেশভা রাও (তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির সাংসদ)
৭. নীতিশ কুমার (বিহারের মুখ্যমন্ত্রী)
অন্যদিকে, দেশের অনেক নেতারাই করোনা ভ্যাকসিন নিতে নারাজ। তার মধ্যে প্রথমে রয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী অনিল ব্রিজ। তিনি জানিয়েছেন তাঁর শরীরে নাকি অ্যান্টিবডির পরিমান ৩০০। তাই তাঁর টিকা লাগবে না। বেঁকে বসেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গেও। আগে যুবসমাজকে ভ্যাকসিন দেওয়ার দাবি করেছেন তিনি।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
'সাবধানে থাকুন, কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ আগামী তিন সপ্তাহ'
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
নষ্ট ৪৪ লক্ষের বেশি ডোজ, ভ্যাকসিনের ডোজ নষ্টে শীর্ষে তামিলনাড়ু
20th April 2021
20th April 2021
Leave A Comment