এই মুহূর্তে

মিসড কলের সূত্রেই ১১ বছরের নাবালিকার খুনের কিনারা করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিখোঁজ হওয়ার দিন মায়ের ফোনে এসেছিল একটি মিসড কল। আর অপরিচিত নম্বর থেকে আসা সেই মিসড কলের সূত্র ধরেই দিল্লি পুলিশের তদন্তকারীরা কিনারা করলেন রাজধানীর নাঙলুইয়ের ১১ বছরের কিশোরীর নিখোঁজ থাকার রহস্যভেদ। খুনের দায়ে ইতিমধ্যেই পাকড়াও করা হয়েছে রোহিত ওরফে বিনোদ নামে ২১ বছরের এক যুবককে। পুলিশি জেরার মুখে নাবালিকাকে খুনের কথা স্বীকারও করে নিয়েছে ঘাতক যুবক। ধৃতকে সঙ্গে নিয়ে নিখোঁজ নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছেন তদন্তকারীরা।

পুলিশ জানিয়েছে, গত ৯ ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতোই সকাল সাড়ে সাতটা নাগাদ স্কুলের উদ্দেশে রওনা হয়েছিল নাঙলুইয়ের বাসিন্দা ১১ বছরের নাবালিকা। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরেও বাড়িতে না ফিরে আসায় খোঁজখবর শুরু করে পরিবারের সদস্যরা। কিন্তু কোনও খোঁজ মেলেনি। পরের দিন মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানিয়ে স্থানীয় থানায় জিডি করে কিশোরীর পরিবার। জিডিতে মেয়েকে অপহরণ করা হয়েছে বলে আশঙ্কার কথা উল্লেখ করা হয়। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। নিখোঁজ কিশোরীর মা জানান, ঘটনার দিন বেলা ১১টা ৫০ মিনিটে তাঁর ফোনে একটি অপরিচিত নম্বর থেকে মিসড কল এসেছিল। ওই নম্বরে একাধিকবার ফোন করা হয়েছে। যদিও অপরিচিত নম্বরের ফোনটি বন্ধ ছিল।

মোবাইল পরিষেবা সংস্থার কাছ থেকে যে নম্বর থেকে ওই মিসড কল এসেছিল তার মালিকের পরিচয় সংগ্রহ করেন তদন্তকারীরা। ওই ব্যক্তিকে ধরতে পঞ্জাব ও মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দেন। শেষ পর্যন্ত ১২ দিন বাদে গত ২১ ফেব্রুয়ারি ওই মিসড কলের মালিককে পাকড়াও করতে সক্ষম হন। জেরায় রোহিত স্বীকার করে নেয়, নিখোঁজ হওয়া কিশোরীকে অপহরণ করে খুন করে গেবড়া মোরের একটি জায়গায় পুঁতে রেখেছে। ধৃতকে সঙ্গে নিয়ে নাবালিকার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। খুনের আগে কিশোরীকে ধর্ষণ করা হয়েছিল তা নিশ্চিত হতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৭ দিন আগেই জেলে বিষ মেশানো খাবার দেওয়ার অভিযোগ করেছিলেন মুখতার

‘অস্বাভাবিক মৃত্যু’ জেলবন্দি বাহুবলী নেতার, উত্তরপ্রদেশজুড়ে জারি সতর্কতা

কমল-পুত্র নকুলের সম্পত্তির পরিমাণ প্রায় ৭০০ কোটি

ভোট বেলাতে জোর টক্কর! রাজনীতিতে ডেবিউ করতে চলেছেন ‘কাপুর সিস্টার্স’

শঙ্খ ছেড়ে পদ্ম হাতে নবীনের সাংসদ  

ইনি তামিলনাড়ুর সবচেয়ে ধনী প্রার্থী, সম্পত্তি কত জানেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর