শাহরুখ-আমিরের কাঁধে চেপেই প্রজাতন্ত্রে দেশাত্মবোধের ঝুলি খুলছেন যোগী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মানুষের মধ্যে হয়ত দেশাত্মবোধের আবেগ কিছুটা হলেও কম পড়েছে। তাই জনসাধারণের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতেই প্রজাতন্ত্র দিবসে রাজ্যের প্রতিটি সিনেমা হলেই দেশাত্মবোধক সিনেমা দেখানোর নির্দেশ জারি করল যোগী সরকার।
জানা গিয়েছে, আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সিনেমা হলেই দেখানো হবে বলিউডের জনপ্রিয় দেশাত্মবোধক সিনেমা গুলি। যার জন্য টিকিট মূল্য মাত্র ১০ টাকা। এটা কেবল ছোট হলের জন্য নয়, এই মূল্য রাজ্যের সমস্ত বড় মাল্টিপ্লেক্সগুলির ক্ষেত্রেও ।
কোন কোন ছবি দেখানো হবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ? সেই দিকে নজর দিলে দেখা যাবে এই তালিকায় প্রথমেই থাকছে শাহরুখ খান অভিনীত স্বদেশ। এছাড়াও রয়েছে আমির খান অভিনীত রং দে বসন্তী, চক দে ইন্ডিয়া এবং বিকি কৌশল অভিনীত ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ২০১৬ সালে উরি জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষাপটেই নির্মিত হয় ছবিটি। ২০১৮ সালে দেশে যা ব্লক ব্লাস্টার ছবি হিসেবে জায়গা করে নিয়েছিল।
অপর দিকে শাহরুখ অভিনীত স্বদেশের মধ্যেও রয়েছে দেশের প্রতি এক অদৃশ্য টানের ছোঁয়া। যেখানে সুদূর প্রবাসে কর্মরত এক ভারতীয়র দেশে ফিরে আসার গল্প। যা মুগ্ধ করেছিল দর্শকদের। আবার আমিরের রং দে বসন্তীতে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দেশের যুব সম্প্রদায়ের এক অভুতপূর্ব লড়াই গল্প তুলে ধরা হয়। যেখানে বিপ্লবী ভগৎ সিংয়ের চিন্তা ধারার ছাপও দেখতে পান দর্শকরা।আবার চক দে ইন্ডিয়াতে দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ে বিদেশের মাটিতে জিতে ফেরার লড়াইকে বর্ণিত করা হয়েছে শাহরুখ অভিনীত ছবিটিতে।
এছাড়াও কালকের তালিকায় থাকছে ২০০৩সালে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে হৃত্বিক রোশন অভিনীত ‘লক্ষ্যে’ এবং আলিয়া ভাট অভিনীত রাজির মতো ছবি। থাকছে ৯০’র দশকে জেপি দৎ পরিচালিত ব্লকব্লাস্টার ‘বর্ডার’।
উল্লেখযোগ্য বিষয় হল অতীতে মোদি সরকারের অষহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে বেকায়দায় পড়তে হয়েছিল আমির-শাহরুখদের। কিন্তু প্রজাতন্ত্র দিবসে শাহরুখ-আমিরে ভরসা রেখে কী বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী। হিন্দুত্ববাদের ‘পোস্টার বয়’ হিসেবে নিজের ভাবমূর্তি হালকা মুছে ধর্মনিরপেক্ষতার পাতলা চাদর কি গায়ে জড়াতে চাইছেন যোগী? মনে করছে বিশেষজ্ঞমহল।
জানা গিয়েছে, আগামীকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে রাজ্যের সমস্ত সিনেমা হলেই দেখানো হবে বলিউডের জনপ্রিয় দেশাত্মবোধক সিনেমা গুলি। যার জন্য টিকিট মূল্য মাত্র ১০ টাকা। এটা কেবল ছোট হলের জন্য নয়, এই মূল্য রাজ্যের সমস্ত বড় মাল্টিপ্লেক্সগুলির ক্ষেত্রেও ।
কোন কোন ছবি দেখানো হবে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ? সেই দিকে নজর দিলে দেখা যাবে এই তালিকায় প্রথমেই থাকছে শাহরুখ খান অভিনীত স্বদেশ। এছাড়াও রয়েছে আমির খান অভিনীত রং দে বসন্তী, চক দে ইন্ডিয়া এবং বিকি কৌশল অভিনীত ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। ২০১৬ সালে উরি জঙ্গি হামলার প্রতিশোধ নিতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের প্রেক্ষাপটেই নির্মিত হয় ছবিটি। ২০১৮ সালে দেশে যা ব্লক ব্লাস্টার ছবি হিসেবে জায়গা করে নিয়েছিল।
অপর দিকে শাহরুখ অভিনীত স্বদেশের মধ্যেও রয়েছে দেশের প্রতি এক অদৃশ্য টানের ছোঁয়া। যেখানে সুদূর প্রবাসে কর্মরত এক ভারতীয়র দেশে ফিরে আসার গল্প। যা মুগ্ধ করেছিল দর্শকদের। আবার আমিরের রং দে বসন্তীতে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে দেশের যুব সম্প্রদায়ের এক অভুতপূর্ব লড়াই গল্প তুলে ধরা হয়। যেখানে বিপ্লবী ভগৎ সিংয়ের চিন্তা ধারার ছাপও দেখতে পান দর্শকরা।আবার চক দে ইন্ডিয়াতে দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের পিছিয়ে পড়ে বিদেশের মাটিতে জিতে ফেরার লড়াইকে বর্ণিত করা হয়েছে শাহরুখ অভিনীত ছবিটিতে।
এছাড়াও কালকের তালিকায় থাকছে ২০০৩সালে কার্গিল যুদ্ধের প্রেক্ষাপটে হৃত্বিক রোশন অভিনীত ‘লক্ষ্যে’ এবং আলিয়া ভাট অভিনীত রাজির মতো ছবি। থাকছে ৯০’র দশকে জেপি দৎ পরিচালিত ব্লকব্লাস্টার ‘বর্ডার’।
উল্লেখযোগ্য বিষয় হল অতীতে মোদি সরকারের অষহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে বেকায়দায় পড়তে হয়েছিল আমির-শাহরুখদের। কিন্তু প্রজাতন্ত্র দিবসে শাহরুখ-আমিরে ভরসা রেখে কী বার্তা দিতে চাইছেন মুখ্যমন্ত্রী যোগী। হিন্দুত্ববাদের ‘পোস্টার বয়’ হিসেবে নিজের ভাবমূর্তি হালকা মুছে ধর্মনিরপেক্ষতার পাতলা চাদর কি গায়ে জড়াতে চাইছেন যোগী? মনে করছে বিশেষজ্ঞমহল।
More News:
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
2nd March 2021
Leave A Comment