নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের গরমকে হার মানাতে পারে মজার মজার আইসক্রিম ও কুলফি। তবে আপনি যদি বাইরে তৈরি আইসক্রিম খেতে চান তাহলে অবশ্যই চলে যান লন্ডনে। যেখানে গোটা অক্টোবর মাস জুড়ে চলবে আইসক্রিম সপ্তাহ।
নর্মাল আইসক্রিমের পাশাপাশি এখানে আপনি পেয়ে যাবেন ‘অ্যালকোহল আইসক্রিম’। আইসক্রিম নির্মাতা হ্যাগেন ড্যাজ দুটি নতুন স্বাদের আইসক্রিম তৈরি করেছেন। মূলত প্রাপ্ত বয়স্কদের কথা ভেবে এই আইসক্রিম তৈরি করা হয়েছে, যা গোটা অক্টোবর জুড়ে পাওয়া যাবে।
রাম সল্টটেড ক্যারামেল ও বিস্কুট এবং আইরিশ হুইস্কি ও চকলেট ওয়াফেল এই দুটি ফ্লেভার পাওয়া যাবে এখানে। রাম ও হুইস্কি স্বাদযুক্ত আইসক্রিমের প্রতিটি বক্সে ০.৫ শতাংশেরও কম অ্যালকোহল থাকে, যা আপনাকে নিশ্চিত করে যে এই আইসক্রিম খাওয়ার পর আপনি মাতাল হবেন না। প্রতিটি বক্সের দাম ৫০০ টাকা।
১৯৬০ সালে রুবেন ও রোজ ম্যাটাস আমেরিকান আইসক্রিম ব্র্যান্ড হ্যাগেন ড্যাজ প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে এখানে চকলেট, কফি স্বাদের আইসক্রিম পাওয়া যায়। বর্তমানে বিশ্বের একটি নামী ব্র্যান্ডে পরিণত হয়েছে এই হ্যাগেন ড্যাজ।