27ºc, Haze
Saturday, 2nd July, 2022 7:23 am
নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: এ দেশে বৃদ্ধ কিম্বা বৃদ্ধারা যে কী অসহনীয় অবস্থায় থাকেন, তা আরও একবার প্রকাশ্যে এল। বেঙ্গালুরুর এক বৃদ্ধা (elderly woman) পেনশনের জন্য দরখাস্ত জমা দিতে যেতে হয়েছিল গ্রামের অ্যাকাউন্ট অফিসে। বাড়ি থেকে দূরত্ব সাত কিলোমিটার। পুরোটাই তাঁকে হেটে যেতে হয়েছে। কড়া রোদে সাত কিলোমিটার হাঁটতে গিয়ে তিনি (elderly woman) অসুস্থ (collapsed) হয়ে পড়েন। অফিসে পৌঁছলে তিনি জ্ঞান হারান। এই ঘটনায় দফতরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। অসুস্থ বৃদ্ধাকে (elderly woman) দফতরের লোকেরা হাসপাতালে (hospital) ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুললে দফতরের কর্মীরা বৃদ্ধাকে পরে তাঁর বাড়ি পৌঁছে দেয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৭ জুন। আর ঘটনার কথা প্রকাশ্যে আসে সোমবার।
দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটেছে হোসানগরে। সাত কিলোমিটার হেটে পেনশনের জন্য দরখাস্ত জমা দিতে গিয়েছিলেন সাধামা। ঘড়িতে তখন বাজে সাড়ে ন’টা। দফতরের পদস্থকর্তা এ এস রাজীব জানান, নির্ধারিত সময়েই অফিসে পৌঁছে যান সাধামা। কিন্তু যার হাতে দরখাস্ত জমা দেওয়ার কথা ছিল, তিনি অনেকটাই দেরি করে দফতরে পৌঁছন। সাত কিলোমিটার হেটে আসার পর অফিসের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরে তাঁকে দফতরের কর্মীরা হাসপাতালে (elderly woman) ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসার পর বৃদ্ধাকে (elderly woman) অ্যাম্বুলেন্সে করে তাঁর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ এস রাজীব তাঁর অধস্তন কর্মীদের বলেছেন, বৃদ্ধার বাড়ি গিয়ে পেনশন সংক্রান্ত কাগজপত্র নিয়ে দফতরে জমা দিতে হবে।
আরও পড়ুন সরকারি কর্তার তিন বউ, পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন দাখিলে ফাঁস তথ্য