24ºc, Haze
Thursday, 23rd March, 2023 4:05 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের বই দেওয়া হবে। সেটা জানিয়েও দেওয়া হয়েছে। বিনামূল্যে বই পেতে গেলে ছাত্র-ছাত্রী পিছু চাওয়া হয়েছে ৫০০ টাকা। আর এই বই নিতে হলে একটি ফর্ম পূরণ করতে হবে। তার জন্য দিতে হবে আরও ২০০ টাকা। তাহলে প্রত্যেক পডু়য়াকে বিনামূল্যে বইয়ের জন্য দিতে হবে মোট ৭০০ টাকা।
এমনই তাজ্জব ঘটনা ডিমলা উপজেলার ডালানি চাপা উচ্চ বিদ্যালয়ে। পড়ুয়াদের কাছ থেকে এভাবে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও প্রধান শিক্ষক যাবতীয় অভিযেগ অস্বীকার করেছেন। জানিয়েছেন, বিদ্যালয়ে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।
ডালিয়া গ্রামের পড়ুয়াদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ছেলে-মেয়েকে ভর্তি করাতে তারা ডালিয়া চাপানি উচ্চ বিদ্যালয়ে যান। ভর্তির জন্য স্কুল কর্তৃপক্ষ তাদের থেকে বাড়তি টাকা দাবি করে। নতুন বইয়ের জন্য প্রত্যেক পড়ুয়ার থেকে ৫০০ শো টাকা করে দাবি করা হচ্ছে। আর এসএসসি ফর্ম পূরণের জন্য চাওয়া হচ্ছে ২২ শো টাকা।
সুশীল চন্দ্র রায় জানিয়েছেন, তিনি তাঁর ছোট মেয়ে স্কুলে ভর্তি এবং ছেলের এসএসসি ফর্ম পূরণের জন্য স্কুলে যান। টাকা জমা দেওয়ার কাউন্টারে যিনি ছিলেন তিনি জানান, কোনটার জন্য কত টাকা দিতে হবে। মেয়ের বইয়ের জন্য চাওয়া হয় ৫০০ টাকা। আর ছেলের এসএসসি ফর্ম পূরণের জন্য চাওয়া হয় ২২ শো টাকা। নিরুপায় হয়ে তিনি এক ব্যবসায়ীর থেকে মোটা সুদের শর্তে তিন হাজার টাকা ধার নেন।